SBI Alert: আজ ৭ ঘণ্টা প্রভাবিত হতে চলেছে ব্যাঙ্কের এই পরিষেবা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
SBI Alert: এই নির্দিষ্ট সময় ব্যাঙ্কের প্রযুক্তিগত কাজের জন্যই বন্ধ রাখা হচ্ছে পরিষেবাগুলি।
#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি খবর ৷ এসবিআই তাদের গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ারজন্য সময় সময়ে তাদের পোর্টাল আপডেট করতে থাকে ৷ এর জেরে গ্রাহকদের জন্য অ্যালার্ট জারি করা হয়ে থাকে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২০২২ কমপ্লেন্ট সার্ভিস পোর্টাল বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে ৷ ট্যুইট করে স্টেট ব্যাঙ্ক এই বিষয়ে জানিয়েছে ৷ আপনার যদি কোনও জরুরি ডিজিটাল লেনদেন করার থাকে তাহলে শীঘ্রই কাজ সেরে নিন ৷ এই নির্দিষ্ট সময় ব্যাঙ্কের প্রযুক্তিগত কাজের জন্যই বন্ধ রাখা হচ্ছে পরিষেবাগুলি।
ব্যাঙ্ক ট্যুইটে জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যাঙ্কের কমপ্লেন্ট পোর্টাল http://crcf.sbi.co.in পরিষেবা বন্ধ থাকবে ৷ এই সময় গ্রাহকরা কোনও ধরনের অভিযোগ, জিজ্ঞাসা ইত্যাদি ব্যাঙ্কের টোল ফ্রি 1800112211/18001234/18002100 নম্বরে ফোন করে করতে পারবেন ৷
advertisement
advertisement
We request our esteemed customers to bear with us as we strive to provide a better Banking experience. pic.twitter.com/pNpiQ5tQUO
— State Bank of India (@TheOfficialSBI) February 25, 2022
advertisement
দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক এসবিআই
স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বাজারে এক চতুর্থ অংশীদারিত্ব নিয়ে এসবিআই দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৷
এর আগে ব্যাঙ্কের তরফে অ্যালার্ট জারি করে বলা হয়েছে ৩১ মার্চের মধ্যে প্যান ও আধার কার্ড লিঙ্ক না করালে পরিষেবা মিলবে না। সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানানো হয়েছে, নির্বিঘ্নে ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে নির্দিষ্ট সময়ের আগে প্যান ও আধার লিঙ্ক বাধ্যতামূলক। পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য এসবিআই-এর তরফে সময়ের আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2022 6:05 PM IST