#নয়াদিল্লি: দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি নির্মানকারী সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) নতুন রূপে বাজারে নিয়ে আসতে চলেছে তাদের বাজেট কার মারুতি সুজুকি অল্টো K10 (Maruti Suzuki Alto K10) ৷ অল্টো দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে একটি ৷
আরও পড়ুন: ৫২ হাজার টাকা পেরিয়ে গেল সোনার দাম, দেখে নিন ১০ গ্রামের লেটেস্ট রেট.....এখন এন্ট্রি লেভেল হ্যাচব্যাক সেগমেন্টে মারুতি সুজুকির এস-প্রেসো ছাড়া কেবল আরও একটি এন্ট্রি লেভেল হ্যাচব্যাচ রেনোঁ ক্যুইড রয়েছে ৷ এবার K10 এর এন্ট্রির পর এই সেগমেন্টে মারুতির অবস্থান আরও মজবুত হতে চলেছে ৷ 998cc ইঞ্জিনের অল্টো K10 দেশের বাজেট কার গ্রাহকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিকল্প ৷
আরও পড়ুন: পিএম কিষাণের বিরাট আপডেট! নইলে ১২তম কিস্তির ২,০০০ টাকা আসবেনা অ্যাকাউন্টেবর্তমানে এই সেগমেন্টে অন্যান্য সেগমেন্টের থেকে কম প্রতিযোগিতা রয়েছে ৷ এসঅ্যান্ডপি মোবিলিটি-র অ্যাসোসিয়েট ডায়রেক্টর, লাইট ভেহিকেল ফোরকাস্টিং গৌরব বঙ্গল জানিয়েছেন, বর্তমানে এন্ট্রি লেভেল হ্যাচব্যাচ সেগমেন্টের ভারতের অটোমোবাইল বাজারে মার্কেট শেয়ার ৭.৮ শতাংশ ৷ এই হিসেবে এই সেগমেন্টে নয়া মডেলের জন্য অনেকটা বেশি সম্ভাবনা রয়েছে ৷ আর্থিক বছর ২০২২-এ মারুতি ২১১৭৬২ ইউনিট মারুতি এস-প্রেসোর এবং রেনোঁ ক্যুইডের ২৬,৫৩৫ ইউনিটস সেল হয়েছে ৷
আরও পড়ুন: কোন ব্যাঙ্ক সব থেকে কম সুদে হোম লোন দিচ্ছে, বাড়ি কেনার আগে অবশ্যই চেক করে নিনগত ২০ বছরে মারুতি সুজুকির অল্টো মোট ৪৩ লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়েছে ৷ এর মাধ্যমেই বোঝা যায় গাড়িটির জনপ্রিয়তা ৷ সেলের বিষয়ে ভারতের এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি ৷ এই পরিস্থিতিতে মারুতির এই পদক্ষেপ হ্যাচব্যাক সেগমেন্টে গেমচেঞ্জার হতে পারে ৷ অল্টো K10 বাজারে আসলে গ্রাহকদের জন্য বাজেট কার সেগমেন্টে একটি দারুণ বিকল্প আসতে চলেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alto K10, Maruti Suzuki