দীর্ঘ ৪৪ বছরের যাত্রার সমাপ্তি ! বন্ধ হচ্ছে MTV-র সব চ্যানেল

Last Updated:

MTV To Shut Down Music Channels: প্যারামাউন্ট গ্লোবাল ঘোষণা করেছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে MTV Hits, MTV 80s, MTV 90s-সহ একাধিক মিউজিক চ্যানেল বন্ধ করা হবে।

বন্ধ হচ্ছে MTV-র সব চ্যানেল
বন্ধ হচ্ছে MTV-র সব চ্যানেল
নয়াদিল্লি: ১৯৮১ সালে শুরু হয়েছিল যাত্রা ৷ দীর্ঘ চার দশকের যাত্রা শেষে বন্ধ হচ্ছে MTV-র সব মিউজিক চ্যানেলগুলি। প্যারামাউন্ট গ্লোবালের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকেই MTV Hits, MTV 80s, MTV 90s-সহ আরও একাধিক মিউজিক চ্যানেলগুলি বন্ধ করা হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চ্যানেলের নেটওয়ার্ক পুনর্গঠন ও ডিজিটাল প্ল্যাটফর্মে গুরুত্ব বাড়ানোর অংশ হিসেবে। ১৯৮১ সালে ‘আই ওয়ান্ট মাই এমটিভি’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে MTV। তারপর থেকেই এমটিভি-র দারুণ জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পায় ৷
দর্শকরা এখন অনেকেই টেলিভিশনের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে বেশি ঝুঁকছেন ৷ ইউটিউব, Spotify, JioSaavn, Apple Music-এর মতো ডিজিটাল মাধ্যমগুলিই তাঁদের পছন্দ। MTV-র দর্শকসংখ্যাও এইভাবে এখন আগের তুলনায় অনেকটাই কম। চ্যানেলগুলোকে তাই শেষপর্যন্ত বন্ধ করারই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Firstpost (@firstpost)

advertisement
এমটিভি আজ বহু মানুষের কাছেই নস্ট্যালজিয়া। চ্যানেলগুলি বন্ধ করার সিদ্ধান্তে তাই মন খারাপ তাঁদের প্রত্যেকেরই ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দীর্ঘ ৪৪ বছরের যাত্রার সমাপ্তি ! বন্ধ হচ্ছে MTV-র সব চ্যানেল
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement