মালাবদলের সময় ঠিক ভাবে দাঁড়াতে পারছিলেন না বর; মঞ্চ থেকে সটান নেমে গিয়ে বিয়ে করতে বেঁকে বসলেন কনে !

Last Updated:

Mainpuri News: উদ্দাম নাচে মত্ত বর এবং বরের বন্ধুরা। আবার জয়মালার ঠিক আগেই রীতিমতো ডিজে বাজিয়ে ‘তুঝকো না দুলহা বনুঙ্গি’ গানে নাচছিলেন বর। এদিকে কনে যেন কিছু একটা আঁচ করতে পেরেছিলেন। এরপর বিষয়টা খতিয়ে দেখে তাঁর বুঝতে আর দেরি হয়নি যে, হবু বর মদ্যপান করে এসেছেন। আর বিষয়টা বুঝতে পেরেই পত্রপাঠ বিয়ে বাতিল করে দেন কনে।

মালাবদলের সময় ঠিক ভাবে দাঁড়াতে পারছিলেন না বর; মঞ্চ থেকে সটান নেমে গিয়ে বিয়ে করতে বেঁকে বসলেন কনে
মালাবদলের সময় ঠিক ভাবে দাঁড়াতে পারছিলেন না বর; মঞ্চ থেকে সটান নেমে গিয়ে বিয়ে করতে বেঁকে বসলেন কনে
দেবেন্দ্র সিং চৌহান, মইনপুরি: সেজে উঠেছিল বিয়ের আসর। বাইরে তখন এসে পৌঁছেছেন বরযাত্রীরা। উদ্দাম নাচে মত্ত বর এবং বরের বন্ধুরা। আবার জয়মালার ঠিক আগেই রীতিমতো ডিজে বাজিয়ে ‘তুঝকো না দুলহা বনুঙ্গি’ গানে নাচছিলেন বর। এদিকে কনে যেন কিছু একটা আঁচ করতে পেরেছিলেন। এরপর বিষয়টা খতিয়ে দেখে তাঁর বুঝতে আর দেরি হয়নি যে, হবু বর মদ্যপান করে এসেছেন। আর বিষয়টা বুঝতে পেরেই পত্রপাঠ বিয়ে বাতিল করে দেন কনে। উত্তর প্রদেশের মইনপুরি জেলার কারহাল থানা এলাকার গম্ভীরা গ্রামের ঘটনা।
ওই গ্রামের বাসিন্দা ব্রজেশের কন্যাকে বিয়ে করতে বরযাত্রী নিয়ে গ্রামে পৌঁছয় হবু বর। আর বরযাত্রী আসার পরে তাঁদের স্বাগত জানাতে কোনও ত্রুটি রাখেনি কনেপক্ষ। বিয়ের নিয়ম শুরু হয়। কিছু সময় পরে জয়মালা অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বরযাত্রীদের নিয়ে ডিজে বাজিয়ে নাচতে শুরু করেন হবু বর। এই সময় বরের উপর নজর পড়ে হবু স্ত্রীর। তাঁর মনে সন্দেহ দানা বাঁধে যে, বর আকণ্ঠ মদ্যপান করে রয়েছেন। বিষয়টা ভাল করে খতিয়ে দেখেন।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, জয়মালার সময় কনেকে ছাদনাতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দেখেন যে, মঞ্চের উপরেই লুটিয়ে পড়ছেন বর। ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারছেন না। এরপরেই কোনও কথা না বলে মঞ্চ থেকে নেমে আসেন কনে। মায়ের কাছে গিয়ে জানান যে, বিয়ে করতে পারবেন না। কারণ বর মদ্যপান করে রয়েছেন। এরপরেই বিয়েবাড়ির আনন্দের পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে যায়।
advertisement
বিয়েবাড়িতে উপস্থিত সকলে কনেকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু লাভের লাভ হয় না। কোনও ভাবেই কনেকে রাজি করানো যায়নি। এই ঘটনা গোটা পরিবারের সামনে আসার ফলে দু’পক্ষই বোঝানোর চেষ্টা করে তাঁকে। এমনকী পঞ্চায়েতও বসানো হয়। কিন্তু তাতেও মুখের উপর বিয়ে করতে নাকচ করে দেন কনে। ফলে কনেকে ছাড়াই বরযাত্রী নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হন বর।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মালাবদলের সময় ঠিক ভাবে দাঁড়াতে পারছিলেন না বর; মঞ্চ থেকে সটান নেমে গিয়ে বিয়ে করতে বেঁকে বসলেন কনে !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement