হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
সন্তানের জন্য আজ থেকেই শুরু করুন সেভিংস, দেখে নিন কোন স্কিম সবচেয়ে লাভজনক

সন্তানের জন্য আজ থেকেই শুরু করুন সেভিংস, দেখে নিন কোন স্কিম সবচেয়ে লাভজনক

এই যোজনায় মেয়ের ১০ বছর বয়সের মধ্যে তার বাবা-মা বা অভিভাবক এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে গোটা দেশ আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে ৷ এখন বেশির ভাগ মানুষই সেভিংস করার একাধিক উপায় খুঁজছেন ৷ নিজের পাশাপাশি সন্তানদের ভবিষ্যতের জন্য সেভিংস করে রাখাও অত্যন্ত জরুরি ৷ ভবিষ্যতে বাচ্চাদের প্রয়োজন যাতে পূরণ করতে পারেন, তার জন্য এখন থেকেই এই স্কিমগুলিতে ইনভেস্ট করতে পারেন ৷

সুকন্য সমৃদ্ধি যোজনা- এই যোজনায় মেয়ের ১০ বছর বয়সের মধ্যে তার বাবা-মা বা অভিভাবক এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ যে কোনও সরকারি ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ব্রাঞ্চে খুলতে পারবেন ৷ বর্তমানে এই যোজনায় ৭.৬ শতাংশের হিসেবে সুদ দেওয়া হচ্ছে ৷ এখানে বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতে হবে, অধিকতম ১.৫০ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷ আয়কর নিয়মের ৮০সি অনুযায়ী এখানে ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ অ্যাকাউন্ট খোলার পর থেকে ১৫ বছরের জন্য ইনভেস্ট করতে হয় ৷ কিন্তু ম্যাচিউর ২১ বছরে হয়৷

পাবলিক প্রোভিডেন্ট ফান্ডেও আপনি সন্তানের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে পারেন ৷ এটি অত্যন্ত জনপ্রিয় একটি যোজনা ৷ ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন৷ এখানে বর্তমানে ৭.১ শতাংশ হিসেবে সুদ দেওয়া হচ্ছে ৷ পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচিউরিটি পিরিয়ড ১৫ বছরের ৷ বছরে সর্বাধিক ১.৫০ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ বেশি ইনভেস্ট করলেও কেবল ১.৫০ টাকার উপরেই সুদ পাবেন ৷ আপনার দু'টি সন্তান হলে দু'টি আলাদা পিপিএফ অ্যাকাউন্ট খুলে ৩ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ৷ ১৫ বছর পর অ্যাকাউন্ট থেকে পুরো টাকা তুলতে পারবেন বা ৫-৫ বছরের জন্য ইনভেস্ট করতে পারেন ৷

ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড- মিউচ্যুয়াল ফান্ডে ভাল রিটার্ন পেতে হলে বেশি সময়ের জন্য ইনভেস্ট করতে হবে ৷ SIP এর মাধ্যমে কিস্তিতে ইনভেস্ট করতে পারবেন ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Mutual Funds, PPF, Sukanya Samriddhi Yojona