#নয়াদিল্লি: দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে ৬ লক্ষের বেশি গ্রামে অপ্টিক্যাল ফাইবার নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন লালকেল্লা থেকে জাতীর উদ্দেশ্যে ভাষণে তিনি জানান, ‘৬ লক্ষের বেশি গ্রামে শীঘ্রই অপ্টিক্যাল ফাইবার নেটওয়ার্ক পৌঁছে যাবে ৷ আগামী ১০০০ দিনে গ্রামে হাই স্পিড ইন্টারনেটের সুবিধা দেওয়ার জন্য অপ্টিক্যাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে ৷ এর সঙ্গে সরকার নতুন সাইবার সুরক্ষা নীতি আসতে চলেছে ৷
এদিনের ভাষণে ভারতকে নতুন দিশা দেখানোর জন্য একাধিক পদক্ষেপের ঘোষণা করেছেন মোদি ৷ ট্যুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন. আগামী ১০০০ দিনে লাক্ষাদ্বীপকেও সাবমেরিন অপ্টিক্যাল ফাইবার কেবলের সঙ্গে যুক্ত করা হবে ৷
अगले 1000 दिन में, लक्षद्वीप को भी सबमरीन ऑप्टिकल फाइबर केबल से जोड़ दिया जाएगा: PM @narendramodi #AatmaNirbharBharat
— PMO India (@PMOIndia) August 15, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Independence Day 2020