মাত্র ৯ টাকার শেয়ারের দাম বর্তমানে ৩৬১৩ টাকা, মাল্টিব্যাগার এই স্টকে বিনিয়োগ করে আজ কোটিপতি বিনিয়োগকারীরা
Last Updated:
মাল্টিব্যাগার এই স্টকে (Multibagger Stock) ১৯ বছর আগে যে সকল বিনিয়োগকারী ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, তাঁরা এখন কোটিপতি হয়ে গিয়েছেন।
বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগের উপরেই ভরসা করেন। আসলে শেয়ার বাজারের টালমাটাল পরিস্থিতি সত্ত্বেও বহু বিনিয়োগকারীও সেখানে বিভিন্ন স্টকে বিনিয়োগ করে মোটা রিটার্নের জন্য অপেক্ষা করে থাকেন। আর শেয়ার বাজারে রয়েছে বিভিন্ন ধরনের মাল্টিব্যাগার স্টকও। আর এই সব মাল্টিব্যাগার স্টক বিনিয়োগকারীদের মোটা টাকা রিটার্ন এনে দিয়েছে। এমনই একটি মাল্টিব্যাগার স্টক হল ডিভিস ল্যাব (Divi's Lab) ফার্মা কোম্পানি। মাল্টিব্যাগার এই স্টকে (Multibagger Stock) ১৯ বছর আগে যে সকল বিনিয়োগকারী ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, তাঁরা এখন কোটিপতি হয়ে গিয়েছেন। কারণ এই স্টকের সেই ৯ টাকা বৃদ্ধি পেয়ে এখন ৩৬১৩ টাকায় পৌঁছে গিয়েছে।
মঙ্গলবারও এই মাল্টিব্যাগার শেয়ারে স্বল্প উর্ধ্বগতি দেখা গিয়েছে। এই মাল্টিব্যাগার স্টক ০.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬১৩ টাকায় পৌঁছে গিয়েছে। বিগত কয়েক দিনে এই শেয়ারে ৩.৪১% উর্ধ্বগতি দেখা গিয়েছে। যদিও বিগত এক বছরে এই মাল্টিব্যাগার শেয়ার নেগেটিভ রিটার্ন দিয়েছে। এ-ছাড়াও এই মাল্টিব্যাগার স্টকের ক্ষেত্রে ৩০% পতনও দেখা গিয়েছে। কিন্তু, দীর্ঘ সময়ের জন্য এই শেয়ার বিনিয়োগকারীদের বেশ ভালোই রিটার্ন দিয়েছে। বিগত ৫ বছরে এই শেয়ার ৪০৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
advertisement
advertisement
কোম্পানি প্রোফাইল:
ডিভিস ল্যাব (Divi's Lab) হল একটি লার্জ ক্যাপ ফার্মা কোম্পানি। এর বাজার মূলধন বা মার্কেট ক্যাপিটাল হল ৯৬,০০০.২৪ কোটি টাকা। এই কোম্পানি অ্যাক্টিভ ফার্মা উপকরণ (API) তৈরি করে। আর্থিক বর্ষ ২০২৩-এর প্রথম ত্রৈমাসিকে এই সংস্থার মোট মুনাফা হয়েছিল ৭০২ কোটি টাকা। আর আর্থিক বর্ষ ২০২২-এর প্রথম ত্রৈমাসিকে এই সংস্থার মোট মুনাফা হয়েছিল ৫৫৭ কোটি টাকা। চলতি আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে এই কোম্পানির মোট মুনাফা ৪.৫ শতাংশ বেড়ে ৮৫১ কোটি টাকা হয়েছে। এক বছর আগেও এই ত্রৈমাসিকে ডিভিস ল্যাবের মোট মুনাফা ছিল ৮১৪ কোটি টাকা। এই ভাবেই এই সংস্থার মোট আয় আর্থিক বর্ষ ২০২৩-এর প্রথম ত্রৈমাসিকে ১৭% বৃদ্ধি পেয়েছে।
advertisement
১৯ বছরে ১ লক্ষ টাকা হয়েছে ৪ কোটি টাকা:
যে সকল বিনিয়োগকারী এই মাল্টিব্যাগার শেয়ারে বিনিয়োগ করেছেন, তাঁরা এখন কোটিপতি হয়ে গিয়েছেন। ২০০৩ সালের ১৩ মার্চ এই সংস্থার শেয়ার ৯ টাকায় বন্ধ হয়েছিল। বর্তমানে ২০২২ সালের ৩০ অগাস্ট এই শেয়ারের মূল্য ৩৬১৩ টাকা। অর্থাৎ হিসেব বলছে, কোনও বিনিয়োগকারী যদি ১৯ বছর আগে এই মাল্টিব্যাগার স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে বর্তমানে সেই বিনিয়োগকারীর সেই ১ লক্ষ টাকা ৪.০১৪ কোটি টাকায় পরিণত হয়েছে। একই ভাবে কোনও বিনিয়োগকারী যদি ৫ বছর আগে এই মাল্টিব্যাগার শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তা-হলে তাঁর সেই ১ লক্ষ টাকা এখন ৫.০৭ লক্ষ টাকায় পরিণত হয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2022 1:25 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৯ টাকার শেয়ারের দাম বর্তমানে ৩৬১৩ টাকা, মাল্টিব্যাগার এই স্টকে বিনিয়োগ করে আজ কোটিপতি বিনিয়োগকারীরা