দীর্ঘ ৪৪ বছরের যাত্রার সমাপ্তি ! বন্ধ হচ্ছে MTV-র সব চ্যানেল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
MTV To Shut Down Music Channels: প্যারামাউন্ট গ্লোবাল ঘোষণা করেছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে MTV Hits, MTV 80s, MTV 90s-সহ একাধিক মিউজিক চ্যানেল বন্ধ করা হবে।
নয়াদিল্লি: ১৯৮১ সালে শুরু হয়েছিল যাত্রা ৷ দীর্ঘ চার দশকের যাত্রা শেষে বন্ধ হচ্ছে MTV-র সব মিউজিক চ্যানেলগুলি। প্যারামাউন্ট গ্লোবালের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকেই MTV Hits, MTV 80s, MTV 90s-সহ আরও একাধিক মিউজিক চ্যানেলগুলি বন্ধ করা হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চ্যানেলের নেটওয়ার্ক পুনর্গঠন ও ডিজিটাল প্ল্যাটফর্মে গুরুত্ব বাড়ানোর অংশ হিসেবে। ১৯৮১ সালে ‘আই ওয়ান্ট মাই এমটিভি’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে MTV। তারপর থেকেই এমটিভি-র দারুণ জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পায় ৷
দর্শকরা এখন অনেকেই টেলিভিশনের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে বেশি ঝুঁকছেন ৷ ইউটিউব, Spotify, JioSaavn, Apple Music-এর মতো ডিজিটাল মাধ্যমগুলিই তাঁদের পছন্দ। MTV-র দর্শকসংখ্যাও এইভাবে এখন আগের তুলনায় অনেকটাই কম। চ্যানেলগুলোকে তাই শেষপর্যন্ত বন্ধ করারই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
advertisement
advertisement
advertisement
এমটিভি আজ বহু মানুষের কাছেই নস্ট্যালজিয়া। চ্যানেলগুলি বন্ধ করার সিদ্ধান্তে তাই মন খারাপ তাঁদের প্রত্যেকেরই ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2025 3:10 PM IST