কী করে কাজ করবে #JIO সিম ? জেনে নিন ৬টি স্টেপ

Last Updated:

ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণের কান্ডারি রিলায়েন্স জিও ৷ বাজারে এসেই আলোড়ন ফেলে দিয়েছে রিলায়েন্স জিও ৪জি ৷

#মুম্বই: ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণের কান্ডারি রিলায়েন্স জিও  ৷ বাজারে এসেই আলোড়ন ফেলে দিয়েছে রিলায়েন্স জিও ৪জি ৷ হাতের মুঠোয় এখন সব সুবিধাকে এক ঝুলিতে ভরে গ্রাহকদের হাতে তুলে দিয়েছে রিলায়েন্স জিও ৷ তাই লঞ্চ হওয়ার পর থেকেই জিও নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷  জিও সিম নেওয়ার জন্য বিভিন্ন মোবাইল স্টোরগুলিতে পড়ে গিয়েছে লম্বা লাইন  ৷ কিন্তু জিও সিম পাওয়ার পর বেশ কিছু সমস্যারও মুখে পড়তে হয়েছে গ্রাহকদের ৷ অনেকেই বলেছেন জিও অ্যাক্টিভেট করতে তাদের সমস্যায় পড়তে হয়েছে ৷ কিন্তু সামান্য এই তথ্যগুলি জানা থাকলে খুব সহজেই এই সমস্যার সমাধান করা যাবে ৷
১. আগে দেখে নিন আপনার ফোন ৪জি সাপোর্ট করে কিনা ৷ ২জি বা ৩জি ফোনে জিও সিম চলবে না ৷
২. যারা নিজেদের ফোন নম্বর পরিবর্তন না করে জিও ব্যবহার করতে চান৷ তাদের জন্য নম্বর পোর্ট করার সুবিধা রয়েছে ৷ কিন্তু তার জন্য রেজিস্ট্রেশন এখনও শুরু হয়নি ৷ তাই আপনি যদি নম্বর বদলাতে না চান কাহলে এই মুহূর্তে জিও সিম ব্যবহার করতে পারবেন না ৷
advertisement
advertisement
৩. আপনার যদি ডুয়াল সিম ফোন হয় তাহলে দেখে নিন কোন স্লটটি ৪জি ৷ যে স্লটটি ৪জি সাপোর্ট করে তাতে জিও সিম ব্যবহার করুন ৷ অন্য স্লটটিতে ব্যবহার করলে আপনার জিও সিম চলবে না ৷
৪. অনেকে আবার সব ঠিক থাকা সত্ত্বে ফোন করতে পারছেন না ৷ তাহলে ফোন বন্ধ করে সিমটি বের করে আরও একবার ইনসার্ট করুন ৷ এবং খেয়াল রাখুন যে ডেটা অপশনটি অন করা আছে ৷
advertisement
৫. আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হল MyJio app ৷ এই অ্যাপটি ডাউনলোড না করলে আপনার সিম অ্যাক্টিভেট হবে না ৷
৬. এরপরও যদি সমস্যা থাকে ৷ তাহলে আপনার ডিভাউসটি আপগ্রেড করতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কী করে কাজ করবে #JIO সিম ? জেনে নিন ৬টি স্টেপ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement