IndiGo: ট্রেনের চেয়েও কমে বিমানভাড়া ! চলছে ইন্ডিগোর দুর্দান্ত ‘সুইট সিক্সটিন’ অফার

Last Updated:

যাঁরা শুধুমাত্র আগামী ১৮ অগাস্ট, ২০২২ এবং ১৬ জুলাই, ২০২৩ তারিখে ভ্রমণের পরিকল্পনা করেছেন তাঁরাই এই সুবিধা পাবেন ৷

Representative Image
Representative Image
কলকাতা: ইন্ডিগো (IndiGo) এয়ারলাইনের ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে সমস্ত ডোমেস্টিক রুটে ‘সুইট সিক্সটিন’ ইয়ারলি অফার চালু করা হছে। এই পর্বে যাঁরাই টিকিট কাটবেন তাঁদের নামমাত্র মূল্যে টিকিট দেওয়া হবে। সমস্ত রুটের জন্য টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ১৬১৬ টাকা। এই অফারটি ৩ অগাস্ট থেকে শুরু হয়েছে এবং শেষ হবে ৫ অগাস্ট। তবে যাঁরা শুধুমাত্র আগামী ১৮ অগাস্ট, ২০২২ এবং ১৬ জুলাই, ২০২৩ তারিখে ভ্রমণের পরিকল্পনা করেছেন তাঁরাই এই সুবিধা পাবেন (IndiGo Offer)।
ইন্ডিগোর পক্ষ থেকে ইতিমধ্যেই ট্যুইট করে জানানো হয়েছে যে, ‘আমরা ইতিমধ্যেই আমাদের যাত্রীদের জন্য সুইট ১৬-এর অফার নিয়ে হাজির হয়েছি। মাত্র ১৬১৬ টাকা থেকে শুরু করে আপনাদের ফ্লাইট বুকিং করুন। যাঁরা ভ্রমণের পরিকল্পনা করছেন তাঁরা আর দেরি না করে টিকিট করে ফেলুন, কারণ এই অফারটি শুধুমাত্র অল্প দিনের জন্য বৈধ থাকবে। আগামী ১৮ অগাস্ট ২০২২ তারিখ থেকে ১৬ জুলাই ২০২৩ পর্যন্ত ভ্রমণের জন্য যে কোনও দিন বেছে নিন আর আনন্দঘন মুহূর্ত কাটান।’
advertisement
advertisement
ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে, এই অফারটি ৩ অগাস্ট ২০২২-এ রাত ২৩:৫৯ থেকে শুরু হবে এবং আগামী ৫ অগাস্ট ২০২২ পর্যন্ত চালু থাকবে। যাত্রীরা মাত্র ১৬১৬ টাকা থেকে শুরু করে টিকিট বুকিং করতে পারবেন। এই অফারটি শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইটের জন্যেই প্রযোজ্য।
advertisement
এই অফারের সুবিধে নিতে ফ্লাইটে ওঠার কমপক্ষে ১৫ দিন আগে করা বুকিং করতে হবে। প্রসঙ্গত যাত্রীদের জানিয়ে রাখা দরকার, ফ্লাইটের তারিখ কোনও ভাবেই ১৮ অগাস্ট, ২০২২-এর আগে এবং ১৬ জুলাই, ২০২৩-এর পরে হলে চলবে না।
advertisement
তবে এখনও পর্যন্ত এই অফারের অধীনে ফ্লাইটের আসন সংখ্যা প্রকাশ করেনি কোম্পানি। সংস্থার পক্ষ থেকে শুধু জানানো হয়েছে যে, "আপাতত অফারটির অধীনে সীমিত ইনভেন্টরি উপলব্ধ রয়েছে, তাই ইন্ডিগোর বিবেচনার ভিত্তিতে এবং আসনের ভিত্তিতে গ্রাহকদের ছাড় দেওয়া হবে।"
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IndiGo: ট্রেনের চেয়েও কমে বিমানভাড়া ! চলছে ইন্ডিগোর দুর্দান্ত ‘সুইট সিক্সটিন’ অফার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement