Jalpaiguri News | Ghost | Viral Video: রাত হলেই বাড়িতে ছুটে আসছে পাথর! ভয়ে কাঁটা একাধিক পরিবার! জলপাইগুড়িতে অলৌকিক ঘটনা!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News | Ghost | Viral Video: ভয়ে ঘুমোতে পারছে না একাধিক পরিবার! একের পর এক পাথর এদিক ওদিক থেকে এসে পড়ছে!
জলপাইগুড়ি : সন্ধ্যা হলে বাড়িতে ধেয়ে আসে এলোপাথাড়ি পাথর ঢিল। আতঙ্কে রাতের ঘুম উড়েছে জলপাইগুড়ি সদর ব্লকের কনপাকড়ি সরকার পাড়ার তিনটি পরিবারের। জানা গিয়েছে, একটানা প্রায় ৪২ দিন থেকে আতঙ্কে ভুগছে এই এলাকার বাসিন্দা বজেন্দ্রলাল রায়, নীলকমল রায় এবং গজেন্দ্রলাল রায়ের পরিবারের সদস্যরা। প্রায় প্রতি রাতেই বাড়ির উঠানে,টিনের চালে ধেয়ে আসে পাথরের ঢিল। অনবরত পাথর ঢিলে আতঙ্কে নাজেহাল পরিবারের সদস্যরা।
এলোপাথাড়ি পাথর ঢিল থেকে রক্ষা পেতে বাড়িতে টাঙানো হয়েছে ত্রিপল। তবে কে বা কারা ঢিল ছুড়ছে অনুসন্ধান করেও কিছু মেলেনি। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ এর পিছনে কি তবে কোন ভৌতিক কাহিনি রয়েছে!ঢিলের বিষয়টি সম্পর্কে অবগত গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পুলিশ প্রশাসন। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ দু-একবার এলেও এখনো পর্যন্ত ঢিলের উৎস অনুসন্ধান করে ঘটনার কোন নিষ্পত্তি করতে পারেনি। কি উদ্দেশ্যে কারা ঢিল ছুড়ছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য সে বিষয়ে ধন্দে রয়েছে সকলেই।
advertisement
advertisement
আতঙ্কিত পরিবার গুলির সঙ্গে দেখা করতে সরকার পাড়ায় যান জাতীয় মানবাধিকার পর্ষদের সদস্যরা।এদিন তারা এই এলাকা ঘুরে দেখেন এবং আতঙ্কিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। জাতীয় মানবাধিকার পর্ষদের সদস্য নিহার মজুমদার বলেন, এখানে এসে যা দেখলাম এক অমানবিক পরিবেশে তিনটি পরিবার বাস করছে। দীর্ঘদিন হয়ে গেছে প্রশাসনের এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত। পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত ঘটনার নিষ্পত্তি ঘটলো না।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 6:11 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News | Ghost | Viral Video: রাত হলেই বাড়িতে ছুটে আসছে পাথর! ভয়ে কাঁটা একাধিক পরিবার! জলপাইগুড়িতে অলৌকিক ঘটনা!