Money Making Ideas: রঙবেরঙের এই ফুল থেকেই ঘরে আসবে প্রচুর টাকা! স্বল্প খরচেই বাজিমাত

Last Updated:
Money Making Ideas: এই ফুল গাছের একটি ছোট চারা ৬০ টাকা থেকে ৭০ টাকা দামে বিক্রি হয়। এছাড়া মাঝারি গাছ ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা যায়।
1/5
সাধারণ ভাবে ধারাবাহিক পদ্ধতিতে চাষআবাদ করলে বেশি লাভ পাওয়া সম্ভব নয়। তাই বর্তমানে বহু কৃষক বিভিন্ন ধরনের ফুল ও ফলের চাষে আগ্রহ প্রকাশ করে থাকেন। তবে শুধুই কৃষকরা নয়। কৃষক ছাড়াও বহু মানুষ বাড়তি উপার্জনের আশাতে বেশকিছু ফুল ও ফলের চাষ করেন। তবে শীতের শুরুর এই সময় ফুলের চাষের জন্য অনেকটাই আদর্শ।
সাধারণ ভাবে ধারাবাহিক পদ্ধতিতে চাষআবাদ করলে বেশি লাভ পাওয়া সম্ভব নয়। তাই বর্তমানে বহু কৃষক বিভিন্ন ধরনের ফুল ও ফলের চাষে আগ্রহ প্রকাশ করে থাকেন। তবে শুধুই কৃষকরা নয়। কৃষক ছাড়াও বহু মানুষ বাড়তি উপার্জনের আশাতে বেশকিছু ফুল ও ফলের চাষ করেন। তবে শীতের শুরুর এই সময় ফুলের চাষের জন্য অনেকটাই আদর্শ।
advertisement
2/5
প্রত্যেক বাড়িতে নিত্যপুজো থেকে শুরু করে বাড়ির বাগানের শোভা বাড়াতেও ফুলের প্রয়োজন হয়। আর এক্ষেত্রে প্রথমেই নাম আসে রঙবেরঙের জবা ফুলের।
প্রত্যেক বাড়িতে নিত্যপুজো থেকে শুরু করে বাড়ির বাগানের শোভা বাড়াতেও ফুলের প্রয়োজন হয়। আর এক্ষেত্রে প্রথমেই নাম আসে রঙবেরঙের জবা ফুলের।
advertisement
3/5
সাধারণ ভাবে জবাফুল গাছের ফোটার পর এক থেকে দু'দিন সহজেই তাজা থাকে। তাই পুজোর জন্য ব্যবহারে এই ফুল বহু বাড়িতে ব্যবহার করা হয়। এছাড়া বাড়ির বাগানের শোভা বাড়াতেও জবা ফুলের জুড়ি নেই। জেলার এক ফুল চাষি এই ফুলের চাষ করে ভাল টাকা উপার্জন করে আসছেন। ফুল চাষি দুলাল সরকার জানান, "এই ফুল গাছের চাষ করা অনেকটাই সহজ। জমিতে, বাড়ির টবে সহজেই এই ফুল গাছের চাষ করা যায়। এই গাছ, গাছের চারা ও ফুল সব বিক্রি করা যায়।"
সাধারণ ভাবে জবাফুল গাছের ফোটার পর এক থেকে দু'দিন সহজেই তাজা থাকে। তাই পুজোর জন্য ব্যবহারে এই ফুল বহু বাড়িতে ব্যবহার করা হয়। এছাড়া বাড়ির বাগানের শোভা বাড়াতেও জবা ফুলের জুড়ি নেই। জেলার এক ফুল চাষি এই ফুলের চাষ করে ভাল টাকা উপার্জন করে আসছেন। ফুল চাষি দুলাল সরকার জানান, "এই ফুল গাছের চাষ করা অনেকটাই সহজ। জমিতে, বাড়ির টবে সহজেই এই ফুল গাছের চাষ করা যায়। এই গাছ, গাছের চারা ও ফুল সব বিক্রি করা যায়।"
advertisement
4/5
তিনি আরোও জানান, "এই ফুলের চাহিদা সারাটা বছরের দেখতে পাওয়া যায়। এছাড়া এই ফুল গাছে খুব একটা বেশি রোগের সংক্রমণ দেখা যায় না। এই ফুলের ভিন্নতাও প্রচুর। তাই সব ধরনের ফুল মিশিয়ে চাষ করলে অনেকটাই বেশি লাভ করা সম্ভব। এছাড়া স্বল্প জায়গায় চাষ করা যায় এই ফুল গাছ। কৃষক থেকে শুরু করে যেকোন মানুষ এই চাষ করতে পারবেন খুব সহজেই। এই ফুল গাছের একটি ছোট চারা ৬০ টাকা থেকে ৭০ টাকা দামে বিক্রি হয়। এছাড়া মাঝারি গাছ ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা যায়। এছাড়া ফুলও বিক্রি করা যায় নিত্যদিন।"
তিনি আরোও জানান, "এই ফুলের চাহিদা সারাটা বছরের দেখতে পাওয়া যায়। এছাড়া এই ফুল গাছে খুব একটা বেশি রোগের সংক্রমণ দেখা যায় না। এই ফুলের ভিন্নতাও প্রচুর। তাই সব ধরনের ফুল মিশিয়ে চাষ করলে অনেকটাই বেশি লাভ করা সম্ভব। এছাড়া স্বল্প জায়গায় চাষ করা যায় এই ফুল গাছ। কৃষক থেকে শুরু করে যেকোন মানুষ এই চাষ করতে পারবেন খুব সহজেই। এই ফুল গাছের একটি ছোট চারা ৬০ টাকা থেকে ৭০ টাকা দামে বিক্রি হয়। এছাড়া মাঝারি গাছ ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা যায়। এছাড়া ফুলও বিক্রি করা যায় নিত্যদিন।"
advertisement
5/5
এই গাছের দুই ধরনের সমস্যা দেখা যায়। একটি দই পোকা। আরেকটি এক ধরনের মাকড়সার আক্রমণ। এই দুটোই সঠিক সময়ে ওষুধ প্রয়োগে প্রতিকার করা যায়। এছাড়া গোবর সার ও হাড়গুঁড়ো মাটিতে মিশিয়ে দিয়ে চাষ করলেই ভাল ফুল পাওয়া যায় এক একটি গাছ থেকে। রাসায়নিক সার প্রয়োগের প্রয়োজন হয় না। তাই স্বল্প খরচ করে অধিক লাভ চাইলে, যেকেউ করতে পারেন রঙবেরঙের জবা ফুলের চাষ।
এই গাছের দুই ধরনের সমস্যা দেখা যায়। একটি দই পোকা। আরেকটি এক ধরনের মাকড়সার আক্রমণ। এই দুটোই সঠিক সময়ে ওষুধ প্রয়োগে প্রতিকার করা যায়। এছাড়া গোবর সার ও হাড়গুঁড়ো মাটিতে মিশিয়ে দিয়ে চাষ করলেই ভাল ফুল পাওয়া যায় এক একটি গাছ থেকে। রাসায়নিক সার প্রয়োগের প্রয়োজন হয় না। তাই স্বল্প খরচ করে অধিক লাভ চাইলে, যেকেউ করতে পারেন রঙবেরঙের জবা ফুলের চাষ।
advertisement
advertisement
advertisement