Union Budget 2023: ‘দরিদ্ররা বঞ্চিত হয়েছে, একাংশ লাভবান হয়েছে’, বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা মমতার

Last Updated:

Union Budget 2023: এ বার একাধিক প্রকল্পের বিষয় নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের বাজেটে ১০০ দিনের বরাদ্দ কমেছে৷’’

মমতার ফাইল ছবি
মমতার ফাইল ছবি
কলকাতা: বুধবারই বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার৷ নির্মলা সীতারমণের ঘোষিত বাজেটে মধ্যবিত্তের একাধিক ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে৷ আর সে নিয়ে বীরভূমের সভা থেকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বললেন, ‘দরিদ্ররা বঞ্চিত হয়েছে, একাংশ লাভবান হয়েছে এই বাজেটে৷ বেকারত্ব নিয়ে, একশো দিনের কাজ নিয়ে কোনও কথা বলা হয়নি বাজেটে৷ কাদের জন্য এই বাজেট৷ এই বাজেট কখনই ফিউচারিস্টিক নয়, অপর্চুনিস্টিক বাজেট৷’’
মমতা বীরভূমের সভা মঞ্চ থেকে বলেন, ‘‘কেন্দ্র সরকার নাকি একটা বাজেট করেছে, বলছে নাকি দারুণ হয়েছে৷ বেকারদের জন্য কোনও ঘোষণা নেই, সমস্ত বেসরকারিকরণ হচ্ছে, ১০০ দিনের কাজের টাকা বাড়েনি, আমাদের টাকা তোমরা আটকে রাখো কী করে? সংবিধানে আছে বাজেট পৌঁছে দিতে হবে৷ গ্যাস বেলুনের মতো গাসের দাম, কমেছে কোথায়?’’
advertisement
advertisement
আরও পড়ুন - নির্মলার বাজেটের দিকে তাকিয়ে চাঙ্গা শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স- নিফটি
এ বার একাধিক প্রকল্পের বিষয় নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের বাজেটে ১০০ দিনের বরাদ্দ কমেছে৷’’ কেন্দ্রীয় সরকার সেল্ফ হেল্প গ্রুপ নিয়েও একাধিক ঘোষণা করেছে৷ মমতা বলেছেন, ‘‘ওরা বলেছেন ৮১ লক্ষ সেল্ফ হেল্প গ্রুপ করবে৷ কিন্তু সেল্ফ হেল্প গ্রুপ তো কেন্দ্র করে না, রাজ্য করে৷ আমাদের সরকারের আগে রাজ্যে ১ লক্ষ সেল্ফ হেল্প গ্রুপ ছিল, এখন সেই সংখ্যাটি বেড়ে ১১ লক্ষ হয়েছে৷ ওরা এই হিসাব জুড়েই নির্দিষ্ট সংখ্যা ঘোষণা করেছে৷ ওরা সেল্ফ হেল্প গ্রুপকে ক্রেডিট করতে দিতে চায় না, আইসিডিএসের জন্য কী করেছে ওরা?’’
advertisement
তিনি অভিযোগ করে বলেন, ‘‘বাজেটের নামে দরিদ্ররা হযেছে বঞ্চিত হয়েছে৷ একাংশ হয়েছে লাভবান৷ ট্যাক্সের স্লাব কমানোর নামে যা করা হয়েছে, তাতে ইনফ্লেশন যা বেড়েছে টোটালটাই লোকশান হবে৷’’
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: ‘দরিদ্ররা বঞ্চিত হয়েছে, একাংশ লাভবান হয়েছে’, বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা মমতার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement