আবীর ঘোষাল, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ইস্যুতে এবার বিস্ফোরক বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায় (Tapas Roy)৷ এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তাপস রায় জানিয়েছেন, ‘‘ষড়যন্ত্র, ষড়যন্ত্র না বলে, ও তদন্তকারী সংস্থা বা আদালতের সামনে তা বলে দিচ্ছে না কেন। আসলে ও সারাজীবন অনেক ষড়যন্ত্রের সঙ্গে নিজেই যুক্ত ছিল বলে এখানে ষড়যন্ত্রের ভূত দেখছে।’’
প্রসঙ্গত, সংবাদমাধ্যমের সামনে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের হেফাজত থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়৷ এমনও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ৷ এই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের সময় পার্থর সামনে প্রশ্ন রাখছেন ইডি-র তদন্তকারী অফিসাররা ৷ অথচ অধিকাংশ ক্ষেত্রেই আগের মতোই অধিকাংশ প্রশ্নে মুখে কুলুপ আঁটছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ নয়তো জবাব এড়িয়ে যাচ্ছেন তিনি ৷ ইডি সূত্রে অন্তত সেরকমই তথ্য উঠে আসছে ৷
সূত্রের খবর, গত কয়েকদিন পার্থ চট্টোপাধ্যায়কে কয়েক ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায়কে বলেন, ‘‘অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?’’ জবাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, 'হ্যাঁ, শুনেছি৷ এর পরেই ইডি-র তরফে প্রশ্ন করা হয়, 'এটা কি আপনার টাকা?' জবাবে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, ওই টাকা তার নয়৷
পাল্টা ইডি আধিকারিকরা প্রশ্ন করেন, 'তাহলে টাকা কার?' এবারেও সংক্ষিপ্ত জবাব দিয়ে পার্থ বলেন, 'বলতে পারব না৷' টাকার মালিকানা নিয়ে প্রশ্নের সদুত্তর না পেয়ে পার্থর তোলা ষড়যন্ত্রের অভিযোগ নিয়েই তাঁকে প্রশ্ন করেন ইডি কর্তারা৷ মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে পার্থ দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে ৷
আরও পড়ুন-ইংরেজি 'V' অক্ষর দিয়ে নাম শুরুর উপরে নির্ভর করে অনেক কিছু! একবার মিলিয়ে দেখবেন না কি?
কারা ষড়যন্ত্র করেছে, সময় মতো তাও জানা যাবে বলে দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ জিজ্ঞাসাবাদের সময় পার্থকে তদন্তকারীরা এই সূত্র ধরেই জিজ্ঞেস করেন, কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল? সূত্রের খবর, সেই প্রশ্নের কোনও জবাবই দেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ৷ পার্থ চট্টোপাধ্যায় যে তদন্তে সহযোগিতা করছেন না, প্রথম থেকেই সেই অভিযোগ ছিল ইডি-র৷ তুলনামূলক ভাবে অর্পিতা মুখোপাধ্যায়।
জিজ্ঞাসাবাদের সময় অনেক তথ্য তদন্তকারীদের জানাচ্ছেন বলেও ইডি সূত্রে দাবি করা হয়েছিল৷ প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং মুখ বন্ধ রাখার যে কৌশল পার্থ নিয়েছেন, তা নিয়ে সমস্যায় পড়েছেন ইডি কর্তারাও ৷ তাই পাল্টা স্ট্র্যাটেজি নিচ্ছে ইডি-ও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AITMC, Partha Chatterjee