Fuel Prices: ১৬.৩ শতাংশ বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছল বিমান জ্বালানির দাম! যাত্রীদের উপর এর কেমন প্রভাব পড়তে চলেছে?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Fuel Prices: দিল্লিতে প্রতি কিলোলিটার এটিএফ-এর দর প্রায় ১.৪১ লক্ষ টাকায় পৌঁছে গিয়েছে।
#নয়াদিল্লি: আরও বাড়লবিমান জ্বালানির দাম। এই খবরে বড় ধাক্কা পেতে পারেন বিমানে যাতায়াতকারী যাত্রীরা। দিল্লিতে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দাম বাড়ানো হয়েছে ১৬.৩ শতাংশ। ফলে এখন রেকর্ড পর্যায়ে পৌঁছে গেল বিমান জ্বালানির দাম। সূত্রের খবর, ২০২২ সালে বিমান জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। দিল্লিতে প্রতি কিলোলিটার এটিএফ-এর দর প্রায় ১.৪১ লক্ষ টাকায় পৌঁছে গিয়েছে। ১৬ জুন অর্থাৎ বৃহস্পতিবার বিমান জ্বালানির দাম প্রায় ১৬.৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পরিসংখ্যান বলছে, গত ছয় মাসে বিমান জ্বালানির দামে বৃদ্ধি হয়েছে প্রায় ৯১ শতাংশ।
লাগাতার ১০ বার বৃদ্ধির পরে কমানো হয়েছিল বিমান জ্বালানির দাম:
চলতি বছর অর্থাৎ ২০২২ সালে টানা ১০ বার বিমান জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এর পর গত ১ জুন, বিমান জ্বালানির দাম ১.৩ শতাংশ কমানো হয়েছিল। তখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর কমেছিল। তবে বর্তমানে ফের দর বৃদ্ধি হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যে, আগামী দিনে বাড়তে পারে বিমান ভ্রমণের খরচও।
advertisement
advertisement
সবচেয়ে বেশি দাম বৃদ্ধি হয়েছিল মার্চ মাসে:
বিমান পরিচালনায় এটিএফ-এর উপর ব্যয়ের অংশ থাকে ৪০ শতাংশ। এই কারণেই বিমানের জ্বালানির দর বৃদ্ধি হলে তার প্রভাব সরাসরি যাত্রীদের উপরেই পড়ে। সংস্থাগুলি এটিএফ-এ সবচেয়ে বেশি দাম বৃদ্ধি করেছিল চলতি বছরের ১৬ মার্চ। এর পর দাম বাড়ানো হয় ১৮.৩ শতাংশ। ১ এপ্রিলেও প্রায় ২ শতাংশ দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গত ১৬ এপ্রিল দাম বাড়ানো হয় প্রায় ০.২ শতাংশ এবং ১ মে বাড়ানো হয় প্রায় ৩.২২ শতাংশ।
advertisement
জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বিমান চালনার খরচও বাড়বে। একটি এয়ারলাইনসের মোট পরিচালনা খরচের ৪০ শতাংশই যায় এটিএফ বা জ্বালানির পিছনে। বিমান চালনার খরচ বাড়লে এর ভাড়াও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের মূল্য প্রতি কিলোলিটারে ১৬.২৬ শতাংশ বা ১৯,৭৫৭.১৩ টাকা বৃদ্ধি পেয়ে তা ১,৪১,২৩২.৮৭ টাকা প্রতি কিলোলিটারে পৌঁছেছে। রাজধানী দিল্লিতে প্রতি লিটার প্লেনের জ্বালানির দাম ১৪১.২ টাকা ছুঁয়েছে।
advertisement
অন্য দিকে আবার, দিন কয়েক আগে কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর পর ওই দুই জ্বালানির মূল্য স্থিতিশীল রয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 16, 2022 5:51 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fuel Prices: ১৬.৩ শতাংশ বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছল বিমান জ্বালানির দাম! যাত্রীদের উপর এর কেমন প্রভাব পড়তে চলেছে?