Money Making Tips: ভুট্টা চাষে বিপুল লাভের সম্ভাবনা! সহজ উপায়ে লাভ হবে দ্বিগুণ
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
New Business Ideas: সঠিক নিয়মে সার ব্যবস্থাপনা করলে ভুট্টার ভাল ফলন নিশ্চিত করা সম্ভব। ভাল ফলন হলে লাভ হবে হুহু করে।
জলপাইগুড়ি: বাড়ছে ভুট্টা চাষ! এই পদ্ধতি মেনে চাষ করলে লাভ হবে বিপুল। পরামর্শ রইল কৃষি দফতরের। জলপাইগুড়ি জেলায় বরাবরই ভুট্টা চাষে সুনাম রয়েছে। গত বছরের তুলনায় এবার ভুট্টা চাষের এলাকার পরিমাণ বাড়ছে। এর আগে প্রায় ১৫ হাজার হেক্টর এলাকাজুড়ে ভুট্টা চাষ হয়েছিল।
এবছর সেই পরিমাণ বেড়ে হতে পারে প্রায় ২০ হাজার হেক্টর ,এমনটাই জানা গিয়েছে কৃষি দফতরসূত্রে। তবে ডুয়ার্সের কিছু কিছু এলাকায় হাতি সহ অন্যান্য বন্যপ্রাণের আক্রমণের ভয় রয়েছে সেকারণে নির্দিষ্ট কিছু এলাকায় ভুট্টা চাষ ব্যাহত হলেও অন্যান্য জায়গায় ভুট্টা চাষের হার বেড়েছে অনেকটাই।
advertisement
advertisement
ভুট্টা চাষে কি কি রাসায়নিক সার দরকার, কি দিলে গাছ সুস্থ ভাবে বেড়ে উঠবে এবং ভাল ফলন হবে সেসব জানাচ্ছে কৃষি দফতর। এই পরামর্শ মেনে ভুট্টা চাষ করলে লাভ হবে দ্বিগুণ। জলপাইগুড়ি কৃষি আধিকারিক গোপাল চন্দ্র সাহা জানান, ভুট্টার চাহিদা রয়েছে সেকারণে চাষিরাও ভুট্টা চাষে ঝুঁকছে। তিনি আরও জানান মূলত নাইট্রোজেন, পটাস, ফসফরাস এই তিনটি খাদ্য প্রায়োজন।.
advertisement
আরও পড়ুন: PF অ্যাকাউন্টে সুদ ট্রান্সফার করেছে সরকার, এই ৪ পদ্ধতির মাধ্যমে অবিলম্বে ব্যালেন্স চেক করুন
এই সার গুলি গাছের বৃদ্ধি ,শিকড় শক্ত এবং দানা পরিপক্ক করতে সাহায্য করে। রোগ পোকা আক্রমণের থেকেও অনেকটা বাঁচায়। তবে সার প্রয়োগের ক্ষেত্রে কিছু পদ্ধতি অবশ্যই অবলম্বন করা উচিত। সার প্রয়োগের ক্ষেত্রে গোবর সার, টিএসপি ও এমওপি বীজ বপনের আগে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া তিন কিস্তিতে ভাগ করে দিতে হবে। প্রয়োজনে জল সেচের সঙ্গে তরল সার প্রয়োগ করা যেতে পারে। সঠিক নিয়মে সার ব্যবস্থাপনা করলে ভুট্টার ভাল ফলন নিশ্চিত করা সম্ভব। ভাল ফলন হলে লাভ হবে হুহু করে।
advertisement
সুরজিৎ দে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2025 6:23 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ভুট্টা চাষে বিপুল লাভের সম্ভাবনা! সহজ উপায়ে লাভ হবে দ্বিগুণ
