হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
খোলা যায় যে কোনও ব্যাঙ্ক থেকে, এক নজরে দেখে নিন অটল পেনশন যোজনার সুবিধা!

Atal Pension Yojana: খোলা যায় যে কোনও ব্যাঙ্ক থেকে, এক নজরে দেখে নিন অটল পেনশন যোজনার সুবিধা!

১৮ বছর বয়স থেকে কেউ যদি অটল পেনশন যোজনার অন্তর্ভুক্ত হন, তাহলে ৪০ বছর বয়স অবধি মাসে ২১০ টাকা করে জমা দিলেই ৬০ বছর বয়সের পর মাসিক ৫০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে। অটল পেনশন যোজনা কেবলমাত্র একটি খাতা খুলতে পারবেন আপনি। তবে এ ক্ষেত্রে স্বামী স্ত্রী আলাদা আলাদা খাতা খুলতে পারেন।

১৮ বছর বয়স থেকে কেউ যদি অটল পেনশন যোজনার অন্তর্ভুক্ত হন, তাহলে ৪০ বছর বয়স অবধি মাসে ২১০ টাকা করে জমা দিলেই ৬০ বছর বয়সের পর মাসিক ৫০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে। অটল পেনশন যোজনা কেবলমাত্র একটি খাতা খুলতে পারবেন আপনি। তবে এ ক্ষেত্রে স্বামী স্ত্রী আলাদা আলাদা খাতা খুলতে পারেন।

অটল পেনশন যোজনার প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক রূপে দেওয়া যেতে পারে।

  • Share this:

#কলকাতা: অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) মাধ্যমে রিটায়ারমেন্টের পরে পাওয়া যেতে পারে পেনশন। এক নজরে দেখে নেওয়া যাক অটল পেনশন যোজনার সুবিধা।

অটল পেনশন যোজনার সুবিধা

- অটল পেনশন যোজনার প্রিমিয়ামে ইনকাম ট্যাক্সের ধারা ৮০সিসিডি অনুযায়ী লাভ পাওয়া যায়।

- অটল পেনশন যোজনায় ধারা ৮০সিসিডি অনুযায়ী ছাড়ের অধিকতম সীমা ২ লাখ টাকা।

- অটল পেনশন যোজনায় ৫০,০০০ টাকার অতিরিক্ত ছাড়ের সুবিধা পাওয়া যায়।

- অটল পেনশন যোজনায় বিমাকারী ব্যক্তির মৃত্যু হলে, স্বামী বা স্ত্রী পেনশন পেতে থাকবে।

- অটল পেনশন যোজনায় বিমাকারী ব্যক্তি, স্বামী এবং স্ত্রী দু'জনের মৃত্যু হলে নমিনিকে পেনশন ফেরত দেওয়া হবে।

- অটল পেনশন যোজনায় ভারত সরকার অধিকতম ১০০০ টাকা বা ৫০ শতাংশ ভর্তুকি দেয়।

আরও পড়ুন: শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে জেনে নিন ‘স্মার্ট বিটা’ ট্রেন্ড নিয়ে, আসবে মোটা মুনাফা!

অটল পেনশন যোজনার আবেদনের পদ্ধতি

অটল পেনশন যোজনা সকল সরকারি ব্যাঙ্কে উপলব্ধ। যে কোনও ব্যাঙ্কে গিয়েই এই অটল পেনশন যোজনার খাতা খোলা যায়। ব্যাঙ্ক থেকে অটল পেনশন যোজনার ফর্ম নিয়ে সেটি ফিল আপ করে ব্যাঙ্কে জমা দিতে হবে। আবেদনের ফর্মের সঙ্গে আধার কার্ডের ফটোকপি এবং ফোন নম্বর জমা করতে হবে। প্রিমিয়াম রাশি নির্দিষ্ট সময়ে জমা না দিলে ৬ মাস পরে সেটি ফ্রিজ করে দেওয়া হবে, ১২ মাস পরে সেটি নিষ্ক্রিয় করে দেওয়া হবে এবং ২৪ মাস পরে সেটি বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ন : 6th Pay Commission|7th Pay Commission: নতুন বছরের আগেই কর্মচারীদের জন্য বিরাট খবর! বেতন বৃদ্ধি হচ্ছে এই সমস্ত সরকারি কর্মীদের

অটল পেনশন যোজনার প্রিমিয়াম

অটল পেনশন যোজনার প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক রূপে দেওয়া যেতে পারে। এই প্রিমিয়াম নির্দিষ্ট সময় অন্তর ব্যাঙ্ক অথবা ডাকঘরের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। প্রতি মাসে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পেনশন পাওয়ার জন্য প্রিমিয়াম জমা দিতে হবে প্রতি মাসে ৪২ টাকা থেকে ২১০ টাকা। ১৮ বছর বয়সে এই স্কিম শুরু করতে হবে। যদি কেউ ৪০ বছর বয়সে এই স্কিম শুরু করে তাহলে তাকে প্রতি মাসে ২৯১ টাকা থেকে ১৪৫৪ টাকা প্রিমিয়াম হিসাবে জমা দিতে হবে।

আরও পড়ন : Post Office RD: পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগ করলেই ব্যাপক লাভ, ভবিষ্যত গড়তে তুমুল সাহায্য করে

ডিফল্ট হলে চার্জ

প্রিমিয়াম জমা দিতে দেরি হলে কেটে নেওয়া হবে চার্জ-

- প্রতি মাসে ১০০ টাকার প্রিমিয়ামের জন্য, প্রতি মাসে ১ টাকা শুল্ক চার্জ করা হয়।

- প্রতি মাসে ১০১ টাকা থেকে ৫০০ টাকার প্রিমিয়ামের জন্য, প্রতি মাসে ২ টাকা শুল্ক চার্জ করা হয়।

- প্রতি মাসে ৫০১ টাকা থেকে ১০০০ টাকা প্রিমিয়ামের জন্য, প্রতি মাসে ৫ টাকা শুল্ক চার্জ করা হয়।

- প্রতি মাসে ১০০১ টাকার প্রিমিয়ামের জন্য, প্রতি মাসে ১০ টাকা শুল্ক চার্জ করা হয়।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Atal Pension Yojana