এই স্কিমে প্রতিদিন ৯৫ টাকা করে জমা করুন! মেয়াদ শেষে পেয়ে যাবেন ১৪ লক্ষ টাকার বাম্পার রিটার্ন
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
ভারতীয় ডাক বিভাগ বা পোস্ট অফিসের এমনই একটি জনপ্রিয় স্কিম হল সুমঙ্গল রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম।
#কলকাতা: আজকাল তো সকলেই সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করতে চান। আর তাঁদের সেই সুবিধা দিয়ে থাকে ভারতীয় ডাক বিভাগ (indian Post Office)। শুধু নিরাপদ বিনিয়োগের বিকল্পই নয়, তার সঙ্গে বিনিয়োগকারীকে দুর্দান্ত রিটার্নও দেয় পোস্ট অফিস। আর এখানে রয়েছে নানা ধরনের স্কিম (Scheme)। যেখানে খুব স্বল্প টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যেতে পারে।
ভারতীয় ডাক বিভাগ বা পোস্ট অফিসের এমনই একটি জনপ্রিয় স্কিম হল সুমঙ্গল রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম (Sumangal Rural Postal Life Insurance Scheme)। এর মাধ্যমে বিনিয়োগ (Investment) করে বিনিয়োগকারীরা সুরক্ষিত ভাবে ভাল টাকা রিটার্ন পেতে পারেন। সুমঙ্গল রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম সেই সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত, যাঁদের কিছু সময় অন্তর টাকার প্রয়োজন হয়। এই স্কিমে প্রতিদিন প্রায় ৯৫ টাকা করে বিনিয়োগ করলে বিনিয়োগকারী ১৪ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারবেন।
advertisement
advertisement
শুধু তা-ই নয়, এই যোজনার মাধ্যমে বিমা ধারকদের জীবিত থাকার উপর টাকা ফেরতের সুবিধাও দেওয়া হয়। অর্থাৎ এই যোজনায় বিমা ধারকরা যে টাকা বিনিয়োগ করেছেন, সেই টাকা তো ফেরত পাবেনই, তার সঙ্গে তাঁদের ইন্স্যুরেন্স কভারেজও দেওয়া হবে। আর এই যোজনায় বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। আর সবথেকে বড় কথা হল, এই যোজনার সুবিধা যে কোনও ভারতীয়ই নিতে পারেন।
advertisement
মিলবে মানি ব্যাকের সুবিধা:
সুমঙ্গল রুরাল পোস্টাল লাইফ ইন্সুরেন্স স্কিমের মাধ্যমে বিনিয়োগকারী মানি ব্যাকের সুবিধা পান। এই যোজনায় মোট ১০ লক্ষ টাকা গ্যারান্টি সহকারে পাওয়া যায় অর্থাৎ বিমা ধারকের মৃত্যু হলে তাঁর পরিবার ১০ লক্ষ টাকার সঙ্গে বোনাসও পেয়ে যাবেন। এই যোজনায় ১৫ বছর থেকে ২০ বছর পর্যন্ত বিনিয়োগ করতে হয়। ১৫ বছরের পলিসিতে গ্যারান্টি রাশি ২০-২০ শতাংশ মানি ব্যাক হিসাবে পাওয়া যায়। তবে এই পলিসির ৬, ৯ এবং ১২ বছর পূর্ণ হলে এই মানি ব্যাকের সুবিধা পাওয়া যায়। বাকি ৪০% টাকা বোনাস রূপে মেয়াদ পূর্ণ হওয়ার সময় পাওয়া যায়। ২০ বছরের পলিসিতে ৮, ১২ এবং ১৬ বছরে ২০-২০ শতাংশ হিসাবে টাকা মানি ব্যাক হিসাবে পাওয়া যায়। এক্ষেত্রে বাকি ৪০% টাকা মেয়াদ পূরণের সময় বোনাস হিসাবে পাওয়া যায়।
advertisement
১৪ লক্ষ টাকার ফান্ড:
যদি ২৫ বছর বয়সী কোনও বিনিয়োগকারী ৭ লক্ষ টাকা ২০ বছরের জন্য এই পলিসিতে জমা করেন, তা-হলে প্রতিদিন তাঁকে ৯৫ টাকা করে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ প্রতি মাসে বিনিয়োগকারীকে ২৮৫০ টাকা এই পলিসিতে বিনিয়োগ করতে হচ্ছে। এ-ক্ষেত্রে বিনিয়োগকারীকে ৩ মাসে ৮৮৫০ টাকা এবং ৬ মাসে ১৭,১০০ টাকা জমা করতে হবে। এই ভাবে এই পলিসিতে বিনিয়োগ করে গেলে মেয়াদ পূর্ণ হওয়ার পরে ১৪ লক্ষ টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2022 12:38 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই স্কিমে প্রতিদিন ৯৫ টাকা করে জমা করুন! মেয়াদ শেষে পেয়ে যাবেন ১৪ লক্ষ টাকার বাম্পার রিটার্ন