Money Making Tips: কচুরিপানা থেকে লক্ষীলাভ, জানুন কীভাবে

Last Updated:

Money Making Ideas: কচুরিপানা থেকেও তৈরি হচ্ছে এই সমস্ত জিনিস যা আপনার ঘর সাজানোর কাজে ব্যবহার হতে পারে।

+
কচুরিপানা

কচুরিপানা

বীরভূম: বর্তমানে পুরুষ এবং মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ধরনের ক্যাম্প এর আয়োজন করা হয়।বিভিন্ন বেসরকারি সংস্থান মহিলাদের স্বনির্ভর করতে কখনওছাগল, হাঁস, মুরগি চাষে উৎসাহী করেন,আবার কখনওবাড়িতে মাছ চাষ করে স্বনির্ভর হতে বার্তা দেন। তবে এইসবের বাইরে ও মহিলাদের স্বনির্ভর হতে সাহায্য করছে জলের মধ্যে থাকা কচুরিপানা।কচুরিপানা এই নামটি অন্তত গ্রামবাংলায় এমন কেউ যারা জানেন না।কচুরিপানা মুক্তভাবে ভাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ।মূলত এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা।এটি পুরু, চকচকে এবং ডিম্বাকৃতির পাতাবিশিষ্ট কচুরিপানা জলের উপরিপৃষ্ঠের ওপর ১ মিটার পর্যন্ত বাড়তে পারে।
তবে অনেকে ভাবেন কচুরিপানা জলাশয়ের এক এমন জিনিস যার কোনও কাজ নেই। তবে আপনার মনের মধ্যে এ ধারণা থাকলে সেটি একদমই ভুল।এই কচুরিপানা থেকেই লক্ষ্মীলাভ করছে বীরভূম।কচুরিপানার তত্ত্ব দিয়ে তৈরি বাড়ির ব্যবহারের বিভিন্ন জিনিস এবার সাঁইথিয়া থেকে সারা দেশে পৌঁছে যাচ্ছে। সাঁইথিয়ার ভগবতীপুর গ্রামে সে জন্য তৈরি হচ্ছে ‘কমন প্রোডাকশন সেন্টার’। রাজ্য ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্তু বিভাগের উদ্যোগে ভগবতী পুরে তৈরি হচ্ছে সরকারি ভবন। বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্ভুক্ত আহমদপুর এলাকায় গেলেই আপনি পৌঁছে যাবেন এই বাড়ি। যেখানে প্রায় একাধিক মহিলারা স্বনির্ভর হচ্ছেন কচুরিপানা থেকে বিভিন্ন বাড়ির সামগ্রী তৈরি করে।
advertisement
advertisement
জেলা শিল্প কেন্দ্রের সূত্রের খবর, ‘জমি চিহ্নিতকরণ হয়ে গিয়েছে।দফতর এর জন্য ১ কোটি ২১ লক্ষ টাকা বরাদ্দ করেছে। ২০২১ সালে কচুরিপানা থেকে তত্ত্ব বের করে নিত্য দিনের ব্যবহৃত সামগ্রী তৈরি করতে শুরু করে জেলা শিল্প কেন্দ্রের অধীনে থাকা মহিলারা। যা দিয়ে ফাইল রেক, ট্রে, ডাইরি-সহ নানা জিনিস তৈরি হয়। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন এর আগেও তন্তু দিয়ে তৈরি ক্লাস্টার পূর্বস্থলী ও কলকাতার কাছে একটি কেন্দ্রে পরিকাঠামো করে দিয়েছে সরকার।
advertisement
এবার আনন্দ দ্বিগুন, কারণ নিজের জেলার প্রায় আনুমানিক ৩৫০-৪০০ মহিলা সরাসরি এই শিল্পের সঙ্গে যুক্ত হবেন।পরোক্ষভাবে কাজে যোগ দেবে আরও ৪০০-৫০০ মহিলা।সব মিলিয়ে এই কাজ করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা। আর্থিক উপার্জন করে পরিবারের পাশে দাঁড়াতে পারছেন তারা। আর কার্যত তাতেই খুশির হাওয়া প্রত্যন্ত গ্রামের এই সমস্ত মহিলাদের।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: কচুরিপানা থেকে লক্ষীলাভ, জানুন কীভাবে
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement