অসাধ্যসাধন করলেন 'দিদি নম্বর ওয়ান' রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনীতির সবচেয়ে কালারফুল ব্যক্তিত্ব মদন মিত্র। সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের জনপ্রিয়তা 'ওহ লাভলি'! এমনকী মহিলা মহলেও মদন মিত্রের জনপ্রিয়তা রীতিমতো ঈর্ষণীয়। কিন্তু সেই মদন মিত্রকে কখনও তাঁর স্ত্রী অর্চনা মিত্রকে নিয়ে প্রকাশ্যে দেখা যায় না।
তবে শুধু মদন মিত্র নন, এই এপিসোডে আরেক চমক কিছুদিন আগেই তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়ও। বাবুলও স্ত্রী রচনা শর্মাকে নিয়ে 'দিদি'র মঞ্চে হাজির হয়েছেন। এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সস্ত্রীক শিবাজি চট্টোপাধ্যায় এবং রাঘব চট্টোপাধ্যায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক নচিকেতাও।