Tapas Roy on Partha Chatterjee: পার্থ তদন্তে যা উঠে আসছে তা হজম করা কষ্টকর হচ্ছে...বিস্ফোরক তাপস রায়!

Last Updated:

ষড়যন্ত্র নিয়ে আগেই তোপ দেগেছিলেন তাপস রায় ৷ 

আবীর ঘোষাল, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে দলের একাংশের মধ্যেই কি তীব্র ক্ষোভ দানা বেঁধে ছিল। প্রতিদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে উঠে আসছে একাধিক তথ্য। আর তাতেই বিস্ময় প্রকাশ করছেন তৃণমূলে এক সময়ে থাকা তার সতীর্থরা ৷ দলের অন্যতম প্রবীণ নেতা তাপস রায় (Tapas Roy) জানিয়েছেন, ‘‘প্রতিদিন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তদন্তে যা উঠে আসছে তা হজম করা কষ্টকর হচ্ছে।’’
ইতিমধ্যেই শান্তিনিকেতন, কলকাতায় একাধিক ফ্ল্যাট, বাংলো। প্রচুর পরিমাণের ব্যাঙ্ক ও এলআইসি তদন্তে রোজ নয়া নয়া তথ্য উঠে আসছে।ইডি সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে ১ নভেম্বর খোলা হয়েছিল অপা ইউটিলিটিজ সার্ভিসেস, যেখানে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়-দু’জনেরই শেয়ার ছিল। জিজ্ঞাসাবাদে অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তদন্তকারীদের পক্ষ থেকে দেখা হচ্ছে। গত ৯ বছরে তারা কী কী কাজ করেছেন এই পার্টনারশিপ, এর মাধ্যমেই চারটি ফ্ল্যাট কেনার হদিশ পাওয়া গিয়েছিল। নতুন করে আবার জিজ্ঞাসাবাদ করা হবে এ বিষয়ে। ইডি মনে করছে, জিজ্ঞাসাবাদে আরও নতুন বেশ কয়েকটি ফ্ল্যাটের হদিশ মিলতে পারে।
advertisement
advertisement
ইডি সূত্রে খবর, অপা ইউটিলিটিজ কোম্পানির ডিড দেখে তদন্তকারীরা জানতে পেরেছে, ২০১২ সালের নভেম্বর মাসে এই পার্টনারশিপ কোম্পানি তৈরি হয়েছিল এবং নিয়মিত এই কোম্পানির ব্যালেন্স শিট জমা দিয়ে ইনকাম ট্যাক্স জমা দিত। গত ৯ বছর ধরে কীভাবে কাজ করেছে এই সংস্থা, সেই সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে এই কোম্পানির কথা সামনে আসে ইডি আধিকারিকদের।
advertisement
ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেখে ব্যাঙ্ক কর্তৃপক্ষ থেকে সমস্ত নথি চাওয়া হয়েছে। তদন্তকারীকে মনে করছে এই কোম্পানি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে আরও বেশ কিছু সম্পত্তি এবং ফ্ল্যাটের হদিশ মিলতে পারে। পশ্চিমবঙ্গজুড়ে এখন অন্যতম আলোচিত চরিত্রের নাম অর্পিতা মুখোপাধ্যায়। মডেলিং-অভিনয় জগত থেকে আচমকাই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠা ৷ রাতারাতি বদলে গিয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tapas Roy on Partha Chatterjee: পার্থ তদন্তে যা উঠে আসছে তা হজম করা কষ্টকর হচ্ছে...বিস্ফোরক তাপস রায়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement