এসআইপি না অন্য কোনও মিউচুয়াল ফান্ড, এক নজরে দেখে নিন কোথায় বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাওয়া সম্ভব!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এসআইপির (SIP) মাধ্যমে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করে গেলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
#নয়াদিল্লি: সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান না অন্য কোথাও বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাওয়া সম্ভব এই বিষয়টি সবসময় বিনিয়োগকারীদের মাথায় ঘোরাফেরা করে। যারা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে সক্ষম তাদের ক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (Systematic Investment Plan) খুবই কার্যকরী। অনেক ক্ষেত্রেই অন্য কোথাও বিনিয়োগের থেকে এই এসআইপির (SIP) মাধ্যমে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করে গেলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেক ক্ষেত্রে কম সময়ের জন্য মিউচুয়াল ফান্ডের ইক্যুইটি (Equity) ফান্ডে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এসআইপির ক্ষেত্রে কোনও রিস্ক না থাকলেও এই ধরনের ফান্ডে রিস্ক অনেকটাই বেশি।
আরও পড়ুন: বিনিয়োগের ক্ষেত্রে অটো রিনিউয়াল কতটা কার্যকরী? দেখে নিন এক নজরে!
করোনা মহামারীর সময় অর্থাৎ ২০২০ সালের ১ এপ্রিল কেউ যদি লাম্প সাম প্রায় ১২,০০০ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকে তাহলে সেই টাকার পরিমাণ ২০২১ সালের ১ এপ্রিল হয়েছে প্রায় ২১,৭৯৮ টাকা। অপরদিকে সেই একই বিনিয়োগ কেউ যদি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে করে থাকে অর্থাৎ ১২ মাস ধরে প্রতি মাসে ১ হাজার টাকা করে বিনিয়োগ করে থাকে, তাহলে ১২ মাসের শেষে সেই টাকার পরিমাণ হবে প্রায় ১৫,৯০০ টাকা। মর্নিংস্টার এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী এটি নির্ধারিত করা হয়েছে। একইভাবে ২০০৭ সালের ১ ডিসেম্বর কেউ যদি লাম্প সাম প্রায় ১২,০০০ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকে তাহলে সেই টাকার পরিমাণ ২০০৮ সালের ১ ডিসেম্বর হয়েছে প্রায় ৫,৫৪২ টাকা। সুতরাং দেখাই যাচ্ছে যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
মর্নিংস্টার এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী কেউ যদি ২০০৯ সালের ১ ডিসেম্বর সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে ১,০০০ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে ২ বছর পর তার বিনিয়োগের পরিমাণ ২৪,০০০ টাকা। সেই ২ বছরে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ২৪,০০০ টাকা হয়েছে প্রায় ৩০,৩৮৯ টাকা। অপরদিকে লাম্প সাম ২৪,০০০ টাকা অন্য কোথাও বিনিয়োগ করে সেই টাকার পরিমাণ হয়েছে ২১,২৮৫ টাকা।
advertisement
এর থেকেই পরিষ্কার যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে লম্বা সময় ধরে নির্দিষ্ট পরিমাণে টাকা বিনিয়োগ করে গেলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কম সময়ে বেশি রিটার্ন পাওয়ার আশায় বিনিয়োগ করলে সবসময় ভালো রিটার্ন না-ও পাওয়া যেতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2021 9:03 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এসআইপি না অন্য কোনও মিউচুয়াল ফান্ড, এক নজরে দেখে নিন কোথায় বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাওয়া সম্ভব!