আসছে টাটা টেক-এর মতো আইপিও, খোলার সঙ্গে সঙ্গেই টাকা হবে দ্বিগুণ, গ্রে মার্কেটে দ্রুত গতিতে বাড়ছে দর
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Motisons Jewellers IPO : আসলে যেসব আইপিও প্রথম দিনেই টাকা দ্বিগুণ করে দেয়, সেইগুলি রোজ রোজ পাওয়া যায় না। তবে যাঁরা এই ধরনের আইপিও খুঁজছেন, তাঁদের জন্য সুখবর! তাঁরা নজর রাখতে পারেন Motisons Jewellers-এর আইপিও-র দিকে। আগামী ১৮ ডিসেম্বর খুলছে এই আইপিও।
কলকাতা: গত ৩০ নভেম্বর, ২০২৩ তারিখে টাটা টেকনোলজিস আইপিও-র লিস্টিং হয়েছিল। একেবারে প্রথম দিনেই এটা ১৬০ শতাংশ মুনাফা দিয়েছে। যার ফলে বহু মানুষই এখন এটাই ভাবছেন যে, টাটা টেক শেয়ার থাকলে ভালই হত। প্রচুর টাকা আয় করা যেত। আসলে যেসব আইপিও প্রথম দিনেই টাকা দ্বিগুণ করে দেয়, সেইগুলি রোজ রোজ পাওয়া যায় না। তবে যাঁরা এই ধরনের আইপিও খুঁজছেন, তাঁদের জন্য সুখবর! তাঁরা নজর রাখতে পারেন Motisons Jewellers-এর আইপিও-র দিকে। আগামী ১৮ ডিসেম্বর খুলছে এই আইপিও।
যদিও এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে, Motisons Jewellers-এর আইপিও টাটা টেক-এর মতো প্রথম দিনেই ১৬০ শতাংশ রিটার্ন দিতে পারবে কি না। তবে গ্রে মার্কেটে প্রিমিয়ামের উপর ভিত্তি করে ভাল লাভ হবে বলে অনুমান করা হচ্ছে। এই শেয়ারে প্রথম দিনেই টাকা দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন-প্রথম কোনও ভারতীয়ের হাতে নাসার মঙ্গল অভিযান পরিচালনার ভার; সকলকে উৎসাহ জোগাতে নিজের গল্পই ভাগ করে নিলেন ড. অক্ষতা কৃষ্ণমূর্তি
advertisement
advertisement
তবে তার আগে Motisons Jewellers-এর আইপিও-র বিষয়ে সব কিছু জেনে রাখা উচিত। আগামী ১৮ ডিসেম্বর সাবস্ক্রিপশনের জন্য সাধারণ মানুষের কাছে খুলে দেওয়া হবে এই আইপিও। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত বিড করা যেতে পারে। আর এই আইপিও-র প্রাইস ব্যান্ড নির্ধারণ করা হয়েছে ৫২-৫৫ টাকার মধ্যে। আর লট সাইজ হল ২৫০ শেয়ার। যার অর্থ হল, গ্রাহককে ন্যূনতম ২৫০ টাকা কিংবা তার গুণিতকে আবেদন করতে হবে। আগামী ২১ ডিসেম্বর অ্যালটমেন্ট হতে পারে। ফলে আগামী শুক্রবার অর্থাৎ ২২ ডিসেম্বরের মধ্যে তাঁরা রিফান্ড পেয়ে যাবেন, যাঁরা শেয়ার পাবেন না।
advertisement
আর ২২ ডিসেম্বর ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে শেয়ার। আগামী ২৬ ডিসেম্বর Motisons Jewellers-এর শেয়ার সম্ভবত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-এ লিস্টেড হবে। তবে এগুলো সবই সম্ভাব্য সময়কাল। ফলে এখানে পরিবর্তন আসতে পারে।
advertisement
ডাবল স্কিম কী?
মার্কেটে তালিকাভুক্তির আগে শেয়ারের দাম গ্রে মার্কেটে চলে যায়। কখনও কখনও এই দাম প্রিমিয়ামে যায়, তো কখনও বা দাম ডিসকাউন্টে থাকে। আইপিও ওয়াচ বলছে, গ্রে মার্কেটে Motisons Jewellers-এর শেয়ারের মূল্য প্রিমিয়ামেই রয়েছে। যার দাম ৬০ টাকা। আপার প্রাইস ব্যান্ড হল ৫৫ টাকা এবং প্রিমিয়াম ৬০ টাকা যদি স্থায়ী হয়, তাহলে এটা ১১৫ টাকায় লিস্টেড হবে। ফলে গ্রাহকরা পাবেন ৫৫ টাকায় আর তা লিস্টেড হবে ১১৫ টাকায়। যার অর্থ হল, লিস্টিংয়ের সঙ্গে সঙ্গে ১০০ শতাংশেরও বেশি রিটার্ন দেবে।
advertisement
তবে মনে রাখতে হবে যে, গ্রে মার্কেট কিন্তু অফিশিয়াল মার্কেট নয়। প্রিমিয়াম এবং ডিসকাউন্ট ক্রমাগত বদলে যেতে থাকে। ফলে লিস্টিংয়ের দিনে হয়তো এই প্রিমিয়াম কিন্তু ডিসকাউন্টে চলে যেতে পারে। কিংবা তা বেড়ে ৮০-৯০ টাকায় চলে যেতে পারে। ওই সংস্থা ড্রাফটে জানিয়েছে যে, এগিয়ে যাওয়ার জন্য তাদের অর্থের প্রয়োজন। সংস্থার প্রয়োজনীয় মূলধনের চাহিদা মেটাতে এবং লোন পরিশোধের জন্য তারা আইপিও থেকে তোলা অর্থ ব্যবহার করবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 15, 2023 12:15 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আসছে টাটা টেক-এর মতো আইপিও, খোলার সঙ্গে সঙ্গেই টাকা হবে দ্বিগুণ, গ্রে মার্কেটে দ্রুত গতিতে বাড়ছে দর