CAIT: অ্যামাজনের বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল সিএআইটি

Last Updated:

The Confederation of All India Traders: কনফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, যে পদ্ধতি মেনে এই বিনিয়োগ আসার কথা, তাঁর অনুমতি পেতে গেলেও কয়েকটি পদ্ধতি মেনে চলতে হয়।

#নয়াদিল্লি: অ্য়ামাজনের (Amazon) বক্তব্য়ের বিরুদ্ধে মুখ খুলল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)। সম্প্রতি সংবাদমাধ্যমে অ্যামাজনের তরফ থেকে দাবি করা হয়, কোনও অনুমতি একবার দেওয়া হয়ে গেলে, কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার ক্ষমতা নেই সেই অনুমতি কেড়ে নেয়। ২০১৯ সালে কম্পিটিশন কমিশন ফিউচার কুপনস প্রাইভেড লিমিটেড সংস্থায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অনুমতি দেয়। সেই বিষয় নিয়ে একটি সংবাদ সংস্থাকে অ্যামাজন জানায়, কোনও চুক্তি বাতিল করা ভীষণ কঠিন এক আইন। বিশেষ ভাবে সেই ক্ষমতা না দেওয়া হলে ভারতের কম্পিটিশন কমিশনের পক্ষে সেই অনুমতি বাতিল করা সম্ভব নয়।
এখানেই সিএআইটি প্রশ্ন তুলেছে, প্রথম থেকেই অ্যামাজন যখন এই তথ্য জানত, তাহলে শুনানিতে কেন এসেছিল? প্রেস বিবৃতিতে সংগঠনের পক্ষ খেকে বলা হয়েছে, আশ্চর্যজনক ভাবে যখন এই মামলার শুনানি চলেছে, এমনকী সুপ্রিম কোর্টেও এই নিয়ে কোনও কথাই বলেনি অ্যামাজন। বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কম্পিটিশন কমিশনকে একাধিক এমন প্রমাণ দেখিয়ে ২০১৯ সালে অনুমতি আদায় করেছিল অ্যামাজন, যেগুলি ভুয়ো। এই নিয়ে দিল্লি হাই কোর্টে একটি জনস্বার্থ মামলাও রুজু করেছিল সিএআইটি। সেটিতেও দ্রুত মামলার সমাধান করতে বলা হয়।
advertisement
advertisement
কনফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, যে পদ্ধতি মেনে এই বিনিয়োগ আসার কথা, তাঁর অনুমতি পেতে গেলেও কয়েকটি পদ্ধতি মেনে চলতে হয়। কিন্তু অনুমতি আদায়ের সময় গোটাপদ্ধতিকে কার্যত হাস্যকর করে ফেলেছে অ্যামাজন। যা যা প্রয়োজন ছিল, তা দেয়নি। পাশাপাশি, কম্পিটিশন কমিশনকে বেপথে চালিত করেছে। সব মিলিয়ে অভিযোগে বিদ্ধ করা হয়েছে অ্যামাজনকে। বিস্তারিত তথ্য দিয়ে বলা হয়েছে, এ থেকে স্পষ্ট হয়েছে যে মিথ্যা বলছে অ্যামাজন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
CAIT: অ্যামাজনের বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল সিএআইটি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement