EPFO: পিএফের সুদ দেরিতে পেলে কী হবে? কেন মাসের পর মাস বিলম্ব হয়? এর বিকল্প জানেন!

Last Updated:

EPFO: পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা দেরিতে আসার কারণে কর্মচারীর ক্ষতি হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অবশ্যই জানা জরুরি
অবশ্যই জানা জরুরি
#নয়াদিল্লি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের কেন্দ্রীয় ট্রাস্ট (ইপিএফও) মার্চ মাসেই ২০২১-২২ আর্থিক বছরের জন্য পিএফ-এর সুদ নির্ধারণ করেছিল। কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারদের সেই টাকা এখনও প্রদান করা হয়নি। এই পরিস্থিতিতে, পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা দেরিতে আসার কারণে কর্মচারীর ক্ষতি হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মানিকন্ট্রোলের খবর অনুযায়ী, ১৯৫২ সালে প্রতিষ্ঠিত ইপিএফও বিশ্বের বৃহত্তম সামাজিক নিরাপত্তা সংস্থা। ২০২১ সালে এই সংস্থার মোট পরিচালনাযোগ্য সম্পদ ছিল ১৫.৭ লক্ষ কোটি টাকা। যা ২০১৯-২০ সালের জিডিপির ৭.৭ শতাংশ। ইপিএফও-এর প্রায় ৬.৯ কোটি সদস্য রয়েছে। ৭১ লক্ষ মানুষকে পেনশন দেওয়া হয়। এত বড় সংস্থা হওয়া সত্ত্বেও পিএফ অ্যাকাউন্টধারীরা তাদের সুদের টাকা সময়মতো পান না কেন?
advertisement
গত কয়েক বছর ধরেই ইপিএফও বোর্ড সুদের হার নির্ধারণ করার পরেও অ্যাকাউন্টধারীদের টাকা পেতে দেরি হচ্ছে। ২০২০-২১ অর্থবর্ষের উদাহরণ নেওয়া যাক। সে বার মার্চ মাসেই পিএফ-এর উপর ৮.৫ শতাংশ হারে সুদ স্থির হয়। কিন্তু সুদের হার ঘোষণা হয় অক্টোবরে। আর সুদের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হয় ২০২১ সালের ডিসেম্বরে। মার্চ থেকে ডিসেম্বরের ব্যবধান ৯ মাস। অর্থাৎ অনেকটা দেরি হয়। এবছরও ২০২১-২২ অর্থবর্ষে ৮.১০ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাইয়ের মধ্যে তা অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা বলা হয়। অর্থাৎ চার মাস দেরি।
advertisement
advertisement
সুদ দিতে দেরি হয় কেন: এর প্রধান কারণ ইপিএফও আন্তর্জাতিক নিয়মকানুন মানে না। শুধু তাই নয়, প্রতিষ্ঠার ৭০ বছর পরেও এরা কাগজে-কলমেই কাজ করে। দ্বিতীয়ত সুদের হার নির্ধারণের পর ইপিএফও-কে অর্থ মন্ত্রকের অনুমতি নিতে হয়। কারণ সুদের টাকা দেওয়ার জন্য তাদের নিজস্ব তহবিল নেই। তাই অর্থ মন্ত্রকের কাছ থেকে টাকা নিয়ে তা মেটানো হয়। এতেও দেরি হয়।
advertisement
এতে ক্ষতিটা কোথায়: ধরা যাক একজন ইপিএফও অ্যাকাউন্টধারীকে ২০২২-এর মার্চ মাসে ২০০০ টাকা সুদ দেওয়ার ঘোষণা করা হয়। এবং সেই টাকা জমা পড়ে জুলাই মাসে। তাহলে চার মাস পর গ্রাহক টাকা পেলেন। এই চার মাস তিনি নিজের টাকা ব্যবহার করতে পারলেন না। যদি বছরের পর বছর ধরে একই জিনিস চলতে থাকে তাহলে কর্মীর অবসর গ্রহণের সময় মূল ফান্ডে তার প্রভাব পড়ে। এর পাশাপাশি সরকারেরও ক্ষতি রয়েছে, কারণ নতুন সুদের হার অনুযায়ী অর্থ প্রদানের আগে যদি কোনও কর্মচারী তার পিএফ নিষ্পত্তি করে, তবে সরকারকে পুরানো সুদের হার অনুযায়ী পরিশোধ করতে হবে।
advertisement
বিকল্প কী: বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সুদের হার পরিশোধে বিলম্ব থেকে রেহাই পেতে ভগ্নাংশ আমানতের পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। অর্থাৎ সুদের হার নির্ধারণের সঙ্গে সঙ্গে ৬০ থেকে ৬৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে এবং বাকি অর্থ অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর অ্যাকাউন্টে জমা দিতে হবে। সাম্প্রতিক বছরগুলিতে ইপিএফও তার পরিষেবাগুলিতে অনেক পরিবর্তন করেছে, তবে সুদের টাকা দেওয়ার ক্ষেত্রে এখনও পুরনো পদ্ধতিই বজায় রেখেছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO: পিএফের সুদ দেরিতে পেলে কী হবে? কেন মাসের পর মাস বিলম্ব হয়? এর বিকল্প জানেন!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement