২৮ টাকায় পেয়ে যাবেন ৪ লক্ষ টাকার সুবিধা, দেখে নিন কী এই বিশেষ স্কিম....

Last Updated:

জনধন অ্যাকাউন্ট হোল্ডাররা ফ্রি-তে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা-

#নয়াদিল্লি: গ্রাহকদের একাধিক আকর্ষণীয় সুবিধা দিচ্ছে কানাড়া ব্যাঙ্ক ৷ তবে অনেকেই এই সুবিধা সম্পর্কে ওয়াকিবহল নন ৷ এরকম একটি বিশেষ স্কিম রয়েছে ব্যাঙ্কের যেখানে মাসে মাত্র ২৮.৫ টাকা জমা করে পেয়ে যেতে পারেন পুরো ৪ লক্ষ টাকার সুবিধা ৷
ব্যাঙ্ক দিচ্ছে ৪ লক্ষ টাকার এই সুবিধা
৪ লক্ষ টাকার বেনিফিট নেওয়ার জন্য আপনাকে সরকারের দুটি যোজনায় ইনভেস্ট করতে হবে ৷ এই স্কিম হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY)৷ এই স্কিমে অত্যন্ত সামান্য টাকা ইনভেস্ট করতে হবে ৷ দুটি স্কিম মিলিয়ে বছরে মাত্র ৩৪২ টাকা জমা করতে হবে ৷
advertisement
advertisement
PMJJBY-তে মাত্র ৩৩০ টাকা বছরে দিয়ে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় (PMJJBY) বছরে ৩৩০ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ এই যোজনায় পলিসি হোল্ডার পেয়ে যাবেন লাইফ কভার পেয়ে যাবেন ৷ পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে গেলে তাহলে তাঁর পরিবার পেয়ে যাবে ২ লক্ষ টাকা ৷ প্রিমিয়ামের টাকা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে ইসিএস-এর মাধ্যমে কেটে নেওয়া হবে ৷
advertisement
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা-
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় (Pradhan Mantri Suraksha Bima Yojana PMSBY) অনেকটাই কম প্রিমিয়ামে জীবন বিমা দিয়ে থাকে ৷ কেন্দ্র সরকারের তরফে PMSBY এমন একটি স্কিম যেখানে মাত্র ১২ টাকায় ২ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভার পাওয়া যায় ৷
জনধন অ্যাকাউন্ট হোল্ডাররা ফ্রি-তে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা
ব্যাঙ্কের তরফে জনধন গ্রাহকদের এই সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ ব্যাঙ্ক জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের ২ লক্ষ টাকার একটি অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স কভার দিয়ে থাকে ৷
advertisement
অটল পেনশন যোজনা-
কম ইনভেস্ট করে গ্যারেন্টিড পেনশনের জন্য কেন্দ্র সরকারের তরফে অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) শুরু করা হয়েছে ৷ অটল পেনশন যোজনায় সরকার মাসে ১০০০ থেকে ৫০০০ টাকার পেনশন দিয়ে থাকে ৷ সরকারের এই স্কিম ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যেতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২৮ টাকায় পেয়ে যাবেন ৪ লক্ষ টাকার সুবিধা, দেখে নিন কী এই বিশেষ স্কিম....
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement