India China Rift| ভারত থেকে ৫০০ চিনা পণ্য বহিষ্কারের সিদ্ধান্ত, দেখে নিন তালিকা

Last Updated:

লাদাখ সীমান্তে উত্তেজনা জারি৷ চিনা আক্রমণে মৃত্যু হয়েছে ভারতীয় সেনার ২০ জনের

#নয়াদিল্লি:  লাদাখ সীমায় ভারত ও চিন বিবাদের জেরে ব্যবসায়িক সংগঠন - The Confederation of All India Traders দেশে চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে । CAIT এই পর্বে ৫০০ পণ্যের একটি লিস্ট তৈরি করেছে । লাদাখে চিনা সৈনিকদের দ্বারা ভারতীয় সেনার ওপর হামলা হয়েছে । এরই কড়া জবাব দিতে তৈরি ব্যবসায়িক সংগঠন । তাদের সাফ কথা চিনকে এর খেসারত দিতে হবে ৷
সংস্থার দাবি, চিন যখনই সুযোগ পাচ্ছে তখনই নিজের রূপ দেখায়, এটা ভারতের জন্য একেবারেই সঠিক নয় ৷ দেশের হিতের কথা মাথায় রেখেই ভারত থেকে চিনা সামগ্রী হটাও অভিযানে নামছে এই সংস্থা ৷ ৫০০ -র বেশি প্রডাক্টের একটা সূচি তৈরি হয়েছে তার থেকে প্রায় ৩০০০ পণ্য তৈরি হয়ে ভারতের বাজারে আসে ৷
advertisement
ধাপে ধাপে ২০২১ -র ডিসেম্বরের মধ্যে এই তালিকা পূরণ করে ফেলবে ভারত ৷ চিন থেকে এক লক্ষ কোটি টাকার পণ্য সামগ্রী ভারতে আসে ৷ এই কাজ করে সেটা বন্ধ করতে হবে ৷
advertisement
এই তালিকায় রোজকার ব্যবহৃত জিনিসের নাম রয়েছে ৷  রয়েছে খেলনা, ফার্নিশিং ফ্যাব্রিক, টেক্সটাইল, বিল্ডার হার্ডওয়্যার, ফুটওয়্যার, গারমেন্ট, রান্নাঘরের জিনিস, লাগেজ, হ্যান্ড ব্যাগ, কসমেটিক্স , গিফট, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স জিনিসপত্র, ঘড়ি, রত্ন ও গয়না, হেল্থ প্রডাক্ট, মোটরগাড়ির যন্ত্রাংশ , দিওয়ালি ও হোলির জিনিস আসে ৷
advertisement
CAIT  -র রাষ্ট্রীয় অধ্যক্ষ বিসি ভতরিয়া এই অভিযানের রূপরেখা পরিষ্কার করে দিয়েছেন ৷ বর্তমানে চিন থেকে ভারতে প্রতি বছর ৫.২৫ লক্ষ কোটি টাকার পণ্য আমদানি করা হয় ৷ ভারতে সস্তা জিনিসের বাজারের কথা মাথায় রেখে এই পণ্য বিক্রি করা হয় ৷
ভারতে এই মুহূর্তে যে জিনিসগুলি দেশি ও বিদেশি কোম্পানিরা তৈরি করছে তাদের এই তালিকায় এই মুহূর্তে রাখা হয়নি ৷ চিন থেকে পণ্য আমদানি না করতে হয় এটাই লক্ষ্য ৷ তাই এই বাতিলের তালিকায় চিনের পণ্যই রয়েছে ৷ তবে যে পণ্যগুলি টেকনোলজির দিক থেকে অনেক উন্নত এখনই সেই পণ্য রদ করা হবে না ৷ কারণ হয় ভারতকে বা তার বন্ধু কোনও রাষ্ট্রের থেকে সেই পণ্য যোগাড়ের ব্যবস্থা না হওয়া অবধি তা বাতিল করা সম্ভব নয় ৷
advertisement
এই ঘটনায় কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছিলেন এই ধরনের বস্তু উৎপাদন করতে গেলে দেশে লঘু উদ্যোগ, স্টার্টআপকে উৎসাহ প্রদান করা হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
India China Rift| ভারত থেকে ৫০০ চিনা পণ্য বহিষ্কারের সিদ্ধান্ত, দেখে নিন তালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement