#নয়াদিল্লি: যাত্রীদের সংখ্যা কম হওয়ায় ১৯ মে অর্থাৎ বুধবার থেকে একাধিক ট্রেন বাতিল (Cancel Train list) করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)৷ পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের সময় বদল করা হয়েছে ৷ আপনার যদি কোনও জায়গায় ট্রেনে যাওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই এই লিস্টটি দেখে নিন ৷ উত্তর রেলওয়ে (North Railway) এর তরফে ৪ টি স্পেশ্যাল ট্রেনের যাত্রা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই ট্রেনগুলি সপ্তাহের দু’দিনের বদলে একদিন করে চলবে ৷
উত্তর রেলওয়ে ট্যুইটে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে ৷ ট্যুইটে জানানো হয়েছে, যাত্রীদের সংখ্যা কম হওয়ায় এবং অন্যান্য কারণের জেরে একাধিক ট্রন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
सर्वसंबंधित को सूचित किया जाता है कि रेलयात्रियों की कम संख्या को देखते हुए एवं अन्य परिचालनिक कारणों से रेलवे द्वारा निम्नलिखित रेलगाड़ियों को निरस्त करने और फेरों में कमी करने का निर्णय लिया गया है, जिसका विवरण निम्नानुसार हैः- pic.twitter.com/LXcFHV5JjT
— Northern Railway (@RailwayNorthern) May 17, 2021
বাতিল হওয়া ট্রেনের লিস্ট-
ট্রেন নম্বর: 02481 - যোধপুর-দিল্লি সরায় রোহিল্লা সুপারফাস্ট স্পেশ্যাল
ট্রেন নম্বর: 02482- দিল্লি সরায় রোহিল্লা- যোধপুর সুপারফাস্ট স্পেশ্যাল
ট্রেন নম্বর: 04735 - শ্রী গঙ্গানগর-অম্বালা ক্যান্ট স্পেশ্যাল
ট্রেন নম্বর: 04735- অম্বালা ক্যান্ট- শ্রী গঙ্গানগর স্পেশ্যাল
দু’দিনের বদলে একদিন চলবে যে ট্রেনগুলি
ট্রেন নম্বর: 09613: অজমের-অমৃতসর স্পেশ্যাল
ট্রেন নম্বর: 09614: অমৃতসর-আজমের স্পেশ্যাল
ট্রেন নম্বর: 09611: আজমের-অমৃতসর স্পেশ্যাল
ট্রেন নম্বর 09612: অমৃতসর-আজমের স্পেশ্যাল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, Trains cancelled