ITR ফাইল করছেন! জেনে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রি-ভ্যালিডেশন কতটা জরুরি!

Last Updated:

ITR File: কীভাবে করা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রি-ভ্যালিডেশন? দেখে নেওয়া যাক এক নজরে!

নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে ITR বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার কাজ। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য যথাসময়ে ITR ফাইল করার শেষ তারিখ হল ৩১ জুলাই৷
সমস্ত পে-স্লিপ, ডিডাকশন এবং অন্য আর্থিক ডেটার হিসেব রাখতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রি-ভ্যালিডেশনের কথা ভুলে গেলে চলবে না৷ এমন হলে কোনও ট্যাক্স রিফান্ড পাওয়া যাবে না।
advertisement
কীভাবে করা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রি-ভ্যালিডেশন? দেখে নেওয়া যাক এক নজরে—
ITR ফাইল করার আগে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রি-ভ্যালিডেট করা গুরুত্বপূর্ণ কেন?
advertisement
ITR ফাইলিং-এর কাজ শুরু করার আগে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে প্রি-ভ্যালিডেট করা অপরিহার্য। এই পদ্ধতিতেই আয়কর বিভাগ ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কোনও ট্যাক্স রিফান্ড জমা করবে।
আয়কর দফতরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আয়কর দাতা EVC (ইলেক্ট্রনিক ভেরিফিকেশন কোড) সক্রিয় করার জন্য একটি প্রি-ভ্যালিডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।
ই-ভেরিফিকেশন আয়কর রিটার্ন, ই-প্রসিডিং, রিফান্ড অথবা, পাসওয়ার্ড রিসেট এবং ই-ফাইলিং অ্যাকাউন্টে নিরাপদ লগিং-এর জন্য ব্যবহার করা হতে পারে।’
advertisement
আরও পড়ুন- প্রবল ঝড়ে লন্ডভন্ড সব! ধ্বংস হল শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের কত দরিদ্রের ঘর
এক্ষেত্রে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত একটি বৈধ PAN থাকতে হবে। সেই PAN সংযুক্ত থাকতে হবে আয়কর বিভাগের ই-ফাইলিং-এর সঙ্গেও।
প্রি-ভ্যালিডেশন প্রক্রিয়া—
প্রথমে Incometax.gov.in-এ যেতে হবে।
নিজের আধার বা PAN নম্বর ব্যবহার করে লগ ইন করতে হবে।
advertisement
‘My Profile’ নির্বাচন করে ‘My Bank Account’-এ ক্লিক করতে হবে।
‘Add Bank Account’ বিকল্পটি বেছে নিতে হবে।
প্রয়োজনীয় বিবরণ যেমন অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্টের ধরন, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, IFSC কোড, ব্যাঙ্কের নাম ইত্যাদি জানাতে হবে।
এবার ‘Validate’-এ ক্লিক করে তা জমা দিতে হবে।
একবার এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে, নিজের রেজিস্টার্ড ই-মেল আইডি এবং মোবাইল নম্বরে স্টেটাসের বার্তা পাওয়া যাবে।
advertisement
প্রি-ভ্যালিডেশনের আবেদন করলে, স্বয়ংক্রিয় ভাবে তা সংশ্লিষ্ট ব্যাঙ্কে পাঠানো হবে। ১০-১২টি কার্যদিবসের মধ্যে ই-ফাইলিং অ্যাকাউন্টে স্টেটাস আপডেট করা হবে।
স্টেটাস পরীক্ষা করার নিয়ম—
Incometax.gov.in-এ গিয়ে PAN বা আধার বিবরণ ব্যবহার করে লগ ইন করতে হবে।
তারপর ‘My Bank account’-এ ক্লিক করে অ্যাকাউন্টের প্রি-ভ্যালিডেশন-এর স্টেটাস দেখা সম্ভব হবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ITR ফাইল করছেন! জেনে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রি-ভ্যালিডেশন কতটা জরুরি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement