Credit Cards:কোন ক্রেডিট কার্ড সেরা? দেখে নিন সেরা ৫ এন্ট্রি লেভেল ক্রেডিট কার্ডের ফিচার!
- Published by:Rukmini Mazumder
Last Updated:
প্রযুক্তির অগ্রগতির বর্তমান সময়ে দাঁড়িয়ে অনলাইন মানি ট্রানজাকশনের গুরুত্ব কোনও ভাবেই অস্বীকার করা যায় না।
#নয়াদিল্লি: এই প্রথম ক্রেডিট কার্ডের (credit Card) জন্য আবেদন করার পরিকল্পনা রয়েছে? কোন ক্রেডিট কার্ডটি বেছে নেওয়া উচিত তা নির্ধারণ করা সত্যি কঠিন। জনৈক ব্যক্তির জন্য সর্বোত্তম ক্রেডিট কার্ড কোনটি তা নির্ভর করে তাঁর ব্যয়ের ধরন এবং তিনি ঠিক কোন ধরনের সুবিধা পেতে চান তার উপরে।
প্রযুক্তির অগ্রগতির বর্তমান সময়ে দাঁড়িয়ে অনলাইন মানি ট্রানজাকশনের গুরুত্ব কোনও ভাবেই অস্বীকার করা যায় না। এক্ষেত্রে সব চেয়ে বেশি কাজে আসে ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড নয়, কেন না, অ্যাকাউন্টে টাকা না থাকলে ডেবিট কার্ড ব্যবহার করা যায় না। ফলে, চটজলদি প্রয়োজন মেটাতে ক্রেডিট কার্ডই ভরসা। তাছাড়া, ক্রেডিট স্কোর ঠিক রাখতে পারলে এই কার্ড বিশেষ কোনও প্রয়োজনের সময়ে ঋণ পেতেও বিশেষ সুবিধা দেয়।
advertisement
ইতিমধ্যেই বাজারে চলতি ক্রেডিট কার্ডগুলোর মধ্যে প্রাইম সদস্যদের জন্য পাঁচ শতাংশ এবং নন-প্রাইম সদস্যদের জন্য তিন শতাংশের বিশেষ সুবিধা দিচ্ছে অ্যামাজন। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের (Amazon Pay ICICI Bank Credit Card) মাধ্যমে অ্যামাজন অ্যাপ বা ওয়েবসাইটে কেনাকাটার জন্য সীমাহীন রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয়।
advertisement
ফ্লিপকার্ট (Flipkart) অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় পাঁচ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুবিধা দিচ্ছে। এই কার্ডের মাধ্যমে ক্লিয়ারট্রিপ (Cleartrip) পিভিআর (PVR), উবের (Uber), সু্ইগি (Swiggy), কিওরফিট (CureFit), টাটা ওয়ান এমজি (Tata 1mg) এবং টাটা স্কাইতে (Tata Sky) খরচ করার জন্য চার শতাংশ ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে সংস্থা।
advertisement
অ্যাক্সিস ব্যাঙ্ক এস (Axis Bank Ace) ক্রেডিট কার্ডের মাধ্যমে গুগল পে-র (Google Pay) মাধ্যমে রিচার্জ এবং বিল পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। সুইগি, জোম্যাটো এবং ওলায় চার শতাংশ ক্যাশব্যাক এবং অন্যান্য সমস্ত অনলাইন বা অফলাইন খরচে দুই শতাংশ ক্যাশব্যাকের সুযোগ রয়েছে৷
অ্যামাজন, অ্যাপেলো ২৪×৭ (Apollo24X7), বুক মাই শো (BookMyShow), ইজিডিনার (Eazydiner), লেন্সকার্ট (Lenskart) এবং নেটমেডস্-এ (Netmeds) দশ গুণ রিওয়ার্ড বা বোনাস পয়েন্ট দিচ্ছে এসবিআই সিম্পলি ক্লিক (SBI SimplyCLICK) ক্রেডিট কার্ড। এই কার্ডের মাধ্যমে অন্যান্য অনলাইনে খরচ করলে পাঁচ গুণ অতিরিক্ত রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়।
advertisement
আবার, দেড় শতাংশ ক্যাশব্যাক দেয় এইচএসবিসি (HSBC) ক্রেডিট কার্ড। অনলাইনে বিল পেমেন্ট, রিচার্জ সহ অন্যান্য কেনাকাটার সময়ে এই বিশেষ ছাড় পাওয়া যাবে।
Location :
First Published :
February 26, 2022 11:22 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Credit Cards:কোন ক্রেডিট কার্ড সেরা? দেখে নিন সেরা ৫ এন্ট্রি লেভেল ক্রেডিট কার্ডের ফিচার!