Money Making Ideas: উল দিয়ে ঘর সাজানোর সামগ্রী তৈরি করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা! জানুন বিস্তারিত

Last Updated:

Money Making Ideas: ছোটবেলা থেকে থেকে উল সুতো দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করছে মুনমুন,কী বার্তা দিলেন মহিলাদের তিনি।

+
মুনমুন

মুনমুন

বীরভূম: মানুষের হাতে এখন সময় বড় কম।উল দিয়ে পোশাক বানানোর মতএত সময় আর কই? বাড়িতে বোনা উলের পোশাক এখন তাই দেখা যায় খুবই কম।মানুষের হয়তএখন সময় কম।পথে গাড়িঘোড়ার চাপ থেকে শুরু করে মানসিক চাপ সঙ্গেঅফিস এর চাপ।সময় কোথায় সময় নষ্ট করার?দেশে তৈরি পোশাকশিল্পের উত্থান স্বল্প মূল্যে গরম কাপড় কেনার সুযোগও তৈরি করে দিয়েছে।পথের ধারের ভ্যানগাড়িতেই পাওয়া যাচ্ছে পছন্দের শীতপোশাক।কে আর একটি সোয়েটারের জন্য এক মাস অপেক্ষা করে?তবে বাজারে উলের পোশাকের কদর কিন্তু কমেনি; বরং সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে।
আর এই উল দিয়ে সোয়েটার এবং তার সাথে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করে স্বনির্ভর হচ্ছেন বীরভূমের মহিলারা। নিজের পরিবার-পরিজন এবং বাড়ির কাজ সামলে উল সুতো দিয়ে সোয়েটার,কখনও চাদর,আবার কখনও দরজা এবং জানালার পর্দা থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী তৈরি করছেন। এই সমস্ত ঘর সাজানোর সামগ্রী তৈরি করে স্বনির্ভরের হওয়ার পাশাপাশি আর্থিক উপার্জনও করছে মহিলারা।
advertisement
advertisement
বনগাঁর বাসিন্দা মুনমুন মজুমদার তিনি উল সুতো দিয়ে বিভিন্ন ঘর সাজানো সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন জামা কাপড় তৈরি করছেন।এবং সপ্তাহের শনিবার বোলপুর সোনাঝুরির হাটে সেগুলি বিক্রি করছেন। মুনমুনের বাড়ি বোলপুর শান্তিনিকেতন হলেও কর্মক্ষেত্রে সে বনগাঁর বাসিন্দা।মুনমুনের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন বর্তমানে ১২ জন মহিলা।
advertisement
মুনমুন জানাই ক্লাস সেভেন থেকে সে উল সুতো দিয়ে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী তৈরি করে আসছেন। তবে পেশাগত ভাবে প্রায় ১২ বছর থেকে সে এই কাজ করছে।তার কথায় বর্তমানে মেয়েদের স্বনির্ভর হওয়া অত্যন্ত প্রয়োজন আর সেই কারণেই সে এই পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী দিনে তার ইচ্ছে আরও মহিলাদের সে তার নিজের দলে নিয়ে প্রশিক্ষণ দেবেন।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: উল দিয়ে ঘর সাজানোর সামগ্রী তৈরি করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা! জানুন বিস্তারিত
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement