Interest Rate: সুখবর! এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, প্রবীণরা পাবেন অতিরিক্ত ০.৭৫ শতাংশ সুদ

Last Updated:

Interest Rate: আরবিআই মে থেকে জুনে মাসের মধ্যে দু’বার রেপো রেট বৃদ্ধি করেছে ৷

#নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পর একাধিক ব্যাঙ্ক তাদের এফডি-তে সুদের হার বাড়ানো শুরু করে দিয়েছে ৷ এর মধ্যে এবার সামিল হল ইয়েস ব্যাঙ্ক ৷ ২ কোটি টাকার কম এফডি-তে সুদের হার বাড়াল ইয়েস ব্যাঙ্ক ৷ নতুন রেট ১৮ জুন থেকে লাগু করা হবে ৷ ১ থেকে ১০ লক্ষ বছরের এফডি-র ক্ষেত্রে নতুন রেট লাগু করা হবে ৷
এবার ৭ থেকে ১০ দিনের ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্ক ৩.২৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ সুদ দেওয়া হবে ৷ প্রবীণ নাগরিকরা পাবেন ৩.৭৫ শতাংশ এবং ৭.২৫ শতাংশ সুদ ৷ ১৫ থেকে ৪৫ দিনের এফডি-তে মিলবে ৩.৫০ শতাংশ সুদ, ৪৬ থেকে ৯০ দিনের এফডি-তে মিলবে ৪ শতাংশ সুদ, ৩ ও ৬ মাস কম সময়ের এফডি-তে মিলবে ৪.৫০ শতাংশ সুদ ৷ ৬ থেকে ৯ মাসের জন্য জমা টাকায় গ্রাহকরা পেয়ে যাবেন ৪.৭৬ শতাংশ সুদ ৷ ৯ মাস থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে ব্যাঙ্ক দিচ্ছে ৫ শতাংশ সুদ ৷ এই সুদের হারে কোনও বদল করা হয়নি ৷
advertisement
advertisement
যে সুদের হার বদল করা হয়েছে -
ব্যাঙ্ক ১ বছর থেকে ১৮ মাসের কম এফডিতে সুদের হার ৫.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করেছে ৷১৮ মাসে থেকে ৩ বছরের কম সময়ের এফডি-তে ব্যাঙ্ক ৬.৫০ শতাংশ সুদ দেবে ৷ এখানে সুদের হার ০.৫০ শতাংশ বাড়ানো হয়েছে ৷ ৩ থেকে ১০ বছরের জন্য জমা টাকা ব্যাঙ্ক দেবে ৬.৫০ শতাংশ সুদ ৷
advertisement
আরবিআই রেপো রেট-
আরবিআই মে থেকে জুনে মাসের মধ্যে দু’বার রেপো রেট বৃদ্ধি করেছে ৷ এরপর আরবিআই থেকে পাওয়া সুদ ০.৯০ শতাংশ বেড়ে যায় ব্যাঙ্কগুলির জন্য ৷ বেশিরভাগ ব্যাঙ্ক লোন রেট ২ থেকে ৩ বার বৃদ্ধি করেছে ৷ রেপো রেট বদলানোর প্রভাব পড়েছে এফডি-তেও ৷ এফডি-তে যাঁরা ইনভেস্ট করেছেন তাঁরা এখন এই লাভ পাচ্ছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Interest Rate: সুখবর! এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, প্রবীণরা পাবেন অতিরিক্ত ০.৭৫ শতাংশ সুদ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement