৩৫ পয়সার শেয়ার হয়েছে ২০০ টাকা, ৩ বছরে ১ লাখ টাকা হয়েছে ৫ কোটি টাকার বেশি!

Last Updated:

এখনও পর্যন্ত এই মাল্টিব্যাগার পেনি স্টক ফ্লমিক গ্লোবাল লজিস্টিকের শেয়ার ১৯১৩ শতাংশ হারে বেড়েছে।

#নয়াদিল্লি: বিগত ২ বছরে বিভিন্ন ধরনের শেয়ার বিনিয়োগকারীদের দিয়েছে মাল্টিব্যাগার রিটার্ন। ভারতে এমন ধরনের একটি মাল্টিব্যাগার শেয়ার হল ফ্লোমিক গ্লোবাল লজিস্টিক শেয়ার (Flomic Global Logistics)। এই মাল্টিব্যাগার পেনি স্টকের প্রতিটি শেয়ার ০.৩৫ পয়সা থেকে বাড়তে বাড়তে ১৯৮.৪৫ টাকায় পৌঁছে গিয়েছে।
প্রায় ৩ বছরের মধ্যে এই মাল্টিব্যাগার পেনি স্টক ফ্লোমিক গ্লোবাল লজিস্টিক ৫৬৭ গুণ বেড়েছে। মাল্টিব্যাগার পেনি স্টকের শেয়ারের দামের ইতিহাসের দিকে নজর দিলে লক্ষ্য করা যাবে যে ফ্লোমিক গ্লোবাল লজিস্টিকের শেয়ারের দাম বিগত ৬ মাসে ১০.৩৭ টাকা থেকে বাড়তে বাড়তে ১৯৮.৪৫ টাকায় পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত এই মাল্টিব্যাগার পেনি স্টক ফ্লমিক গ্লোবাল লজিস্টিকের শেয়ার ১৯১৩ শতাংশ হারে বেড়েছে।
advertisement
advertisement
১ লাখ টাকা হয়েছে ৫.৬৭ কোটি টাকা
যদি কেউ ৩ বছর আগে এই মাল্টিব্যাগার পেনি স্টক ফ্লমিক গ্লোবাল লজিস্টিকের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে সে এখন রিটার্ন পাবে ৫.৬৭ কোটি টাকা। এই মাল্টিব্যাগার পেনি স্টক ফ্লমিক গ্লোবাল লজিস্টিকের শেয়ার ২০২১ সালের ৫২ সপ্তাহে ২১৬ টাকয় পৌঁছে নিজের উচ্চ স্তর স্পর্শ করেছে।
advertisement
ফ্লোমিক গ্লোবাল লজিস্টিক
ফ্লমিক গ্লোবাল লজিস্টিক লিমিটেড কোম্পানি একটি লজিস্টিক কোম্পানি হিসাবে কাজ করে। এই ফ্লোমিক গ্লোবাল লজিস্টিক লিমিটেডে কোম্পানি বিশ্ব জুড়ে বিতরণ (Distribution), সীমা শুল্ক ব্রোকিং (Customs Broking), কার্গো (Cargo), কন্সোলিডেশন (Consolidation), মাল্টিমডেল ট্রান্সপোর্ট এবং কেন্দ্রীয় ট্রেড সার্ভিস প্রদান করে থাকে। বিগত ৩ বছরে এই কোম্পানির শেয়ার ধীরে ধীরে নিজের উচ্চ স্তরে পৌঁছে মাল্টিব্যাগার পেনি স্টকে পরিণত হয়েছে। এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা পেয়েছে ভালো রিটার্ন।
advertisement
মাল্টিব্যাগার পেনি স্টক
বিনিয়োগকারীদের বিনিয়োগ করা টাকার পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া স্টককে বলা হয় মাল্টিব্যাগার স্টক। কোম্পানির প্রদর্শন দেখে খুব সহজেই চেনা যায় মাল্টিব্যাগার শেয়ার। মাল্টিব্যাগার স্টকে শেয়ার প্রতি আয় অনেক বেশি হয়। এর ফলে যে পরিমাণ টাকা এই ধরনের মাল্টিব্যাগার স্টকে বিনিয়োগ করা হয় তা কয়েক গুণ বেড়ে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের ভালো পরিমাণে লাভ হয়। এই ধরনের মাল্টিব্যাগার স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করলে ৩,৪ বছরের মধ্যেই কোটি টাকার বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীদের সহজেই মালামাল করে এই ধরনের মাল্টিব্যাগার স্টক।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩৫ পয়সার শেয়ার হয়েছে ২০০ টাকা, ৩ বছরে ১ লাখ টাকা হয়েছে ৫ কোটি টাকার বেশি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement