Income Tax Notice: আসতে পারে নানা কারণে, এক নজরে দেখে নিন বিভিন্ন ধরনের ট্যাক্স নোটিসে রিপ্লাই দেওয়ার উপায়!

Last Updated:

Income Tax Notice: বিভিন্ন কারণে আয়কর দাতার কাছে পাঠানো হতে পারে নোটিশ। এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল নোটিশে রিপ্লাই দেওয়ার উপায়।

#নয়াদিল্লি: আয়কর দফতর বিভিন্ন ধরনের নোটিশ পাঠাতে পারে আয়কর দাতাকে। বিভিন্ন কারণে আয়কর দাতার কাছে পাঠানো হতে পারে নোটিশ। এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল নোটিশে রিপ্লাই দেওয়ার উপায়।
সেকশন ১৩৯(৯)
সেকশন ১৩৯(৯) অনুযায়ী নোটিশ পাঠানো হয় কোনও কিছু ভুল তথ্য দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করলে। আয়কর দাতা কোনও ভুল তথ্য দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করলে অথবা ভুল ফর্ম ফিল আপ করে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করলে এই ধরনে নোটিশ পাঠানো হয় সেই আয়কর দাতাকে। আইটি ডিপার্টমেন্টের কাছে সেই আয়কর দাতা সম্পর্কে যে তথ্য রয়েছে তার থেকে অন্য তথ্য জমা করলেও নোটিশ পাঠানো হয়। আয়কর দাতাকে ১৫ দিনের মধ্যে সেই নোটিসের জবাব দিতে হবে, না হলে তার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল রিজেক্ট করে দেওয়া হবে।
advertisement
advertisement
সেকশন ১৪৩(১)
সেকশন ১৪৩(১) অনুযায়ী নোটিশ পাঠানো হয় যখন আয়কর দাতা বেশি অথবা কম ট্যাক্স জমা করে দেয়। আয়কর দাতা যদি বেশি ট্যাক্স জমা করে দেয় তাহলে এই সেকশন অনুযায়ী টাকা রিফান্ড চাইতে পারে। আবার আয়কর দাতা কম ট্যাক্স জমা করলে এই সেকশন অনুযায়ী তাকে নোটিশ পাঠানো হয়।
advertisement
সেকশন ১৪৩(১)(এ)
সেকশন ১৪৩(১)(এ) অনুযায়ী নোটিশ পাঠানো হয়, যখন আয়কর দাতা তার ইনকামের তথ্য জমা করতে গোলমাল করে। আয়কর দাতা তার আয়ের বিভিন্ন সার্টিফিকেট যেমন- টিডিএস সার্টিফিকেট, ফর্ম ১৬, ফর্ম ১৬এ এবং ফর্ম ২৬এএস সঠিক ভাবে জমা না করে কিছু ভুল করলে তাকে নোটিশ পাঠানো হয়।
advertisement
সেকশন ১৪২(১)
সেকশন ১৪২(১) অনুযায়ী নোটিশ পাঠানো হয়, যখন আয়কর দফতরের অফিসারের অন্যান্য তথ্যের দরকার হয়। আয়কর দাতার থেকে অন্যান্য তথ্য বা ডকুমেন্ট পাওয়ার জন্য তাকে নোটিশ পাঠানো হয়। এই নোটিশের রিপ্লাই না দিলে সেকশন ১৪২(১) অনুযায়ী আয়কর দাতার ১০,০০০ টাকার পেনাল্টি করা হতে পারে অথবা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
advertisement
সেকশন ১৫৬
সেকশন ১৫৬ অনুযায়ী নোটিশ পাঠানো হয়, যখন আয়কর দাতাকে কোনও পেনাল্টির টাকা, ফাইনের টাকা এবং ট্যাক্সের টাকা জমা করতে বলা হয়। আয়কর দাতাকে এই ধরনের নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে তা জমা করতে হবে।
advertisement
সেকশন ১৪৩(২)
সেকশন ১৪৩(২) অনুযায়ী নোটিশ পাঠানো হয় আয়কর দাতার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল পুনরায় চেক করার জন্য। আয়কর দাতার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে কোনও ধরনের অসঙ্গতি দেখা গেলে তা পুনরায় পরীক্ষা করার জন্য এই ধরনের নোটিশ পাঠানো হয়।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Income Tax Notice: আসতে পারে নানা কারণে, এক নজরে দেখে নিন বিভিন্ন ধরনের ট্যাক্স নোটিসে রিপ্লাই দেওয়ার উপায়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement