Gold Price Today: মহাসপ্তমীতে ফের বাড়ল সোনার দাম, সস্তা হল রুপো

Last Updated:
আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম বেড়ে ১৭৫৭ ডলার প্রতি আউন্স হয়েছে ৷
1/4
ভারতীয় সরাফা বাজারে মঙ্গলবার অর্থাৎ ১২ অক্টোবর ২০২১ ফের দাম বাড়ল সোনার (Gold Price Today) ৷ অন্যদিকে, সস্তা হয়েছে রুপো ৷ সোমবার দিল্লির সরাফা বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৬,১৫৭ টাকায় বন্ধ হয়েছিল ৷ রুপোর দাম ছিল প্রতি কিলোগ্রামে ৬০,৪৮৯ টাকা ৷ সরাফা বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম বেড়েছে ৷ তবে আন্তর্জাতিক বাজারে রুপোর দামে বিশেষ কোনও বদল হয়নি ৷
ভারতীয় সরাফা বাজারে মঙ্গলবার অর্থাৎ ১২ অক্টোবর ২০২১ ফের দাম বাড়ল সোনার (Gold Price Today) ৷ অন্যদিকে, সস্তা হয়েছে রুপো ৷ সোমবার দিল্লির সরাফা বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৬,১৫৭ টাকায় বন্ধ হয়েছিল ৷ রুপোর দাম ছিল প্রতি কিলোগ্রামে ৬০,৪৮৯ টাকা ৷ সরাফা বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম বেড়েছে ৷ তবে আন্তর্জাতিক বাজারে রুপোর দামে বিশেষ কোনও বদল হয়নি ৷
advertisement
2/4
সোনার নতুন দাম-  দিল্লির সরাফা বাজারে মঙ্গলবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ১২৯ টাকা বেড়েছে ৷ দিল্লিতে ৯৯.৯ শতাংশ শুদ্ধতার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৬,২৮৬ টাকায় বন্ধ হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম বেড়ে ১৭৫৭ ডলার প্রতি আউন্স হয়েছে ৷
সোনার নতুন দাম- দিল্লির সরাফা বাজারে মঙ্গলবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ১২৯ টাকা বেড়েছে ৷ দিল্লিতে ৯৯.৯ শতাংশ শুদ্ধতার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৬,২৮৬ টাকায় বন্ধ হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম বেড়ে ১৭৫৭ ডলার প্রতি আউন্স হয়েছে ৷
advertisement
3/4
রুপোর নতুন দাম-   অন্যদিকে, রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ দিল্লির সরাফা বাজারে মঙ্গলবার রুপোর দাম ১২০ টাকা কমে প্রতি কিলোগ্রামে ৬০,৩৬৯ টাকা হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে এদিন রুপোর দাম বড় বদল দেখা যায়নি ৷ রুপোর দাম ছিল ২২.৫৬ ডলার প্রতি আউন্স ৷
রুপোর নতুন দাম- অন্যদিকে, রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ দিল্লির সরাফা বাজারে মঙ্গলবার রুপোর দাম ১২০ টাকা কমে প্রতি কিলোগ্রামে ৬০,৩৬৯ টাকা হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে এদিন রুপোর দাম বড় বদল দেখা যায়নি ৷ রুপোর দাম ছিল ২২.৫৬ ডলার প্রতি আউন্স ৷
advertisement
4/4
IIFL সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট (কমোডিটি অ্যান্ড কারেন্সি) অনুজ গুপ্ত জানিয়েছেন, ডলার মজবুত হওয়ার কারণে সোনা ও রুপোর দামে তার প্রবাব পড়েছে ৷ তবে শুধু সোনা ও রুপো নয় ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় আগামী মাসে পেট্রোল ও ডিজেলের দামও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ এর জেরে বাড়তে চলেছে মুদ্রাস্ফীতি ৷ এর জেরে দীপাবলি পর্যন্ত সোনার দাম বেড়ে ৪৯ হাজার হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
IIFL সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট (কমোডিটি অ্যান্ড কারেন্সি) অনুজ গুপ্ত জানিয়েছেন, ডলার মজবুত হওয়ার কারণে সোনা ও রুপোর দামে তার প্রবাব পড়েছে ৷ তবে শুধু সোনা ও রুপো নয় ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় আগামী মাসে পেট্রোল ও ডিজেলের দামও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ এর জেরে বাড়তে চলেছে মুদ্রাস্ফীতি ৷ এর জেরে দীপাবলি পর্যন্ত সোনার দাম বেড়ে ৪৯ হাজার হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
advertisement