#নয়াদিল্লি: লাদাখ সীমায় ভারত ও চিন বিবাদের জেরে ব্যবসায়িক সংগঠন - The Confederation of All India Traders দেশে চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে । CAIT এই পর্বে ৫০০ পণ্যের একটি লিস্ট তৈরি করেছে । লাদাখে চিনা সৈনিকদের দ্বারা ভারতীয় সেনার ওপর হামলা হয়েছে । এরই কড়া জবাব দিতে তৈরি ব্যবসায়িক সংগঠন । তাদের সাফ কথা চিনকে এর খেসারত দিতে হবে ৷
সংস্থার দাবি, চিন যখনই সুযোগ পাচ্ছে তখনই নিজের রূপ দেখায়, এটা ভারতের জন্য একেবারেই সঠিক নয় ৷ দেশের হিতের কথা মাথায় রেখেই ভারত থেকে চিনা সামগ্রী হটাও অভিযানে নামছে এই সংস্থা ৷ ৫০০ -র বেশি প্রডাক্টের একটা সূচি তৈরি হয়েছে তার থেকে প্রায় ৩০০০ পণ্য তৈরি হয়ে ভারতের বাজারে আসে ৷
ধাপে ধাপে ২০২১ -র ডিসেম্বরের মধ্যে এই তালিকা পূরণ করে ফেলবে ভারত ৷ চিন থেকে এক লক্ষ কোটি টাকার পণ্য সামগ্রী ভারতে আসে ৷ এই কাজ করে সেটা বন্ধ করতে হবে ৷
ভারতে এই মুহূর্তে যে জিনিসগুলি দেশি ও বিদেশি কোম্পানিরা তৈরি করছে তাদের এই তালিকায় এই মুহূর্তে রাখা হয়নি ৷ চিন থেকে পণ্য আমদানি না করতে হয় এটাই লক্ষ্য ৷ তাই এই বাতিলের তালিকায় চিনের পণ্যই রয়েছে ৷ তবে যে পণ্যগুলি টেকনোলজির দিক থেকে অনেক উন্নত এখনই সেই পণ্য রদ করা হবে না ৷ কারণ হয় ভারতকে বা তার বন্ধু কোনও রাষ্ট্রের থেকে সেই পণ্য যোগাড়ের ব্যবস্থা না হওয়া অবধি তা বাতিল করা সম্ভব নয় ৷
এই ঘটনায় কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছিলেন এই ধরনের বস্তু উৎপাদন করতে গেলে দেশে লঘু উদ্যোগ, স্টার্টআপকে উৎসাহ প্রদান করা হবে ৷