Arpita Mukherjee Mother: নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম, উল্কার গতিতে আর্থিক উন্নতি অর্পিতার! সব কিছুকেই পিছনে ফেলেছে মায়ের অভিমান-হতাশা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Arpita Mukherjee Mother: কথায় আছে, কুপুত্র যদিবা হয়, কুমাতা কখনও নয়। সেই প্রবাদ বাক্য সত্যি করে বিস্ফোরক মন্তব্য করলেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায়।
অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ৫০ কোটি নগদ টাকা। সঙ্গে বৈদেশিক মুদ্রা ও কোটি টাকার সোনা! তাঁর সম্পত্তির বহর দেখে চোখ কপালে উঠেছে গোটা দেশের। মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করা, একসময়ে টলিউডে সিনেমায় পা রাখা পরবর্তীকালে নানাবিধ ব্যবসা ও বিপুল সম্পত্তি ও টাকার পাহাড়; অর্পিতার বৈভব যতটা অবাক করেছে ততটাই অবাক করেছে জরাজীর্ণ বাড়িতে থাকা তাঁর মায়ের পরিস্থিতি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মিনতিদেবী বলেন, পার্থ চট্টোপাধ্যায় বলেছেন ষড়যন্ত্রের শিকার হয়েছে। মেয়েও বলছে ফাঁসানো হয়েছে। সত্যটা বেরিয়ে আসুক। আইনের প্রতি আমার আস্থা আছে। 'মেয়েকে তো আপনি চিনতেন, এমন কাজ কী তিনি করতে পারেন বলে বিশ্বাস করেন?' প্রশ্নের উত্তরে কেটে কেটে শক্ত মুখে মিনতি মুখোপাধ্যায় শুধু বলেন, 'সত্যটা বেরিয়ে আসুক। টাকা না নিয়ে থাকলে age প্রমাণ করুক।'