ATM কার্ড ব্যবহার করে কীভাবে মানি ট্রান্সফার করবেন? দেখে নিন এক নজরে!
- Published by:Debamoy Ghosh
Last Updated:
এটিএম কার্ড ব্যবহার করে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো খুবই সহজ (Money Transfer using ATM card)।
#নয়াদিল্লি: ব্যাঙ্ক গিয়ে লাইনে দাড়িয়ে এক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার খুবই সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। তবে প্রযুক্তির এই যুগে লেনদেনের এমন অনেক বিকল্প রয়েছে যার মাধ্যমে খুব কম সময়ে মানি ট্রান্সফার করা যায়। এই বিকল্পগুলির মধ্যে অন্যতম হল ATM ট্রান্সফার।
ATM কার্ডের মাধ্যমে মানি ট্রান্সফার
এটিএম কার্ড ব্যবহার করে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো খুবই সহজ। কীভাবে ATM কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায়? নিচে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করা হল।
advertisement
১। প্রথমে যে কোনও ব্যাঙ্কের এটিএম কাউন্টারে গিয়ে ATM কার্ড বা ডেবিট কার্ড সোয়াইপ করতে হবে।
advertisement
২। পছন্দমতো ভাষা বেছে নিতে হবে।
৩। এরপর মেশিনে দেওয়া বোতামগুলি ব্যবহার করে ডেবিট কার্ডের পিন দিতে এবং এবং ‘Yes’ ক্লিক করতে হবে।
৪। এটিএম স্ক্রিনে অনেকগুলি অপশনের একটি তালিকা আসবে সেখান থেকে ‘Fund Transfer’ অপশনটি বেছে নিতে হবে।
advertisement
৫। যার অ্যাকাউন্টে টাকা পাঠানো দরকার তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর প্রদান করতে হবে।
৬। পরবর্তী পদক্ষেপে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ধরন বেছে নিতে বলে হবে। যেমন, Savings Bank Account or Current Account। এই তালিকা থেকে যথাযথ বিকল্পটি বেছে নিতে হবে।
৭। কত টাকা ট্রান্সফার করা হবে তা লিখতে হবে এবং ‘Correct’ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রদান করা অর্থরাশির পরিমাণ নিশ্চিত করতে ‘Yes’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
৮। ইয়েস অপশনে ক্লিক করার পর ট্রান্সফার সম্পূর্ণ হবে এবং প্রাপকের অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে টাকা ঢুকে যাবে। যদি লেনদেনের সমস্যা বা অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তবে এটিএম স্ক্রিনে তা দেখানো হবে। অনেক সময় একটি ট্রানজাকশন করতে বেশি সময় নিলে সেক্ষেত্রে স্ক্রিনে ‘time out’ দেখাবে। এই পরিস্থিতিতে পুনরায় প্রক্রিয়া প্রথম থেকে শুরু করতে হবে।
advertisement
ATM মানি ট্রান্সফারের সুবিধা
একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে মানি ট্রান্সফারের সবচেয়ে সহজ উপায় হল এটিএম।
যে কোনও এটিএম কাউন্টারে গিয়ে খুব কম সময়ে সহজ প্রক্রিয়ার মাধ্যমে টাকা পাঠানো যায়।
এটিএম ট্রান্সফারের ফলে গ্রাহকদের ব্যাঙ্কে গিয়ে লাইন দিয়ে সময় অপচয় করতে হয় না। এতে ব্যাঙ্ক কর্মচারী এবং গ্রাহক, দুই পক্ষেরই সুবিধা হয়।
advertisement
যেহেতু এটিএম একটি মেশিন সেক্ষেত্রে মনুষ্যসৃষ্ট ত্রুটির কোনও জায়গা নেই।
Location :
First Published :
February 25, 2022 8:00 AM IST