স্পার্ম কাউন্ট কমছে? সমস্যা দূর করতে টানা ২১ দিন নিয়মিত সেবন করুন এই গাছের রস, ডায়াবেটিস-জন্ডিসেরও মহৌষধ

Last Updated:
যেসব গাছের গুণাগুণ শুনলে চমকে যেতে হয়। এর মধ্যেই অন্যতম হল সত্যানাশী। এই ঔষধি গাছটি পুরুষদের দেহের দুর্বলতা দূর করতে তো কার্যকর বটেই। সেই সঙ্গে তা ডায়াবেটিস, জন্ডিস, পেট ব্যথা, কাশি এবং মূত্র সংক্রান্ত সমস্যা-সহ একাধিক রোগও নিরাময় করে। যদিও সত্যানাশী বললে হয়তো অনেকেই না-ও চিনতে পারেন। বাংলায় অবশ্য এর একটা নাম রয়েছে। আর সেটা হল ‘শিয়ালকাঁটা’।
1/9
আশিস কুমার, পশ্চিম চম্পারণ: ‘সত্যানাশী’ শব্দটার মধ্যে নেতিবাচকতার একটা প্রতিফলন রয়েছে। অথচ অনেকেই হয়তো জানেন না, এই নামে একটা গাছ রয়েছে। যা পুরুষদের জীবনের জন্য আশীর্বাদ হতে পারে। প্রাচীন আয়ুর্বেদে অসংখ্য ঔষধি গাছের কথা লিপিবদ্ধ করা রয়েছে। যেসব গাছের গুণাগুণ শুনলে চমকে যেতে হয়। এর মধ্যেই অন্যতম হল সত্যানাশী। এই ঔষধি গাছটি পুরুষদের দেহের দুর্বলতা দূর করতে তো কার্যকর বটেই। সেই সঙ্গে তা ডায়াবেটিস, জন্ডিস, পেট ব্যথা, কাশি এবং মূত্র সংক্রান্ত সমস্যা-সহ একাধিক রোগও নিরাময় করে। যদিও সত্যানাশী বললে হয়তো অনেকেই না-ও চিনতে পারেন। বাংলায় অবশ্য এর একটা নাম রয়েছে। আর সেটা হল শিয়ালকাঁটা।
আশিস কুমার, পশ্চিম চম্পারণ: ‘সত্যানাশী’ শব্দটার মধ্যে নেতিবাচকতার একটা প্রতিফলন রয়েছে। অথচ অনেকেই হয়তো জানেন না, এই নামে একটা গাছ রয়েছে। যা পুরুষদের জীবনের জন্য আশীর্বাদ হতে পারে। প্রাচীন আয়ুর্বেদে অসংখ্য ঔষধি গাছের কথা লিপিবদ্ধ করা রয়েছে। যেসব গাছের গুণাগুণ শুনলে চমকে যেতে হয়। এর মধ্যেই অন্যতম হল সত্যানাশী। এই ঔষধি গাছটি পুরুষদের দেহের দুর্বলতা দূর করতে তো কার্যকর বটেই। সেই সঙ্গে তা ডায়াবেটিস, জন্ডিস, পেট ব্যথা, কাশি এবং মূত্র সংক্রান্ত সমস্যা-সহ একাধিক রোগও নিরাময় করে। যদিও সত্যানাশী বললে হয়তো অনেকেই না-ও চিনতে পারেন। বাংলায় অবশ্য এর একটা নাম রয়েছে। আর সেটা হল শিয়ালকাঁটা।
advertisement
2/9
আয়ুর্বেদাচার্য ভুবনেশ পাণ্ডে বলেন, মূলত হিমালয়ের পার্বত্য অঞ্চলে এই গাছটি পাওয়া যায়। তবে গোটা দেশের শুষ্ক অংশে এই গাছের দেখা মেলে। কিন্তু কীভাবে চেনা যাবে এই গাছ। আসলে এই গাছের দেহে রয়েছে অসংখ্য কাঁটা। আর এর ফুলগুলি হলুদ রঙের হয়। আর সেই ফুলের ভিতরেই থাকে গাঢ় রঙের বীজ। সত্যনাশী ছাড়াও গাছটির আরও নাম রয়েছে। এর আর এক নাম হল স্বর্ণক্ষিরি। এই নামের পিছনে অবশ্য একটি কারণও রয়েছে। আসলে এই গাছ ভাঙলে তা থেকে নিঃসৃত হয় হলুদ রঙের দুধের মতো এক পদার্থ।
আয়ুর্বেদাচার্য ভুবনেশ পাণ্ডে বলেন, মূলত হিমালয়ের পার্বত্য অঞ্চলে এই গাছটি পাওয়া যায়। তবে গোটা দেশের শুষ্ক অংশে এই গাছের দেখা মেলে। কিন্তু কীভাবে চেনা যাবে এই গাছ। আসলে এই গাছের দেহে রয়েছে অসংখ্য কাঁটা। আর এর ফুলগুলি হলুদ রঙের হয়। আর সেই ফুলের ভিতরেই থাকে গাঢ় রঙের বীজ। সত্যনাশী ছাড়াও গাছটির আরও নাম রয়েছে। এর আর এক নাম হল স্বর্ণক্ষিরি। এই নামের পিছনে অবশ্য একটি কারণও রয়েছে। আসলে এই গাছ ভাঙলে তা থেকে নিঃসৃত হয় হলুদ রঙের দুধের মতো এক পদার্থ।
advertisement
3/9
এর মধ্যেই রয়েছে বিভিন্ন উপকারী উপাদান। সাধারণত অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-ডায়াবেটিক, অ্যানালজেসিক, অ্যান্টি-ইনফ্লেমেটপি, অ্যান্টিস্প্যাজমোডিক এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হয় এই গাছ। আর আয়ুর্বেদশাস্ত্রে বলা হয়েছে যে, ওই গাছের প্রায় সমস্ত অংশই বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। যেমন - সত্যানাশী থেকে নিঃসৃত দুধ, পাতার রস, বীজের তেল, গাছের পাতা বাটা ইত্যাদি।
এর মধ্যেই রয়েছে বিভিন্ন উপকারী উপাদান। সাধারণত অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-ডায়াবেটিক, অ্যানালজেসিক, অ্যান্টি-ইনফ্লেমেটপি, অ্যান্টিস্প্যাজমোডিক এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হয় এই গাছ। আর আয়ুর্বেদশাস্ত্রে বলা হয়েছে যে, ওই গাছের প্রায় সমস্ত অংশই বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। যেমন - সত্যানাশী থেকে নিঃসৃত দুধ, পাতার রস, বীজের তেল, গাছের পাতা বাটা ইত্যাদি।
advertisement
4/9
কাশির দাওয়াই: আয়ুর্বেদাচার্যের মতে, ক্রনিক কাশি সারাতে এর জুড়ি মেলা ভার। সত্যানাশী গাছের মূল সেদ্ধ করে একটি ক্বাথ বানাতে হবে। সেটাই সকাল এবং সন্ধ্যায় পান করলে কাশি থেকে মুক্তি মিলবে।
কাশির দাওয়াই: আয়ুর্বেদাচার্যের মতে, ক্রনিক কাশি সারাতে এর জুড়ি মেলা ভার। সত্যানাশী গাছের মূল সেদ্ধ করে একটি ক্বাথ বানাতে হবে। সেটাই সকাল এবং সন্ধ্যায় পান করলে কাশি থেকে মুক্তি মিলবে।
advertisement
5/9
মূত্রজনিত সমস্যা: মূত্রত্যাগের সময় কোনও সমস্যা দেখা দিলে সত্যানাশী গাছের রস খেলে সেই সমস্যা দ্রুত দূর হবে।
মূত্রজনিত সমস্যা: মূত্রত্যাগের সময় কোনও সমস্যা দেখা দিলে সত্যানাশী গাছের রস খেলে সেই সমস্যা দ্রুত দূর হবে।
advertisement
6/9
ডায়াবেটিস: সত্যানাশী গাছ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম। ফলে ডায়াবেটিস তাড়াতে এই গাছের পাতা ব্যবহার করা যাবে।
ডায়াবেটিস: সত্যানাশী গাছ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম। ফলে ডায়াবেটিস তাড়াতে এই গাছের পাতা ব্যবহার করা যাবে।
advertisement
7/9
পুরুষত্বহীনতার সমস্যা: এই সমস্যা বহু কারণে হয়ে থাকে। শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া এর অন্যতম প্রধান কারণ। আর শুক্রাণুর সংখ্যা বাড়াতে দারুণ কার্যকর সত্যানাশী। যাঁরা এই সমস্যার কারণে সন্তানহীনতার কষ্টে ভুগছেন, তাঁরা সত্যানাশী গাছ সেবন করতে পারেন। নিয়মিত এটা সেবন করলে ২১ দিনের মধ্যে সমস্যা দূর হয়।
পুরুষত্বহীনতার সমস্যা: এই সমস্যা বহু কারণে হয়ে থাকে। শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া এর অন্যতম প্রধান কারণ। আর শুক্রাণুর সংখ্যা বাড়াতে দারুণ কার্যকর সত্যানাশী। যাঁরা এই সমস্যার কারণে সন্তানহীনতার কষ্টে ভুগছেন, তাঁরা সত্যানাশী গাছ সেবন করতে পারেন। নিয়মিত এটা সেবন করলে ২১ দিনের মধ্যে সমস্যা দূর হয়।
advertisement
8/9
ত্বকের রোগ: সত্যানাশী গাছে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াধর্মী উপাদান। যা ত্বকের সংক্রমণ দূর করতে সাহায্য করে।
ত্বকের রোগ: সত্যানাশী গাছে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াধর্মী উপাদান। যা ত্বকের সংক্রমণ দূর করতে সাহায্য করে।
advertisement
9/9
জন্ডিস: জন্ডিসের মতো বিপজ্জনক রোগের ক্ষেত্রে যেন মহৌষধ হতে পারে সত্যানাশী গাছ। জন্ডিসে আক্রান্ত হলে গিলয়ের রসের সঙ্গে সত্যানাশী গাছের তেল মিশিয়ে সেবন করলে রোগ দূর হয়। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
জন্ডিস: জন্ডিসের মতো বিপজ্জনক রোগের ক্ষেত্রে যেন মহৌষধ হতে পারে সত্যানাশী গাছ। জন্ডিসে আক্রান্ত হলে গিলয়ের রসের সঙ্গে সত্যানাশী গাছের তেল মিশিয়ে সেবন করলে রোগ দূর হয়। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement