#নয়াদিল্লি: কৃষকদের আমদানি বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে চার বছর e-NAM নামে স্কিম চালু করেছিল মোদি সরকার ৷ এই অনলাইন মন্ডি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে কৃষকদের মধ্যে যে ২০১৭ সালে যে ই-মন্ডির সঙ্গে মাত্র ১৭ হাজার মানুষ যুক্ত ছিল এখন সেখানে ১.৬৮ কোটি কৃষক, ব্যবসায়ী ও এফপিও রেজিষ্টার্ড করা রয়েছে ৷
এটি একটি কৃষি পোর্টাল ৷ গোটা দেশের এগ্রি প্রোডাক্ট মার্কেটিং কমিটিকে এক সঙ্গে যুক্ত করার কাজ করে এই পোর্টাল ৷ এর মূল উদ্দেশ্য হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্টের জন্য রাষ্ট্রীয় স্তরে একটি বাজার তৈরি করা ৷ চাষিরা বাড়িতে বসেই ই মন্ডির মাধ্যমে তাদের জিনিস সঠিক দামে বিক্রি করতে পারবেন৷ দেশে ই মন্ডির সংখ্যা ১০০০ হতে চলেছে ৷
এর মাধ্যমে চাষিরা তাদের প্রোডাক্টের মার্কেটিং সহজেই করতে পারবেন ৷ এবং দেশের বিভিন্ন প্রান্তে বিক্রিও করতে পারবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agriculture, E-NAM Scheme, Farmers, Ministry of Agriculture