#নয়াদিল্লি: অ্য়ামাজনের (Amazon) বক্তব্য়ের বিরুদ্ধে মুখ খুলল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)। সম্প্রতি সংবাদমাধ্যমে অ্যামাজনের তরফ থেকে দাবি করা হয়, কোনও অনুমতি একবার দেওয়া হয়ে গেলে, কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার ক্ষমতা নেই সেই অনুমতি কেড়ে নেয়। ২০১৯ সালে কম্পিটিশন কমিশন ফিউচার কুপনস প্রাইভেড লিমিটেড সংস্থায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অনুমতি দেয়। সেই বিষয় নিয়ে একটি সংবাদ সংস্থাকে অ্যামাজন জানায়, কোনও চুক্তি বাতিল করা ভীষণ কঠিন এক আইন। বিশেষ ভাবে সেই ক্ষমতা না দেওয়া হলে ভারতের কম্পিটিশন কমিশনের পক্ষে সেই অনুমতি বাতিল করা সম্ভব নয়।
আরও পড়ুন: 'দিদির' মঞ্চে 'দাদা-বৌদি'! এই প্রথম এমন পদক্ষেপ নিলেন মদন মিত্র...
আরও পড়ুন: বাংলায় প্রথম ওমিক্রনের খোঁজ, আক্রান্ত হায়দ্রাবাদ ফেরত ৭ বছরের শিশু!
কনফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, যে পদ্ধতি মেনে এই বিনিয়োগ আসার কথা, তাঁর অনুমতি পেতে গেলেও কয়েকটি পদ্ধতি মেনে চলতে হয়। কিন্তু অনুমতি আদায়ের সময় গোটাপদ্ধতিকে কার্যত হাস্যকর করে ফেলেছে অ্যামাজন। যা যা প্রয়োজন ছিল, তা দেয়নি। পাশাপাশি, কম্পিটিশন কমিশনকে বেপথে চালিত করেছে। সব মিলিয়ে অভিযোগে বিদ্ধ করা হয়েছে অ্যামাজনকে। বিস্তারিত তথ্য দিয়ে বলা হয়েছে, এ থেকে স্পষ্ট হয়েছে যে মিথ্যা বলছে অ্যামাজন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amazon