#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে গোটা দেশ আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে ৷ এখন বেশির ভাগ মানুষই সেভিংস করার একাধিক উপায় খুঁজছেন ৷ নিজের পাশাপাশি সন্তানদের ভবিষ্যতের জন্য সেভিংস করে রাখাও অত্যন্ত জরুরি ৷ ভবিষ্যতে বাচ্চাদের প্রয়োজন যাতে পূরণ করতে পারেন, তার জন্য এখন থেকেই এই স্কিমগুলিতে ইনভেস্ট করতে পারেন ৷
সুকন্য সমৃদ্ধি যোজনা- এই যোজনায় মেয়ের ১০ বছর বয়সের মধ্যে তার বাবা-মা বা অভিভাবক এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ যে কোনও সরকারি ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ব্রাঞ্চে খুলতে পারবেন ৷ বর্তমানে এই যোজনায় ৭.৬ শতাংশের হিসেবে সুদ দেওয়া হচ্ছে ৷ এখানে বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতে হবে, অধিকতম ১.৫০ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷ আয়কর নিয়মের ৮০সি অনুযায়ী এখানে ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ অ্যাকাউন্ট খোলার পর থেকে ১৫ বছরের জন্য ইনভেস্ট করতে হয় ৷ কিন্তু ম্যাচিউর ২১ বছরে হয়৷
পাবলিক প্রোভিডেন্ট ফান্ডেও আপনি সন্তানের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে পারেন ৷ এটি অত্যন্ত জনপ্রিয় একটি যোজনা ৷ ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন৷ এখানে বর্তমানে ৭.১ শতাংশ হিসেবে সুদ দেওয়া হচ্ছে ৷ পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচিউরিটি পিরিয়ড ১৫ বছরের ৷ বছরে সর্বাধিক ১.৫০ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ বেশি ইনভেস্ট করলেও কেবল ১.৫০ টাকার উপরেই সুদ পাবেন ৷ আপনার দু'টি সন্তান হলে দু'টি আলাদা পিপিএফ অ্যাকাউন্ট খুলে ৩ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ৷ ১৫ বছর পর অ্যাকাউন্ট থেকে পুরো টাকা তুলতে পারবেন বা ৫-৫ বছরের জন্য ইনভেস্ট করতে পারেন ৷
ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড- মিউচ্যুয়াল ফান্ডে ভাল রিটার্ন পেতে হলে বেশি সময়ের জন্য ইনভেস্ট করতে হবে ৷ SIP এর মাধ্যমে কিস্তিতে ইনভেস্ট করতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mutual Funds, PPF, Sukanya Samriddhi Yojona