Jio on WhatsApp: ক্রেতাদের আরও সুযোগ-সুবিধা, জিও অন হোয়াটসঅ্যাপ, খুচরো বাণিজ্যে খুলবে নতুন দিগন্ত, বললেন ইশা ও আকাশ আম্বানি

Last Updated:

JIO: মেটা আয়োজিত দ্বিতীয় দফার 'Fuel For India' অনুষ্ঠানে রিলায়েন্স রিটেল ও জিও প্ল্যাটফর্মের ডিরেক্টর ইশা আম্বানি ও জিও প্ল্যাটফর্মের ডিরেক্টর ও স্ট্র্যাটেজি প্রধান আকাশ আম্বানির কথায় উঠে এল এই বিপুল সম্ভাবনার প্রসঙ্গ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#নয়াদিল্লি: ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭০ কোটি ছুঁয়েছে। এর মধ্যেই বাজারের ছোট ব্যবসায়ী ও উদ্যোগপতিরা সাহায্য নিয়েছেন সোশ্যাল মিডিয়ার। তাঁদের হাত ধরে অনেকটা বদলেছে ভারতীয় বাজারের চরিত্র। মেটা (Meta) আয়োজিত দ্বিতীয় দফার  'Fuel For India' অনুষ্ঠানে রিলায়েন্স রিটেল ও জিও প্ল্যাটফর্মের ডিরেক্টর ইশা আম্বানি (Isha Ambani - Director at Reliance Retail and Jio Platforms) ও  জিও প্ল্যাটফর্মের ডিরেক্টর ও স্ট্র্যাটেজি প্রধান আকাশ আম্বানির ( Akash Ambani - Director & Head of Strategy at Jio Platforms) কথায় উঠে এল এই বিপুল সম্ভাবনার প্রসঙ্গ। তাঁদের সঙ্গে কথা বললেন মেটা-এর চিফ বিজনেস অফিসার মারনে লেভিন। কী ভাবে প্যানডেমিকের মতো কঠিন অবস্থাতেও সমান তালে বাণিজ্য চালিয়ে নিতে যেতে সাহায্য করেছে জিও মার্ট  সে বিষয়েও আলোচনা হল।
আলোচনার শুরুতেই মারনে বলেন, "জিও-র হাত ধরে দেশের কোটি কোটি মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে গিয়েছে। বাণিজ্যের ক্ষেত্রেও যা সাহায্য করেছে। সেই কারণেই আমাদের সংস্থা আপনাদের সঙ্গে বাণিজ্যিক ভাবে যুক্ত হতে এতটা আগ্রহী। কারণ আমরা চাই সাধারণ মানুষের হাতে ক্ষমতা পৌঁছে দিতে।" তিনি আকাশ ও ইশাকে প্রশ্ন করেন, খুচরো বাণিজ্যের ক্ষেত্রে তাঁরা কী ভাবে দেখছেন এই পার্টনারশিপের বিষয়টি। ইশা বলেন, "ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড ছোট ব্যবসাগুলি। অতিমারি আমাদের বুঝিয়েছে, কেন এই ছোট বাণিজ্যক্ষেত্রগুলিকে আরও বেশি করে ডিজিটাল মাধ্যমে নিজেদের নিয়ে আসতে হবে।" জিও রিটেল বাণিজ্যের ক্ষেত্রে আকাশ বলেন, "আমরা আপাতত দেশে ৫ লক্ষের বেশি খুচরো ব্যবসায়ীর সঙ্গে কাজ করছি, প্রতিদিনই তা বাড়ছে। আমাদের লক্ষ্য জিও মার্টের সর্বোচ্চ বৃদ্ধি, অনলাইন ও অফলাইন স্তরে।" পাশাপাশি মেটার সঙ্গে পার্টানারশিপের বিষয়ে তাঁর মত, "আমরা মেটার সঙ্গে কাজের বিষয়ে ভীষণ উৎসাহিত। আমরা জানি, মেটার সঙ্গে আমাদের একসঙ্গে কর্মক্ষেত্র বৃদ্ধি আসলে এক দিকে যেমন ক্রেতাদের সাহায্য করবে, তেমনই বিক্রেতাদের বিপুল সুবিধা পৌঁছে দেবে।"
advertisement
advertisement
আকাশ জানালেন, ক্রেতার থেকে সামান্য একটি মেসেজের দূরত্বে থাকবেন বিক্রেতা। সাধারণ মেসেজ করা ও কয়েকটি পদ্ধতি অবলম্বন করেই ক্রয় বিক্রয় চলবে। হোয়্যাটসঅ্যাপ ব্যবহার করা খুবই সহজ। ফলে খুব সহজ পদ্ধতিতেই এই কাজ সম্পন্ন করতে পারবেন সাধারণ মানুষ। ইশা বলেন, "ক্রেতাদের শুধু অর্ডার দেওয়ার অপেক্ষা, বাকিটা হবে সহজেই। জিনিস দেখে তাঁরা সাপ্তাহিক বাজার সারতে পারবেন, অথবা ক্রেতার কেনা সামগ্রীর ইতিহাস দেখে তাঁকে দেখিয়ে দেওয়া হবে তিনি কোন ধরনের জিনিস কিনতে চাইছেন। খুবই সহজ হবে পদ্ধতি।"
advertisement
এর পর জিও-এর হোয়াটসঅ্যাপ মোবাইল রিচার্জের বিষয়েও জানতে চান মারনে। আকাশ বলেন, প্রিপেড রিচার্জের ক্ষেত্রে জিও অন হোয়াটসঅ্যাপ খুলে দেবে এক নতুন দিগন্ত। এ ক্ষেত্রে রিচার্জ হবে অত্যন্ত সহজ। ব্যবহারকারীরা নানারকম সুযোগ সুবিধা পাবেন। সহজে তাঁরা রিচার্জও করতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jio on WhatsApp: ক্রেতাদের আরও সুযোগ-সুবিধা, জিও অন হোয়াটসঅ্যাপ, খুচরো বাণিজ্যে খুলবে নতুন দিগন্ত, বললেন ইশা ও আকাশ আম্বানি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement