স্পার্ম কাউন্ট কমছে? সমস্যা দূর করতে টানা ২১ দিন নিয়মিত সেবন করুন এই গাছের রস, ডায়াবেটিস-জন্ডিসেরও মহৌষধ
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
যেসব গাছের গুণাগুণ শুনলে চমকে যেতে হয়। এর মধ্যেই অন্যতম হল সত্যানাশী। এই ঔষধি গাছটি পুরুষদের দেহের দুর্বলতা দূর করতে তো কার্যকর বটেই। সেই সঙ্গে তা ডায়াবেটিস, জন্ডিস, পেট ব্যথা, কাশি এবং মূত্র সংক্রান্ত সমস্যা-সহ একাধিক রোগও নিরাময় করে। যদিও সত্যানাশী বললে হয়তো অনেকেই না-ও চিনতে পারেন। বাংলায় অবশ্য এর একটা নাম রয়েছে। আর সেটা হল ‘শিয়ালকাঁটা’।
আশিস কুমার, পশ্চিম চম্পারণ: ‘সত্যানাশী’ শব্দটার মধ্যে নেতিবাচকতার একটা প্রতিফলন রয়েছে। অথচ অনেকেই হয়তো জানেন না, এই নামে একটা গাছ রয়েছে। যা পুরুষদের জীবনের জন্য আশীর্বাদ হতে পারে। প্রাচীন আয়ুর্বেদে অসংখ্য ঔষধি গাছের কথা লিপিবদ্ধ করা রয়েছে। যেসব গাছের গুণাগুণ শুনলে চমকে যেতে হয়। এর মধ্যেই অন্যতম হল সত্যানাশী। এই ঔষধি গাছটি পুরুষদের দেহের দুর্বলতা দূর করতে তো কার্যকর বটেই। সেই সঙ্গে তা ডায়াবেটিস, জন্ডিস, পেট ব্যথা, কাশি এবং মূত্র সংক্রান্ত সমস্যা-সহ একাধিক রোগও নিরাময় করে। যদিও সত্যানাশী বললে হয়তো অনেকেই না-ও চিনতে পারেন। বাংলায় অবশ্য এর একটা নাম রয়েছে। আর সেটা হল শিয়ালকাঁটা।
advertisement
আয়ুর্বেদাচার্য ভুবনেশ পাণ্ডে বলেন, মূলত হিমালয়ের পার্বত্য অঞ্চলে এই গাছটি পাওয়া যায়। তবে গোটা দেশের শুষ্ক অংশে এই গাছের দেখা মেলে। কিন্তু কীভাবে চেনা যাবে এই গাছ। আসলে এই গাছের দেহে রয়েছে অসংখ্য কাঁটা। আর এর ফুলগুলি হলুদ রঙের হয়। আর সেই ফুলের ভিতরেই থাকে গাঢ় রঙের বীজ। সত্যনাশী ছাড়াও গাছটির আরও নাম রয়েছে। এর আর এক নাম হল স্বর্ণক্ষিরি। এই নামের পিছনে অবশ্য একটি কারণও রয়েছে। আসলে এই গাছ ভাঙলে তা থেকে নিঃসৃত হয় হলুদ রঙের দুধের মতো এক পদার্থ।
advertisement
এর মধ্যেই রয়েছে বিভিন্ন উপকারী উপাদান। সাধারণত অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-ডায়াবেটিক, অ্যানালজেসিক, অ্যান্টি-ইনফ্লেমেটপি, অ্যান্টিস্প্যাজমোডিক এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হয় এই গাছ। আর আয়ুর্বেদশাস্ত্রে বলা হয়েছে যে, ওই গাছের প্রায় সমস্ত অংশই বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। যেমন - সত্যানাশী থেকে নিঃসৃত দুধ, পাতার রস, বীজের তেল, গাছের পাতা বাটা ইত্যাদি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement