Money Making Ideas: উল দিয়ে ঘর সাজানোর সামগ্রী তৈরি করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা! জানুন বিস্তারিত
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Money Making Ideas: ছোটবেলা থেকে থেকে উল সুতো দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করছে মুনমুন,কী বার্তা দিলেন মহিলাদের তিনি।
বীরভূম: মানুষের হাতে এখন সময় বড় কম।উল দিয়ে পোশাক বানানোর মতএত সময় আর কই? বাড়িতে বোনা উলের পোশাক এখন তাই দেখা যায় খুবই কম।মানুষের হয়তএখন সময় কম।পথে গাড়িঘোড়ার চাপ থেকে শুরু করে মানসিক চাপ সঙ্গেঅফিস এর চাপ।সময় কোথায় সময় নষ্ট করার?দেশে তৈরি পোশাকশিল্পের উত্থান স্বল্প মূল্যে গরম কাপড় কেনার সুযোগও তৈরি করে দিয়েছে।পথের ধারের ভ্যানগাড়িতেই পাওয়া যাচ্ছে পছন্দের শীতপোশাক।কে আর একটি সোয়েটারের জন্য এক মাস অপেক্ষা করে?তবে বাজারে উলের পোশাকের কদর কিন্তু কমেনি; বরং সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে।
আর এই উল দিয়ে সোয়েটার এবং তার সাথে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করে স্বনির্ভর হচ্ছেন বীরভূমের মহিলারা। নিজের পরিবার-পরিজন এবং বাড়ির কাজ সামলে উল সুতো দিয়ে সোয়েটার,কখনও চাদর,আবার কখনও দরজা এবং জানালার পর্দা থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী তৈরি করছেন। এই সমস্ত ঘর সাজানোর সামগ্রী তৈরি করে স্বনির্ভরের হওয়ার পাশাপাশি আর্থিক উপার্জনও করছে মহিলারা।
advertisement
আরও পড়ুন: কচুরিপানা থেকে লক্ষীলাভ, জানুন কীভাবে
advertisement
বনগাঁর বাসিন্দা মুনমুন মজুমদার তিনি উল সুতো দিয়ে বিভিন্ন ঘর সাজানো সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন জামা কাপড় তৈরি করছেন।এবং সপ্তাহের শনিবার বোলপুর সোনাঝুরির হাটে সেগুলি বিক্রি করছেন। মুনমুনের বাড়ি বোলপুর শান্তিনিকেতন হলেও কর্মক্ষেত্রে সে বনগাঁর বাসিন্দা।মুনমুনের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন বর্তমানে ১২ জন মহিলা।
advertisement
মুনমুন জানাই ক্লাস সেভেন থেকে সে উল সুতো দিয়ে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী তৈরি করে আসছেন। তবে পেশাগত ভাবে প্রায় ১২ বছর থেকে সে এই কাজ করছে।তার কথায় বর্তমানে মেয়েদের স্বনির্ভর হওয়া অত্যন্ত প্রয়োজন আর সেই কারণেই সে এই পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী দিনে তার ইচ্ছে আরও মহিলাদের সে তার নিজের দলে নিয়ে প্রশিক্ষণ দেবেন।
advertisement
সৌভিক রায়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2025 7:52 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: উল দিয়ে ঘর সাজানোর সামগ্রী তৈরি করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা! জানুন বিস্তারিত
