Jute Cultivation: পাট চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকরা! জেনে নিন খুঁটিনাটি

Last Updated:

পাট চাষ করেও যেকোন কৃষক ব্যাপক লাভের মুখ দেখতে পারেন। তবে সঠিক পদ্ধতি অবলম্বন করলেই মিলবে এই ব্যাপক আয়। জেনে নিন সেই বিস্তারিত পদ্ধতি।

+
title=

কোচবিহার: পাট একটি ব্যাপক লাভজনক ফসল। এই পাট মূলত বর্ষাকালীন ফসল হিসেবেই বেশি পরিচিত। এর জীবনকাল হয়ে থাকে মূলত ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত। পাট বুনতে হলে মাটিতে রস থাকা অবস্হায় পাট বীজ বুনে দিতে হয়।
মাটিতে রসের অভাব হলে একটা জলসেচ দিয়ে নিতে হয়। এই পাট শুরুর সময় থেকে শেষ সময় পর্যন্ত একজন কৃষককে মুনাফার মুখ দেখাতে পারে। প্রাথমিক অবস্থায় পাট গাছ শাঁক হিসেবে বাজারে বিক্রি করা যেতে পারে। পরবর্তী সময়ে পাট গাছ বড় হলে সেটার আঁশ এবং পাট কাঠি বাজারে ব্যাপক চাহিদা থাকে।
advertisement
advertisement
কোচবিহারের এক পাট চাষী দেবদুলাল মন্ডল জানাচ্ছেন, "পাট চাষের জমি হিসেবে সামান্য ক্ষারযুক্ত যে-কোনও মাটিতেই পাট চাষ করা যায়। তবে ভাল ফলন ও উন্নত জাতের আঁশ পাওয়ার জন্য পলিযুক্ত উর্বর মাটি সবচেয়ে ভাল। তবে কাদা দোআঁশ মাটি ও বেলে দোআঁশ মাটিতেও পাট চাষ করা যায়।
সাধারণত উঁচু ও মাঝারি উঁচু জমিতে মিঠা পাট এবং উঁচু ও নীচু দু’রকম জমিতেই তিতা পাট চাষ করা যায়। পাটের ফলন ভালো পেতে সঠিক সময়ে জমিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে। মূল সার হিসাবে ইউরিয়া সার না প্রয়োগ করে সম্পূর্ণ ফসফেট ও অর্ধেক পটাশ সার এবং চাপান হিসাবে মোট নাইট্রোজেন সারের অর্ধেক এবং বাকি পটাশ সার ২ ভাগে বীজ বোনার ১৫ দিন ও ৩৫-৪০ দিন পর দিতে হবে। তবে মাটি পরিক্ষা করে সার প্রয়োগ করা ভাল।"
advertisement
এছাড়া আরেক পাট চাষী রজনী অধিকারী জানাচ্ছেন, "পাট গাছের আসে পাশে আগাছা জন্মাতে দেওয়া যাবে না। আগাছা যেন না জন্মায় তার জন্য সময়মতো সঠিক পরিমাণে আগাছা নাশক জমিতে প্রয়োগ করতে হবে । সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বিঘা প্রতি ৪ ব্যারেল জল বা ৬০ লিটার জলে আগাছানাশক ঔষধ ভালো করে মিশিয়ে ভেজা আর্দ্র জমিতে প্রয়োগ করতে হবে।" তবে এই পাট চাষ করতে বিঘা প্রতি খরচের পরিমাণ থাকে আনুমানিক ৬০০০ টাকার মতন। তবে বিঘা প্রতি লাভের পরিমাণ দ্বিগুণ পাওয়া সম্ভব।
advertisement
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jute Cultivation: পাট চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকরা! জেনে নিন খুঁটিনাটি
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement