এই টিপসগুলি মেনে চললেই বাড়ি বা ফ্ল্যাট সস্তা দামে কিনতে পারবেন !
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
মধ্যবিত্ত চাকরিজীবীদের চাকরি জীবনের বেশিরভাগ অংশটাই কেটে যায় সেই ইএমআই মেটাতে মেটাতে। তবে সস্তা বা কম টাকাতেও বাড়ি কেনা কিংবা ফ্ল্যাট কেনা সম্ভব!
নিজের একটা বাড়ি কিংবা ফ্ল্যাট হোক, এই স্বপ্ন তো প্রায় সকলের থাকে। কিন্তু সাধ থাকলেই সব সময় সাধ্যে কুলোয় না। চাকরিজীবীদের ক্ষেত্রে তো বটেই! আসলে বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে হলে অথবা জমি কিনে একটা বাড়ি করতে গেলে হিমশিম খেয়ে যান একজন মধ্যবিত্ত চাকরিজীবী। কারণ ফ্ল্যাট কিনতে হলে অথবা বাড়ি করতে গেলে তো প্রচুর টাকার প্রয়োজন হয়। যা মধ্যবিত্তের নাগালের বাইরে থাকে। তবে নিজদের সেই সাধ পূরণ করার অবশ্য একটাই উপায় রয়েছে। সেটা হল - ইএমআই বা মাসিক কিস্তি।
advertisement
এভাবেই বাড়ি কেনা বা তৈরি করার স্বপ্ন পূরণ করতে পারেন তাঁরা। তবে মধ্যবিত্ত চাকরিজীবীদের চাকরি জীবনের বেশিরভাগ অংশটাই কেটে যায় সেই ইএমআই মেটাতে মেটাতে। তবে সস্তা বা কম টাকাতেও বাড়ি কেনা কিংবা ফ্ল্যাট কেনা সম্ভব! আসলে অনেক সময় বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ভাল পরিমাণ ডিসকাউন্ট দেন সেলার বা ডেভেলপাররা। যার জেরে বাড়ি বা ফ্ল্যাটের দাম অনেকটাই কমে যায়। কিন্তু সস্তায় বাড়ি বা ফ্ল্যাট পাওয়ার উপায়গুলি ঠিক কী কী, সেই বিষয়েই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement