Viral Video | Storm : আরামবাগে আতঙ্ক! কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেল পেট্রোল পাম্পের চাল! ভয়াবহ ভিডিও!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Viral Video | Storm : প্রচন্ড ঝড়ের গতিতে ভেঙে পড়ল পেট্রোল পাম্পের সেড। আতঙ্কে এলাকার মানুষজন
খানাকুল: হঠাৎই কালবৈশাখী তাণ্ডব চালালো আরামবাগ মহকুমা জুড়ে। প্রচন্ড ঝড়ের গতিতে উড়ে গেল খানাকুলের কোলেপুকুরের পেট্রোল পাম্প সেড। মঙ্গলবার বিকালে হঠাৎ করেই একটি কালবৈশাখী ঝড় ওঠে এবং সেই ঝড়ে তছনছ করল এলাকা জুড়ে। জানা যায় এদিন ওই পেট্রোল পাম্পে কর্মীরা পেট্রোল দিচ্ছিল ঠিক সেই সময়ই ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার করে দিল পেট্রোল পাম্প।
যদিও এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পেট্রোল পাম্পে আসা তিনটি গাড়ি চাপা পড়ে যায়। এর ফলে ওই গাড়িগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পেট্রোল পাম্প সূত্রে জানা যায়। ঝড়ের গতিতে আতঙ্কের মধ্যে রয়েছে এই মুহূর্তে আরামবাগ মহকুমা জুড়ে।
advertisement
advertisement
এই বিষয়ে স্থানীয়রা জানান হঠাৎই একটি ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতিতে আসে ঠিক সেই সময়ই প্রচুর সাধারণ মানুষ পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় এই ঘটনা হয়। দফায় দফায় ঝড় সৃষ্টি হওয়ার সময় পেট্রোল পাম্পের এর থেকে যাবতীয় জিনিস ভেঙে তছনছ করে দেয়। প্রাণ বাঁচতে ভাগ্যক্রমে অন্যত্র চলে যাওয়ায় ক্ষতি সেভাবে হয়নি। কিন্তু ওই পেট্রোল পাম্পে আসা গাড়ি এবং বাইক প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।যদিও পেট্রোল পাম্পের প্রচন্ড ঝড়ের গতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হল।
advertisement
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 6:47 PM IST