নতুন রূপে বাজারে আসছে মারুতির সবচেয়ে সস্তা গাড়ি অল্টো K10

Last Updated:

Maruti Alto K10: 998cc ইঞ্জিনের অল্টো K10 দেশের বাজেট কার গ্রাহকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিকল্প ৷

#নয়াদিল্লি: দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি নির্মানকারী সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) নতুন রূপে বাজারে নিয়ে আসতে চলেছে তাদের বাজেট কার মারুতি সুজুকি অল্টো K10 (Maruti Suzuki Alto K10) ৷ অল্টো দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে একটি ৷
এখন এন্ট্রি লেভেল হ্যাচব্যাক সেগমেন্টে মারুতি সুজুকির এস-প্রেসো ছাড়া কেবল আরও একটি এন্ট্রি লেভেল হ্যাচব্যাচ রেনোঁ ক্যুইড রয়েছে ৷ এবার K10 এর এন্ট্রির পর এই সেগমেন্টে মারুতির অবস্থান আরও মজবুত হতে চলেছে ৷ 998cc ইঞ্জিনের অল্টো K10 দেশের বাজেট কার গ্রাহকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিকল্প ৷
advertisement
advertisement
বর্তমানে এই সেগমেন্টে অন্যান্য সেগমেন্টের থেকে কম প্রতিযোগিতা রয়েছে ৷ এসঅ্যান্ডপি মোবিলিটি-র অ্যাসোসিয়েট ডায়রেক্টর, লাইট ভেহিকেল ফোরকাস্টিং গৌরব বঙ্গল জানিয়েছেন, বর্তমানে এন্ট্রি লেভেল হ্যাচব্যাচ সেগমেন্টের ভারতের অটোমোবাইল বাজারে মার্কেট শেয়ার ৭.৮ শতাংশ ৷ এই হিসেবে এই সেগমেন্টে নয়া মডেলের জন্য অনেকটা বেশি সম্ভাবনা রয়েছে ৷ আর্থিক বছর ২০২২-এ মারুতি ২১১৭৬২ ইউনিট মারুতি এস-প্রেসোর এবং রেনোঁ ক্যুইডের ২৬,৫৩৫ ইউনিটস সেল হয়েছে ৷
advertisement
গত ২০ বছরে মারুতি সুজুকির অল্টো মোট ৪৩ লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়েছে ৷ এর মাধ্যমেই বোঝা যায় গাড়িটির জনপ্রিয়তা ৷ সেলের বিষয়ে ভারতের এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি ৷ এই পরিস্থিতিতে মারুতির এই পদক্ষেপ হ্যাচব্যাক সেগমেন্টে গেমচেঞ্জার হতে পারে ৷ অল্টো K10 বাজারে আসলে গ্রাহকদের জন্য বাজেট কার সেগমেন্টে একটি দারুণ বিকল্প আসতে চলেছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নতুন রূপে বাজারে আসছে মারুতির সবচেয়ে সস্তা গাড়ি অল্টো K10
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement