Lata Mangeshkar: বিলাসবহুল বাড়ি গাড়ি-সহ কত কোটি টাকার সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর!

Last Updated:

Lata Mangeshkar Property: এত টাকার সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও স্বাভাবিক জীবনযাপন করতেন।

#নয়াদিল্লি: রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে থেমে গিয়েছে সুরের এক স্বর্ণালী অধ্যায় ৷ প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লতা মঙ্গেশকর ৷ গত এক-দু’দিন ধরে ভারত রত্ন লতা মঙ্গেশকরের জীবনজুড়ে হাজারো স্মৃতি ও অজানা অধ্যায় নিয়ে পড়েছেন ও শুনেছেন দেশের কোটি কোটি মানুষ ৷ কিন্তু আপনি কী জানেন লতা মঙ্গেশকর কত টাকা এবং সম্পত্তি রেখে গিয়েছেন ? যদি সূত্রের খবর বিশ্বাস করা হয় তাহলে লতা মঙ্গেশকরের নেট ওয়ার্থ (Lata Mangeshkar Net Worth) ৩৫০ কোটি টাকার বেশি ৷
ওনার কাছে  বিলাসবহুল বাড়ি, গাড়ির পাশপাশি কোটি কোটি টাকার মূল্যের গয়না রয়েছে ৷ লতাজির বেশির ভাগ আয় বর্তমানে তাঁর গানের রয়েল্টি থেকে আসত ৷ DailyO এর একটি রিপোর্ট অনুযায়ী, লতা মঙ্গেশকর তাঁর কেরিয়ারে ৫০ হাজারের বেশি গান গেয়েছেন ৷ এই গান থেকেই রয়েল্টি হিসেবে তিনি প্রায় ৪০-৫০ লক্ষ টাকা মাসে আয় করতেন ৷ এই হিসেবে বছরে মোট ৬ কোটি টাকা আয় করতেন তিনি ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, লতা মঙ্গেশকরের ৩৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে ৷
advertisement
advertisement
জামা কাপড়, গয়না ও গাড়ির পছন্দ করতেন
মুম্বইয়ের পেডার রোডে বাড়িতে যাঁর নাম ‘প্রভুকুঞ্জ ভবন’ সেখানে থাকতেন তিনি ৷ ভালো জামা কাপড়, দামি গয়না ও গাড়ির পছন্দ করতেন ৷ একাধিক দামি গাড়ির কালেকশন ছিল লতা মঙ্গেশকরের ৷ এত টাকার সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও স্বাভাবিক জীবনযাপন করতেন।
advertisement
একটি সাক্ষাৎকারে লতাজি নিজেই জানিয়েছিলন যে তিনি খুব গাড়ি পছন্দ করেন ৷ তিনি আরও জানান, প্রথমে তিনি ইন্দওর থেকে একটি Chevrolet কিনেছিলেন ৷ এরপর Buick ও Chrysler কিনেছিলেন ৷ যশ চোপড়া তাঁকে একটি মার্সিডিজ উপহার দিয়েছিলেন ৷ সাক্ষাৎকারে লতা মঙ্গেশকর জানিয়েছিলেন বীর জারা ছবির মিউজিক রিলিজের সময় যশ চোপড়া তাঁকে একটি মার্সিডিজ গাড়ির চাবি হাতে দিয়ে বলেছিলেন এটা তাঁর গিফ্ট ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Lata Mangeshkar: বিলাসবহুল বাড়ি গাড়ি-সহ কত কোটি টাকার সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement