কী করে কাজ করবে #JIO সিম ? জেনে নিন ৬টি স্টেপ

Last Updated:

ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণের কান্ডারি রিলায়েন্স জিও ৷ বাজারে এসেই আলোড়ন ফেলে দিয়েছে রিলায়েন্স জিও ৪জি ৷

#মুম্বই: ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণের কান্ডারি রিলায়েন্স জিও  ৷ বাজারে এসেই আলোড়ন ফেলে দিয়েছে রিলায়েন্স জিও ৪জি ৷ হাতের মুঠোয় এখন সব সুবিধাকে এক ঝুলিতে ভরে গ্রাহকদের হাতে তুলে দিয়েছে রিলায়েন্স জিও ৷ তাই লঞ্চ হওয়ার পর থেকেই জিও নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷  জিও সিম নেওয়ার জন্য বিভিন্ন মোবাইল স্টোরগুলিতে পড়ে গিয়েছে লম্বা লাইন  ৷ কিন্তু জিও সিম পাওয়ার পর বেশ কিছু সমস্যারও মুখে পড়তে হয়েছে গ্রাহকদের ৷ অনেকেই বলেছেন জিও অ্যাক্টিভেট করতে তাদের সমস্যায় পড়তে হয়েছে ৷ কিন্তু সামান্য এই তথ্যগুলি জানা থাকলে খুব সহজেই এই সমস্যার সমাধান করা যাবে ৷
১. আগে দেখে নিন আপনার ফোন ৪জি সাপোর্ট করে কিনা ৷ ২জি বা ৩জি ফোনে জিও সিম চলবে না ৷
২. যারা নিজেদের ফোন নম্বর পরিবর্তন না করে জিও ব্যবহার করতে চান৷ তাদের জন্য নম্বর পোর্ট করার সুবিধা রয়েছে ৷ কিন্তু তার জন্য রেজিস্ট্রেশন এখনও শুরু হয়নি ৷ তাই আপনি যদি নম্বর বদলাতে না চান কাহলে এই মুহূর্তে জিও সিম ব্যবহার করতে পারবেন না ৷
advertisement
advertisement
৩. আপনার যদি ডুয়াল সিম ফোন হয় তাহলে দেখে নিন কোন স্লটটি ৪জি ৷ যে স্লটটি ৪জি সাপোর্ট করে তাতে জিও সিম ব্যবহার করুন ৷ অন্য স্লটটিতে ব্যবহার করলে আপনার জিও সিম চলবে না ৷
৪. অনেকে আবার সব ঠিক থাকা সত্ত্বে ফোন করতে পারছেন না ৷ তাহলে ফোন বন্ধ করে সিমটি বের করে আরও একবার ইনসার্ট করুন ৷ এবং খেয়াল রাখুন যে ডেটা অপশনটি অন করা আছে ৷
advertisement
৫. আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হল MyJio app ৷ এই অ্যাপটি ডাউনলোড না করলে আপনার সিম অ্যাক্টিভেট হবে না ৷
৬. এরপরও যদি সমস্যা থাকে ৷ তাহলে আপনার ডিভাউসটি আপগ্রেড করতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কী করে কাজ করবে #JIO সিম ? জেনে নিন ৬টি স্টেপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement