১.৫ লাখ খরচ করে বাইক কেনার চেয়ে সস্তার এই গাড়ি কেনা ভাল, ৩০ কিমি মাইলেজ, প্রতি মরশুমে নিরাপদ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Affordable Used Car Better Than Bike: ১.৫ থেকে ২ লাখ টাকা খরচ করলে, বাইকের বদলে ভাল মাইলেজের সেকেন্ডহ্যান্ড গাড়ি নয় কেন?
কলকাতা: বাইকের দাম প্রতিদিন বাড়ছে। স্কুটারেরও একই অবস্থা। ১২৫ সিসি-র বাইক বা স্কুটার কিনতে গেলে কমপক্ষে ১ লাখ টাকা বের করতে হবে। আর ১৫০ সিসি-র কথা ভাবলে ১.৪০ লক্ষ থেকে ১.৫০ লক্ষ টাকা। টু-হুইলারের সবচেয়ে বড় সমস্যা হল, আবহাওয়া ভেদে গড়বড় হওয়ার সম্ভাবনা থাকে। শীত, গ্রীষ্ম বা বর্ষাকালে হামেশাই মেরামতির প্রয়োজন হয়। তা ছাড়া দূষণও একটা বড় সমস্যা। অন্য দিকে, আজকাল কম বাজেটের গাড়িতেও এয়ার ফিল্টার থাকছে।
টু-হুইলার যত দামিই হোক না কেন, যাত্রীদের নিরাপত্তা গাড়ির চেয়ে কম। গাড়িতে এয়ার ব্যাগ থাকে। দুর্ঘটনার সময় যাত্রীকে রক্ষা করে। কিন্তু বাইক বা স্কুটারে এই সুবিধা নেই। তা ছাড়া ১.৫ থেকে ২ লাখ টাকা খরচ করলে, বাইকের বদলে ভাল মাইলেজের সেকেন্ডহ্যান্ড গাড়ি নয় কেন? এত টাকা দিয়ে বাইক কেনার চেয়ে চারচাকা অনেক ভাল।
advertisement
advertisement
বাইকের বাজেটে কেনা যায় এই গাড়ি: ১ থেকে ১.৫ লাখ টাকায় পাওয়া যাচ্ছে মারুতি সুজুকি অল্টো-র সেকেন্ডহ্যান্ড মডেল। এই গাড়ির বিশেষত্ব হল, চমৎকার মাইলেজ। রক্ষণাবেক্ষণের খরচও কম। পেট্রোলে চলে। এক লিটারে ২২ থেকে ২৫ কিমি এবং সিএনজিতে ৩০ থেকে ৩২ কিমি মাইলেজ দেয়। মজার কথা হল, ১৫০ সিসি বাইকেও একই মাইলেজ পাওয়া যায়। অল্টোর রানিং খরচও কম। সার্ভিস এবং যন্ত্রাংশও সস্তায় পাওয়া যায়।
advertisement
ইঞ্জিন: মারুতি অল্টো ৮০০-তে মাত্র ৮০০ সিসি-র ইঞ্জিন রয়েছে। কিন্তু পারফরম্যান্স চমৎকার। কোম্পানি আকারে ছোট এবং ওজনে হালকা ইঞ্জিন টিউন করেছে। এই ইঞ্জিন ৪৮ বিএইচপি শক্তি এবং ৬৯ এনএম টর্ক উৎপন্ন করে। মৌলিক বৈশিষ্ট সহ ৫ স্পিড গিয়ারবক্স রয়েছে। বর্তমানে মারুতি আর অল্টো ৮০০ মডেল তৈরি করে না। তবে সেকেন্ডহ্যান্ড বাজারে এই মডেল এখনও পাওয়া যায়।
advertisement
অল্টোর বৈশিষ্ট: অল্টোতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। সম্পূর্ণ কি-লেস এবং সামনে থাকছে পাওয়ার উইন্ডো। নিরাপত্তার দিক থেকে, এতে ডুয়াল ফ্রন্ট এয়ার ব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর এবং এবিএস-এর মতো বৈশিষ্ট্যও রয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 15, 2023 10:06 AM IST