কম দামে দুর্দান্ত ফিচার্স-সহ এই গাড়ি লঞ্চ করল Maruti Suzuki !

Last Updated:

এছাড়া গাড়িতে ৪টি স্পিকারের সঙ্গে ১৭.৭৮ সেমি (৭″) স্মার্টপ্লে স্টুডিয়ো স্মার্টফোন নেভিগেশনের সুবিধা রয়েছে ৷

#নয়াদিল্লি: সম্প্রতি মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের ওয়াগনয়ার ফেসলিফ্ট ভার্সান (2022 WagonR facelift version) লঞ্চ করেছে ৷ WagonR এর এক্স শোরুম দাম ৫.৩৯ লক্ষ টাকা রাখা হয়েছে ৷ টপ স্পেক টিমের জন্য এর দাম ৭.১০ লক্ষ টাকা রাখা হয়েছে ৷ WagonR এর ইন্টিরিয়ার ও ডিজাইনে বেশি কিছু আপডেট করা হয়েছে ৷
২০২২ মারুতি সুজুকি ওয়াগনয়ারের তিনটি ইঞ্জিনের অপশন- ১.০ লিটারের সিরিজ ডুয়েল জেট, ডুয়েল বিবিটি ইঞ্জিন ও ১.২ লিটার ইঞ্জিন মিলবে ৷ এই ১.০ লিটার ইঞ্জিনের সঙ্গে সংস্থা ফিটেড S-CNG ভেরিয়েন্টেও নিয়ে এসেছে ৷ ওয়াগনয়ার এস সিএনজি-র দাম ৬.৮১ লক্ষ (এক্স -শোরুম)৷
advertisement
advertisement
নতুন ওয়াগনয়ারে বেশ কিছু নতুন ফিচার্স রয়েছে যেমন পেট্রোল ভেরিয়েন্টে আইএসএস এবং এজিএস ভেরিয়েন্ট হিল হোল্ড অসিস্টের সঙ্গে জোরা হয়েছে ৷ এছাড়া গাড়িতে ৪টি স্পিকারের সঙ্গে ১৭.৭৮ সেমি (৭″) স্মার্টপ্লে স্টুডিয়ো স্মার্টফোন নেভিগেশনের সুবিধা রয়েছে ৷ এছাড়া গ্রাহকদের কানেকটেড ড্রাইভিং অনুভব প্রদান করার জন্য ক্লাউডেড-বেসড ফিচার্স পাওয়া যাবে ৷ গাড়িতে দুটি ডুয়েল টোন কালার যেমন গ্যালেন্ট রেড বিড ব্ল্যাক রুফ ও ম্যাগমা গ্রে বিড ব্ল্যাক রুফ-সহ একাধিক নতুন রঙের বিকল্পেও পাওয়া যাবে ৷
advertisement
মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র এগজিকিউটিভ অফিসার শশাঙ্ক শ্রীবাস্তব জানিয়েছেন, ‘মারুতি সুজুকি ওয়াগনয়ার ভারতীয় বাজারে সংস্থার সবচেয়ে সফল হ্যাচব্যাক গাড়ির মধ্যে একটি ৷ ১৯৯৯ এ শুরু হওয়ার পর ওয়াগনয়ার গাড়িটি লাগাতার ডেভেলপ করা হয়েছে ৷ ক্লাস লিডিং ফিচার্স, ডিজাইন ও পারফরম্যান্স গ্রাহকদের পছন্দের সঙ্গে বদল করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কম দামে দুর্দান্ত ফিচার্স-সহ এই গাড়ি লঞ্চ করল Maruti Suzuki !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement