Punjab National Bank: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট রয়েছে? পেয়ে যাবেন ২০ লক্ষ টাকার সুবিধা....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কী ভাবে পাওয়া যাবে ২০ লাখ টাকার সুবিধা-
#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) এক বিশেষ ধরনের অ্যাকাউন্ট খুললে পেতে পারেন প্রায় ২৩ লাখ টাকার সুবিধা। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সেই অ্যাকাউন্টটি হল মাই স্যালারি অ্যাকাউন্ট (PNB MySalary Account)। যাঁরা চাকরি করেন, তাঁরা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই স্যালারি অ্যাকাউন্ট খুললে, পেয়ে যাবেন প্রায় ২৩ লাখ টাকার সুবিধা। এই স্যালারি অ্যাকাউন্টের গ্রাহকদের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের সুবিধা।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেবে এই সুবিধা-
নিজেদের স্যালারি ভালোভাবে ম্যানেজ করতে চাইলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তাঁর স্যালারি অ্যাকাউন্ট খোলা দরকার। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খুললে পাওয়া যাবে ব্যাক্তিগত দুর্ঘটনা বিমার সুবিধা। এছাড়াও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টের মাধ্যমে পাওয়া যাবে ওভারড্রাফটের সুবিধা।
advertisement
advertisement
अपनी Salary को बेहतर manage करना चाहते हैं? तो देर किस बात की ?
आज ही #PNBMySalaryAccount खुलवाएं। व्यक्तिगत दुर्घटना बीमा के साथ-साथ ओवरड्राफ्ट और स्वीप सुविधा भी पाएँ अधिक जानकारी के लिए क्लिक करें: https://t.co/4Kv9WPpxgT #amritmahotsav @amritmahotsav pic.twitter.com/fyYsT6L6dI — Punjab National Bank (@pnbindia) February 8, 2022
advertisement
কী ভাবে পাওয়া যাবে ২০ লাখ টাকার সুবিধা-
এর জন্য প্রথমেই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটি স্যালারি অ্যাকাউন্ট খুলতে হবে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের ইনস্যুরেন্স কভার সহ বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করছে। জিরো ব্যাল্যান্স এবং জিরো কোয়াটারলি এভারেজ সুবিধার সঙ্গে সঙ্গে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ২০ লাখ টাকার পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারও প্রদান করছে। ২০ লাখ টাকার এই সুবিধা পাওয়া যাবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টে।
advertisement
স্যালারি অ্যাকাউন্টের ৪টি ক্যাটাগরি-
- প্রতি মাসে যারা ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা স্যালারি পায় তাদের রাখা হয়েছে সিলভার ক্যাটাগরিতে।
- প্রতি মাসে যারা ২৫০০১ টাকা থেকে ৭৫০০০ টাকা স্যালারি পায় তাদের রাখা হয়েছে গোল্ড ক্যাটাগরিতে।
advertisement
- প্রতি মাসে যারা ৭৫০০১ টাকা থেকে ১৫০০০০ টাকা স্যালারি পায় তাদের রাখা হয়েছে প্রিমিয়াম ক্যাটাগরিতে।
- প্রতি মাসে যারা ১৫০০০১ টাকার বেশি স্যালারি পায় তাদের রাখা হয়েছে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে।
কী ভাবে পাওয়া যাবে ৩ লাখ টাকার সুবিধা-
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে গ্রাহকদের ওভারড্রাফটের সুবিধা দেওয়া হয়। সিলভার ক্যাটাগরির গ্রাহকদের ৫০০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে, গোল্ড ক্যাটাগরির গ্রাহকদের ১৫০০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে, প্রিমিয়াম ক্যাটাগরির গ্রাহকদের ২২৫,০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে এবং প্ল্যাটিনাম ক্যাটাগরির গ্রাহকদের ৩,০০,০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে।
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সকল সুবিধার সম্পর্কে জানতে এবং এই ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্ট সম্পর্কে জানার জন্য এই লিঙ্ক ভিজিট করতে হবে- https://www.pnbindia.in/salary saving products.html
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2022 7:20 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Punjab National Bank: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট রয়েছে? পেয়ে যাবেন ২০ লক্ষ টাকার সুবিধা....