Interest Rate: সুখবর! এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, প্রবীণরা পাবেন অতিরিক্ত ০.৭৫ শতাংশ সুদ

Last Updated:

Interest Rate: আরবিআই মে থেকে জুনে মাসের মধ্যে দু’বার রেপো রেট বৃদ্ধি করেছে ৷

#নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পর একাধিক ব্যাঙ্ক তাদের এফডি-তে সুদের হার বাড়ানো শুরু করে দিয়েছে ৷ এর মধ্যে এবার সামিল হল ইয়েস ব্যাঙ্ক ৷ ২ কোটি টাকার কম এফডি-তে সুদের হার বাড়াল ইয়েস ব্যাঙ্ক ৷ নতুন রেট ১৮ জুন থেকে লাগু করা হবে ৷ ১ থেকে ১০ লক্ষ বছরের এফডি-র ক্ষেত্রে নতুন রেট লাগু করা হবে ৷
এবার ৭ থেকে ১০ দিনের ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্ক ৩.২৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ সুদ দেওয়া হবে ৷ প্রবীণ নাগরিকরা পাবেন ৩.৭৫ শতাংশ এবং ৭.২৫ শতাংশ সুদ ৷ ১৫ থেকে ৪৫ দিনের এফডি-তে মিলবে ৩.৫০ শতাংশ সুদ, ৪৬ থেকে ৯০ দিনের এফডি-তে মিলবে ৪ শতাংশ সুদ, ৩ ও ৬ মাস কম সময়ের এফডি-তে মিলবে ৪.৫০ শতাংশ সুদ ৷ ৬ থেকে ৯ মাসের জন্য জমা টাকায় গ্রাহকরা পেয়ে যাবেন ৪.৭৬ শতাংশ সুদ ৷ ৯ মাস থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে ব্যাঙ্ক দিচ্ছে ৫ শতাংশ সুদ ৷ এই সুদের হারে কোনও বদল করা হয়নি ৷
advertisement
advertisement
যে সুদের হার বদল করা হয়েছে -
ব্যাঙ্ক ১ বছর থেকে ১৮ মাসের কম এফডিতে সুদের হার ৫.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করেছে ৷১৮ মাসে থেকে ৩ বছরের কম সময়ের এফডি-তে ব্যাঙ্ক ৬.৫০ শতাংশ সুদ দেবে ৷ এখানে সুদের হার ০.৫০ শতাংশ বাড়ানো হয়েছে ৷ ৩ থেকে ১০ বছরের জন্য জমা টাকা ব্যাঙ্ক দেবে ৬.৫০ শতাংশ সুদ ৷
advertisement
আরবিআই রেপো রেট-
আরবিআই মে থেকে জুনে মাসের মধ্যে দু’বার রেপো রেট বৃদ্ধি করেছে ৷ এরপর আরবিআই থেকে পাওয়া সুদ ০.৯০ শতাংশ বেড়ে যায় ব্যাঙ্কগুলির জন্য ৷ বেশিরভাগ ব্যাঙ্ক লোন রেট ২ থেকে ৩ বার বৃদ্ধি করেছে ৷ রেপো রেট বদলানোর প্রভাব পড়েছে এফডি-তেও ৷ এফডি-তে যাঁরা ইনভেস্ট করেছেন তাঁরা এখন এই লাভ পাচ্ছেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Interest Rate: সুখবর! এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, প্রবীণরা পাবেন অতিরিক্ত ০.৭৫ শতাংশ সুদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement