Money Making Ideas: পেঁয়াজের থেকেও বেশি লাভ পেঁয়াজকলিতে! কত লাভ জানেন?
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Money Making Ideas: এই পেঁয়াজগুলি চাষ করে শীতকালে এক লাখ থেকে দেড় লাখ টাকা উপার্জন করা সম্ভব।
উত্তর দিনাজপুর: ভাজা হোক কিংবা তরকারি শীতকালে পেঁয়াজ কলির জুড়ি মেলা ভার। শুধু খাবারের স্বাদই বাড়ায় না এই পেঁয়াজকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি হার্ট সংক্রান্ত রোগের ঝুঁকি ও কমায়।
পেঁয়াজের থেকেও মহা মূল্যবান এই পেঁয়াজগুলি। যেখানে পেঁয়াজের দাম কেজি প্রতি ৬০ টাকা থেকে ৭০ টাকা। সেখানে পেঁয়াজকলির দাম ১০০ টাকা থেকে ১২০ টাকা কেজি।
advertisement
শীতের বহুল পরিচিত সবজি এই পেঁয়াজকলি চাষ করে বর্তমানে লাভবান হয়েছেন উত্তর দিনাজপুর জেলার যোগী পুকুর গ্রামের কৃষক নস্কর দেবশর্মা। তিনি তার এক বিঘা জমিতে পেঁয়াজ কলি চাষ করেছেন।
advertisement
জানা যায় দেশি জাতের পেঁয়াজ, কার্গিল পেঁয়াজ ও শিবসাগর পেঁয়াজ থেকেই মূলত এই পেঁয়াজকলির উৎপাদন হয় । দেশী বা শিবসাগর এই দুই জাতের পেঁয়াজের বীজ এনে তিনি শীতের আগে তার জমিতে প্রতিবার রোপন করে।
আরও পড়ুন: কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর Aadhaar বা Pan কার্ডের কী করা উচিত? অপব্যবহার রুখতে অবশ্যই জেনে রাখুন
advertisement
শীতকালীন এ পেঁয়াজকলি চাষ করে হেক্টর প্রতি ১৭ থেকে ২২ টন ফলন পাওয়া যায়। এক বিঘা জমিতে এই পেঁয়াজগুলি চাষ করে শীতকালে এক লাখ থেকে দেড় লাখ টাকা উপার্জন করা সম্ভব। তাই বাড়ির পাশে জায়গা ফেলে না রেখে আজই চাষ করুন শীতের অন্যতম সবজি পেঁয়াজকলি।
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2024 6:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: পেঁয়াজের থেকেও বেশি লাভ পেঁয়াজকলিতে! কত লাভ জানেন?

 
              