Independence Day: দলীয় তহবিল থেকে জাতীয় পতাকা বিতরণের উদ্যোগ, 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিকে সামনে রেখে জনসংযোগে বঙ্গ বিজেপি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলার ঘরে ঘরে জাতীয় পতাকা লাগানোর আবেদন।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: প্রধানমন্ত্রীর আবেদন মত সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতাকর্মীদের ডিপি বদল নজরে এসেছে। এবার ১৩ থেকে
১৫ অগাস্ট পর্যন্ত 'হর ঘর তেরঙা' কর্মসূচি রুপায়নে উদ্যোগী বঙ্গ বিজেপি। সূত্রের খবর, দলীয় তহবিলের টাকায় বাজার থেকে জাতীয় পতাকা কিনে তা সাধারণ মানুষকে বিতরণ করা হবে।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব' কর্মসূচি পালন করছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে স্বাধীনতা দিবসের বেশ কিছুদিন আগে থেকেই 'হর ঘর তেরঙা' কর্মসূচিকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বাংলাতেও প্রতিটি ঘরে ঘরে যাতে ১৩ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত জাতীয় পতাকা লাগানো থাকে সে ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য, বাংলার প্রতিটি মানুষের মনে দেশপ্রেম আরও জাগ্রত করার তাগিদেই সবাইকে এই কর্মসূচির আওতায় আনা।’’
advertisement
advertisement
গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্যুইট করে আবেদন করে বলেন, 'প্রতিটি বাড়িতে যেন তেরঙ্গা উত্তোলন হয়। প্রধানমন্ত্রী মোদি তাঁর ট্যুইটে বলেছেন, ‘‘এই বছর আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছি। আসুন প্রতিটি ঘরে ঘরে তেরঙ্গা আন্দোলনকে শক্তিশালী করি। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হবে 'আজাদি কা অমৃত মহোৎসব।’’
advertisement
গত রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেও দেশবাসীর উদ্দেশ্যে তাঁর বিশেষ আর্জি, ‘‘আগামী ২ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত সকল নাগরিক নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার বদলে ফেলুন। বদলে ব্যবহার করুন তেরঙ্গা পতাকার ছবি।’’ এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইল পিকচার থেকে কভার ফটোয় দেখা মিলছে জাতীয় পতাকার। আর এরই মধ্যে ১৩ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত কেন্দ্রের 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচিকে বাস্তব রূপ দিতে আসরে নেমে পড়েছে বঙ্গ বিজেপি।
advertisement
রাজ্য বিজেপির পক্ষ থেকে বাংলার প্রতিটি ঘরে যাতে নির্দিষ্ট দিনে সবাই জাতীয় পতাকা লাগান সে ব্যাপারে আবেদন জানানো হয়। দলীয় তহবিল থেকে জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে এই ফাঁকে একপ্রস্থ জনসংযোগও করে নিতে চাইছে বাংলার পদ্ম শিবির বলে মত রাজনৈতিক মহলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2022 12:13 PM IST