Car Insurance: গাড়ির বিমা নেওয়ার সময় প্রিমিয়ামের খরচ কমাতে এই বিষয়গুলি লক্ষ্য রাখুন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Car Insurance: ইনস্যুরেন্স করার সময় কয়েকটি বিষয়ের খেয়াল রাখলে অতিরিক্ত খরচ তুলনামূলক অনেকটা কমে যাবে এবং সস্তায় বিমা পাওয়া যাবে।
#নয়াদিল্লি: আজকের সময়ে শহর বা শহুরে এলাকার বাসিন্দাদের জন্য পার্সোনাল কার স্ট্যাটাস সিম্বলের চেয়ে বেশি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ভারতে গাড়ি বিক্রির সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় এই বিষয়টি আরও স্পষ্টভাবে সামনে এসেছে। তবে গাড়ি কেনার সঙ্গে সঙ্গে অতিরিক্ত খরচ বাড়তে থেকে। যেমন, প্রতি বছর নতুন করে গাড়ির বিমা রিনিউ করতে হয়। অনেকেই এই বার্ষিক খরচকে বোঝা মনে করে থাকেন। তবে ইনস্যুরেন্স করার সময় কয়েকটি বিষয়ের খেয়াল রাখলে অতিরিক্ত খরচ তুলনামূলক অনেকটা কমে যাবে এবং সস্তায় বিমা পাওয়া যাবে।
মোটর বিমা পলিসির বিভাগ
মোটর ইনস্যুরেন্স পলিসির (Motor Insurance Policy) মোট দু'টি বিভাগ থাকে। প্রথমটি হল থার্ড-পার্টি বিমা এবং দ্বিতীয়টি অন ড্যামেজ কভার। থার্ড-পার্টি পলিসির ক্ষেত্রে কোনও অ্যাক্সিডেন্ট হলে অন্য জনের গাড়ির ক্ষয়ক্ষতির খরচ প্রদান করা হবে। এই বিমাটি নেওয়া বাধ্যতামূলক। অন্য দিকে, অন ড্যামেজ কভারের ক্ষেত্রে গ্রাহকের গাড়ির ক্ষতিপূরণ দেবে বিমা কোম্পানি। প্রায় সকলেই এই ইনস্যুরেন্স স্কিমটি নিয়ে রাখেন যদিও এটি বাধ্যতামূলক নয়।
advertisement
advertisement
বিমা কোম্পানির পলিসির তুলনা
নতুন বা পুরনো, যে কোনও গাড়ি কেনার আগে ইনস্যুরেন্স খরচ ভালোভাবে জেনে নেওয়া উচিত। একটি গাড়ির বিমা প্রিমিয়াম মেরামতের খরচ, সেফটি রেকর্ড এবং চুরির সম্ভাবনার কথা মাথায় রেখে নির্ধারিত করা হয়। অনেক কোম্পানি ইনস্যুরেন্স নেওয়ার সময় মূল্যে ছাড়ের অফারও দিয়ে থাকে যার ফলে প্রিমিয়ামের জন্য অতিরিক্ত খরচ কিছুটা হলেও কমে যায়। এই কারণে গাড়ির বিমা নেওয়ার আগে বিভিন্ন কোম্পানির পলিসির মধ্যে তুলনা করে সিন্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
advertisement
মেয়াদ শেষ হওয়ার আগে ইনস্যুরেন্স পলিসি রিনিউ
গাড়ির প্রথম ইনস্যুরেন্স পলিসির মেয়াদ শেষ হওয়ার আগেই বিমা রিনিউ করার প্রক্রিয়া শুরু করে দেওয়া উচিত। প্রত্যেক বিমা কোম্পানি ইনস্যুরেন্স রিনিউ করার আগে ভালোভাবে গাড়ির পর্যবেক্ষণ করে যার জন্য অতিরিক্ত চার্জ প্রদান করতে হয় এবং সময়ও নষ্ট হয়। মেয়াদের আগে রিনিউ প্রক্রিয়া শুরু করলে এই সমস্ত জটিলতা থেকে রেহাই পাওয়া যায়।
advertisement
গাড়ির বিমা রিনিউ করার সময় ইনস্যুরেন্সড ডিক্লেয়ার্ড ভ্যালু (IDV) জেনে নেওয়া উচিত কারণ প্রিমিয়ামের মূল্য কমানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। গাড়ির বিমা রিনিউ করার সময় IDV-এর মাধ্যমে ওই সময়ের বাজারে গাড়ির আসল মূল্য জানা যায় এবং তার ওপর ভিত্তি করেই ইনস্যুরেন্সের প্রিমিয়াম নির্ধারিত করা হয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2021 7:54 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Car Insurance: গাড়ির বিমা নেওয়ার সময় প্রিমিয়ামের খরচ কমাতে এই বিষয়গুলি লক্ষ্য রাখুন!