Trains Cancelled: অগ্নিপথ-প্রতিবাদে ভারত বনধের জের! একগুচ্ছ ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল, দেখে নিন তালিকা!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Train Cancellation: উত্তর-পূর্ব রেলের মুখপাত্র পঙ্কজ কুমার সিং-এর মতে, ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ৩২টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
#নয়াদিল্লি: অগ্নিপথ-বিক্ষোভের আগুনের আঁচ যেন এসে লেগেছে সর্বত্রই। অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme)-এর প্রতিবাদে উন্মত্ত জনতা ভাঙচুর করেছে রেলের সম্পত্তি এবং আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে তাতে। সেটা যেন আর না-হয়, তার জন্য ইতিমধ্যেই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কিন্তু এই প্রকল্পের বিরোধিতায় আজ ভারত বনধ (Bharat Bandh) ডাকা হয়েছে। দেশ জুড়ে আবার হিংসা বা অশান্তির আঁচ যাতে ছড়িয়ে পড়তে না-পারে, তার জন্য তৎপর রাজ্যগুলি। এদিকে আজকের ডাকা ভারত বনধের ধর্না এবং বিক্ষোভের প্রভাব পড়েছে ট্রেন চলাচলের উপরেও। ট্রেন রোখার জন্য রেল লাইনে জমা হচ্ছে উত্তেজিত জনতা। আর তাই এই অবস্থায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, আবার কিছু কিছু ট্রেনের সময়সূচিতেও বদল আনা হয়েছে এবং কিছু কিছু ট্রেনের গতিপথ বদলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৩২টি ট্রেন বাতিল করেছে উত্তর-পূর্ব রেলওয়ে (North-east Railway)।
advertisement
advertisement
উত্তর-পূর্ব রেলের মুখপাত্র পঙ্কজ কুমার সিং-এর মতে, ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ৩২টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২৪টি এক্সপ্রেস ট্রেন, ৪টি স্পেশাল ট্রেন এবং ৪টি প্যাসেঞ্জার ট্রেন। এ ছাড়াও একটি ট্রেনের সময়সূচী পুনর্নির্ধারণ করা হয়েছে এবং দু’টি ট্রেনকে অন্য রুট দিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
মূলত দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, গুজরাত, মহারাষ্ট্র, কেরল, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যের মধ্যে দিয়েই এই সব ট্রেন চলাচল করে। অগ্নিপথ-প্রতিবাদের প্রভাব পড়তে চলেছে নিম্নলিখিত সমস্ত ট্রেনগুলির উপর।
বাতিল করা এক্সপ্রেস ট্রেনের তালিকা:
12521 বারাউনি - এর্নাকুলাম এক্সপ্রেস ২০ জুন বাতিল করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
বাতিল করা হয়েছে বিশেষ ট্রেন:
02570 নয়াদিল্লি - দ্বারভাঙা স্পেশাল ট্রেন ২০ জুন বাতিল করা হয়েছে।
02563 সহরসা - নয়াদিল্লি স্পেশাল ট্রেন ২০ জুন বাতিল করা হয়েছে।
02569 দ্বারভাঙা - নয়াদিল্লি স্পেশাল ট্রেন ২০ জুন বাতিল করা হয়েছে।
09466 দ্বারভাঙা - আহমেদাবাদ স্পেশাল ট্রেন ২০ জুন বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া প্যাসেঞ্জার ট্রেনের তালিকা:
05449 নরকাটিয়াগঞ্জ - গোরক্ষপুর অসংরক্ষিত বিশেষ ট্রেন ২০ জুন বাতিল করা হয়েছে।
05497 নরকাটিয়াগঞ্জ - গোরক্ষপুর অসংরক্ষিত বিশেষ ট্রেন ২০ জুন বাতিল করা হয়েছে।
05449 নরকাটিয়াগঞ্জ - গোরক্ষপুর অসংরক্ষিত বিশেষ ট্রেন ২০ জুন বাতিল করা হয়েছে।
05450 গোরক্ষপুর - নরকাটিয়াগঞ্জ অসংরক্ষিত বিশেষ ট্রেন ২০ জুন বাতিল করা হয়েছে।
সময়সূচী পুনর্নির্ধারণ করে চালানো হয়েছে এই ট্রেন:
04552 ভাগলপুর - গান্ধীধাম বিশেষ ট্রেনটি ২০ জুন ভাগলপুর স্টেশনে ১৪ ঘণ্টার জন্য রি-শিডিউল থাকছে।
রুট পরিবর্তন করে চালানো হচ্ছে এই দুই ট্রেন:
15903 ডিব্রুগড় - চণ্ডীগড় ট্রেন ২০ জুন ডিব্রুগড় - নিউ সিসিবোরগাঁও - রঙ্গিয়ার পরিবর্তিত রুটে চালানো হচ্ছে।
15909 ডিব্রুগড় - লালগড় ট্রেন ২০ জুন ডিব্রুগড় - নিউ সিসিবোরগাঁও - রঙ্গিয়ার পরিবর্তিত রুটে চালানো হচ্ছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2022 7:29 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Trains Cancelled: অগ্নিপথ-প্রতিবাদে ভারত বনধের জের! একগুচ্ছ ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল, দেখে নিন তালিকা!